এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম।
ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি
দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ এপ্রিল ২০১৩ থেকে ২০ মে ২০১৩-র শীর্ষ শিরোনাম।
• প্রয়াত শিল্পী গোরাচাঁদ মুখোপাধ্যায়:বাংলা আধুনিক গানের বিশিষ্ট শিল্পী গোরাচাঁদ মুখোপাধ্যায় প্রয়াত হলেন। শনিবার, ২০ এপ্রিল, নিজের উত্তর কলকাতার বাড়িতে মৃত্যু হয় তাঁর। ১৯৬৫-তে শিল্পীর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। সে বছরই আকাশবাণীতে গান গাওয়ার শুরু। তার পরে প্রায় অর্ধশতকের সঙ্গীতজীবনে প্রকাশিত হয়েছে বহু রেকর্ড। গত পুজোতেও তাঁর নতুন গানের অ্যালবাম প্রকাশিত হয়। শিক্ষক হিসেবেও তিনি যুক্ত ছিলেন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে।
• হবে নতুন তিন রোগনির্ণয় কেন্দ্র:কলকাতায় দেশের সেরা প্রযুক্তির দু’টি নতুন প্যাথলজিক্যাল ল্যাবরেটরি খুলতে চলেছে রাজ্য সরকার। একটি জনস্বাস্থ্য ল্যাবরেটরিও গড়া হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। পাশাপাশি কর্মীর ঘাটতি মেটাতে স্বাস্থ্য দফতর ৫০০ জন ল্যাব-টেকনিশিয়ান নিয়োগ করবে কিছু দিনের মধ্যেই। শনিবার শিল্প-বণিকসভা ফিকি আয়োজিত ‘কোয়ালিটি ইন ডায়গনস্টিক্স অ্যান্ড হসপিটাল কেয়ার’ শীর্ষক এক আলোচনাসভায় স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব মনোজ চৌধুরী এ কথা জানিয়েছেন। প্যাথলজিক্যাল কেন্দ্র দু’টির একটি হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে, রামরিখ দাস হাসপাতালে। দ্বিতীয়টি সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে বিধানচন্দ্র রায়ের বাড়িতে। এটি সরকার নিজেই চালাবে। নিখরচায় না হলেও এই দু’টি প্যাথলজি কেন্দ্রে বেসরকারি ল্যাবরেটরির তুলনায় অনেক কম টাকায় সমস্ত পরীক্ষা হবে। থাকবে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফির ব্যবস্থাও। রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক সময় অজানা জ্বরের প্রাদুর্ভাব ঘটে। এই ধরনের জ্বরের পরীক্ষা হবে বেলেঘাটার ল্যাবরেটরিটিতে। এটি হবে গ্রামীণ স্বাস্থ্য মিশনের টাকায়।
পর্যটনে নতুন বিলাস। সপ্তাহান্তে গঙ্গাবক্ষে প্রমোদ-তরণীতে ভ্রমণ।
• গুটখা নিষিদ্ধ করছেন মমতা: বৈঠক ডাকা হয়েছিল ডেঙ্গি নিয়ে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ২৩ এপ্রিল, সোমবার বিকেলে মহাকরণে সেই বৈঠকেই রাজ্যে গুটখা বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যকর্তারা জানান, বৈঠকে গুটখার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রীই। বেশ কিছু রাজ্য আগেই গুটখা নিষিদ্ধ করেছে। পশ্চিমবঙ্গে মুখের ক্যানসার বাড়তে থাকায় বেশ কিছু দিন ধরে চিকিৎসক ও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন গুটখা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, মুখ্যমন্ত্রী গুটখা নিষিদ্ধ করতে বদ্ধপরিকর। দু’-এক দিনের মধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা।
• কাজ শুরু ত্বক-ব্যাঙ্কের: অবশেষে খরা কাটল এসএসকেএম হাসপাতালে পূর্বাঞ্চলের একমাত্র ত্বক ব্যাঙ্কের। ২০১১ সালের সেপ্টেম্বরে খাতায়-কলমে চালু হলেও, এত দিন এখানে কোনও মৃতদেহ থেকে ত্বক সংগ্রহ করা যায়নি। পরিকাঠামোর অভাব এ ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে, সোমবার প্রথম কোনও মৃতদেহ থেকে ত্বক সংগৃহীত হলে ত্বক ব্যাঙ্কে। আপাতত সেই ত্বকের ব্যাক্টেরিয়োলজিক্যাল পরীক্ষানিরীক্ষা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষায় ক্ষতিকর কিছু না মিললে অন্য কোনও রোগীর দেহে প্রয়োজন মতো ওই ত্বকের প্রতিস্থাপন করা হবে। আগুনে পোড়া রোগী ও পথ দুর্ঘটনায় চেহারা বিকৃত হয়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে ত্বক প্রতিস্থাপন সব চেয়ে বেশি প্রয়োজনীয়। সোমবার যাঁর ত্বক দিয়ে ত্বক-ব্যাঙ্কের কাজ শুরু হল তাঁর নাম ফল্গু মজুমদার। নেতাজি নগরের বাসিন্দা বছর বাষট্টির ফল্গুদেবীর মৃত্যু হয়েছিল গত শনিবার, ২০ এপ্রিল। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুর আগে দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন। সোমবার এসএসকেএমে দেহদানের পর ত্বক-ব্যাঙ্কের জন্য তাঁর ত্বক সংগ্রহের সিদ্ধান্ত নেন এসএসকেএম কর্তৃপক্ষ। ফল্গুদেবীর বাড়ির লোককে সে কথা জানালে তাঁরাও সম্মতি জানান।
