টুকরো খবর
শিক্ষককে ক্ষুর, দুই যুবক ধৃত
বারুইপুরের ফুলতলায় মঙ্গলবার সকালে এক শিক্ষককে ক্ষুর মেরে গুরুতর জখম করল এক যুবক। পুলিশ জানায়, আহত শিক্ষকের নাম শঙ্কর পৈলান। বাড়ি সোনারপুর থানার পোয়াগাছিতে। ওই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে। তাদের নাম শঙ্কর বিশ্বকর্মা ও মহম্মদ আলি হোসেন সর্দার। পুলিশের দাবি, শঙ্কর জেরায় জানায়, ওই শিক্ষক তার কাছ থেকে ৩৮ হাজার টাকা নিয়ে আশ্বাস দিয়েছিলেন, তিনি তাকে নিজের চিটফান্ডের অন্যতম কর্ণধার করে দেবেন। কিন্তু শিক্ষক পরে তা করেননি। টাকাও ফেরত দিচ্ছিলেন না। সেই কারণে শিক্ষককে খুন করার জন্য সে আলিকে নিয়োগ করে। এই কাজের জন্য সে আলিকে ২০ হাজার টাকাও দিয়েছিল বলে জানায় পুলিশ। আগে শঙ্করবাবু একটি চিটফান্ড চালাতেন বলে অভিযোগ।

আটক বাংলাদেশি ট্রলার, গ্রেফতার ৯ মৎস্যজীবী
আটক ট্রলার। ছবি: দিলীপ নস্কর।
ভারতের জলসীমায় ঢুকে পড়ায় ৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। আটক করা হয়েছে এফ বি মুক্তা নামের ট্রলারটিও। ধৃতদের কাছ থেকে প্রচুর মাছ ও মাছ ধার জাল, ছিপ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার রাতে ফ্রেজারগঞ্জ এলাকায় গভীর সমুদ্রে। পুলিশ জানিয়েছে ধৃত মৎস্যজীবীদের নাম মনসুর হাওলাদার, মাহবুবুল মিঞা, মহম্মদ আবুল কালিয়া, সহরাব হাওলাদার, মহম্মদ দিলওয়ার হোসেন, নবি হোসেন, মহম্মদ আলিউল্লা, মহম্মদ ইব্রাহিম ও মহম্মদ দিলওয়ার হোসেন। ধৃতদের মঙ্গলবার কাক্দবীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।
পুলিশ জানায়, জেরায় এফ বি মুক্তা ট্রলারের ওই মৎস্যজীবীরা জানিয়েছেন, গত ১১ নভেম্বর বাংলাদেশেক বরগুনা জেলার পাথরঘাটার তালুকের চক গ্রাম থেকে তাঁরা সমুদ্রে মাছ ধরতে বের হন। মাছ ধরতে ধরতে কখন তাঁরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছেন তা বুঝতে পারেননি। সোমবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় উপকূল রক্ষীবাহিনী ওই বাংলাদেশি ট্রলারটি আটক করে। এর পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে ওই ট্রলার ও ৯ জন মৎস্যজীবীকে তুলে দেয় তারা।

পাচার হওয়া তরুণী উদ্ধার, গ্রেফতার ১
হিঙ্গলগঞ্জের ছোট সাহেবখালি গ্রামের এক তরুণীকে ভিন্ রাজ্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আমদাবাদের এক নিষিদ্ধপল্লি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম তপন বর্মন। বাড়ি হেমনগরে। মাস তিনেক আগে বছর সতেরোর মেয়েটি নিখোঁজ হয়। থানায় বিষয়টি জানান তার বাবা। অভিযোগ, তপন মেয়েটিকে পরিচারিকার কাজ দেওয়ার নামে গুজরাতে নিয়ে যায়। কিছুদিন পরে তাকে আমদাবাদের বিক্রি করে তপন। কয়েক দিন আগে সেখান থেকে এক প্রতিবেশীকে ফোনে সব কথা জানায় ওই তরুণী। সেই খবর পেয়েই পুলিশ তপনকে গ্রেফতার করে। তাকে জেরা করে মেয়েটির ঠিকানা জানা যায়।

মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ৪
এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালি সমুদ্র সৈকতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মদন মাইতি, ভবেন প্রামাণিক, প্রদীপ হালদার ও পিণ্টু প্রামাণিক। সকলেরই বাড়ি জয়নগর থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার বেলঘরিয়া এলাকার বাসিন্দা দু’টি পরিবারের সদস্যরা দু’দিন আগে বকখালি বেড়াতে এসেছিলেন। এ দিন বিকেলে তাঁরা যখন সমুদ্রে স্নান করতে নামেন সেই সময় ওই চার যুবক সেখানে এসে এক মহিলার হাত ধরে টানাটানি করে ও শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলার বাড়ির লোকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মহিলাকে উদ্ধার করে এবং ওই চার যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ওই চার যুবক মদ্যপ অবস্থায় এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

পাইপগান, গুলি উদ্ধার ক্যানিংয়ে
ডাকাতি-সহ একাধিক সমাজবিরোধী কার্যকলাপ এবং পুলিশের উপরে আক্রমণের অভিযোগে ধৃত এক দুষ্কৃতীর বাড়ি থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায়। গত ২৬ অক্টোবর জীবনতলার কালীবাড়িতে কুতুবুদ্দিন থান নামে ওই দুষ্কৃতীকে ধরতে গেলে স্থানীয় গ্রামবাসীরা পুলিশের উপরে চড়াও হয়। তাদের মারধর করে কুতুবুদ্দিনকে ছিনিয়ে নেয়। এর পরে ৩১ অক্টোবর কুতুবকে উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে সোমবার রাতে তার বাড়ি থেকে ওই সব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

ধৃত ১৪ জন বাংলাদেশি
অবৈধভাবে সীমন্ত পেরিয়ে এ এদেশে ঢোকার সময় বিএসএফের হাতে ধরা পড়ল ১৪ জন বাংলাদেশি। সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বসিরহাটের শাঁকচুড়ো এলাকা থেকে তাঁদের ধরা হয়। পুলিশ তাঁদের গ্রেফতার করে মঙ্গলবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় শাঁকচুড়ো বাসস্ট্যান্ডের কাছে কয়েকজনকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সীমান্তরক্ষদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কলকাতায় কাজের সন্ধান করতে দালালের মাধ্যমে অবৈধ ভাবে তাঁরা এ দেশে ঢুকেছেন।

বোমা-সহ ধৃত
১০টি বোমা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে কাকদ্বীপ কলেজের পিছনে রাস্তা থেকে শ্রীনিবাস দাস নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় কাকদ্বীপ কলেজের পিছনে কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে বলে খবর পাওয়া যায়। তল্লাশিতে গেলে বাকিরা পালালেও ধরা পড়ে শ্রীনিবাস। উদ্ধার হয় ১০টি তাজা বোমা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.