• জাতীয় পতাকার ‘অবমাননা’, ধৃত: জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মঙ্গলবার বিধাননগর পুরসভার এক গাড়িচালককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম তারক দাস। বুধবার তাঁকে বিধাননগরের এসিজিএম আদালতে তোলা হলে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিধাননগরের বিজন ভবনের সামনে দিয়ে ময়লা তোলার গাড়ি নিয়ে যাচ্ছিলেন তারকবাবু। গাড়িতে লাগানো ছিল একটি জাতীয় পতাকা। সূত্রের খবর, এক বিচারপতি ময়লার গাড়িতে জাতীয় পতাকা লাগানো দেখে অভিযোগ করলে পুলিশ নিজেই একটি মামলা রুজু করে। ধৃতের পক্ষে আইনজীবী সৌম্যজিৎ রাহা জানান, তাঁর মক্কেল একটি ভ্যাট থেকে ময়লা তুলছিলেন। ভ্যাটে জাতীয় পতাকা পড়ে থাকতে দেখে তিনি সেটি গাড়িতে রেখে দেন।
• কলকাতা ডার্বি মে-র তৃতীয় সপ্তাহে: ঝুলে থাকা কলকাতা লিগের খেলা মে-র তৃতীয় সপ্তাহে শেষ করতে চায় আইএফএ। আই লিগ শেষ হচ্ছে ১২ মে। তারপরই কলকাতা লিগের শেষ তিনটি ম্যাচ কবে হবে তা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন কর্তারা। বাকি তিন ম্যাচে রয়েছে ডার্বিও। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “নানা কারণে লিগ শেষ করতে পারিনি। তবে মে-র তৃতীয় সপ্তাহে শেষ হয়ে যাবে।” আইএফএ চাইছে পুরনো নিয়মেই জুলাইয়ের প্রথম সপ্তাহে পরের বারের লিগ শুরু করতে। যাতে তা শেষ হয় আই লিগ শুরুর আগেই। অর্থাৎ আই লিগের তিন বড় ক্লাব প্রাক-মরসুম প্রস্তুতির জন্য পাবে এক মাস। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পঞ্চম ডিভিশনের দলবদল। প্রিমিয়ার লিগের দলবদল শুরু ১ জুন। ফেডারেশনের নিয়মে আন্তঃ রাজ্য ছাড়পত্রের সময় ৪ জুন-৩১ অগস্ট। কর্তাদের আশা কলকাতা লিগ শুরুর আগেই ক্লাবগুলি ভিন রাজ্যের ফুটবলারদের সই করিয়ে নেবে।
• হাইকোর্টের সার্ধশতবর্ষ:বিচার বিভাগের অতিসক্রিয়তা নিয়ে বারে বারেই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বহু বিচারপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন বহু উদ্ধৃতিই তুলে ধরলেন লোকসভার প্রাক্তন স্পিকার তথা এক সময়ের দুঁদে আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়। হাইকোর্টের সার্ধশতবষর্র্ উদ্যাপনের অঙ্গ হিসেবে ‘সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড জুডিশিয়াল অ্যাক্টিভিজম’ শীর্ষক বক্তৃতায় সোমনাথবাবু রাষ্ট্র-ক্ষমতার তিনটি স্তম্ভ আইনসভা, প্রশাসন ও বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন। জনপ্রতিনিধি ও আমলাদের ভূমিকা নিয়ে মানুষের মনে জমতে থাকা ক্ষোভের জেরে বিচারকদের কোনও কোনও রায় বা নির্দেশে তাঁরা উল্লসিত হন বলে মন্তব্য করেন তিনি। কিন্তু সরকারি নীতি কী হবে, তা নির্ণয় করা বিচার ব্যবস্থার কাজ নয় বলেও স্মরণ করিয়ে দিয়েছেন সোমনাথবাবু। তাঁর কথায়, “শাসন ব্যবস্থার তিনটি স্তম্ভেরই নিজেদের ভূমিকা কী হওয়া উচিত, সেটা বুঝে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরিমিতির সঙ্গে এগোনো উচিত।”
• লক্ষ্মীকে সম্মান:হাঁটুর চোটের জন্য কেকেআরের হয়ে খেলতে পারছেন না। কিন্তু তার মধ্যেই নতুন সম্মান পেয়ে গেলেন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। একশো রঞ্জি ম্যাচ খেলার জন্য তাঁকে সংবর্ধিত করা হল শহরের একটি অনুষ্ঠানে। বৃহস্পতিবার ইআইআইএলএম আন্তঃবিশ্ববিদ্যালয় কলেজ প্রিমিয়ার লিগের ট্রফির নামকরণ হল প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায়ের নামে। সেখানেই সংবর্ধনা দেওয়া লক্ষ্মীকে। স্মারক তুলে দেওয়া হয় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে। কেকেআরের প্রাক্তন অধিনায়ককে আইপিএল সিক্সে গৌতম গম্ভীরের টিমের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়। জিজ্ঞেস করা হয়, সাত ম্যাচে পাঁচ হারের পর কেকেআর প্লে অফে উঠতে পারবে কি না? জবাবে সৌরভ বলেন, “অসম্ভব কিছু নয়। অর্ধেক টুর্নামেন্ট এখনও বাকি। তবে কেকেআরকে ভাল খেলতে হবে।” কিন্তু নাইটদের সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? এ বার সৌরভের উত্তর, “আমি অত খুঁটিয়ে দেখছি না। তবে খেলায় হার-জিত থাকে। প্রত্যেক বার সব সমান যাবে, এমন তো হয় না।” পাশাপাশি পেপসি আইপিএলে তাঁর তিন ফেভারিট টিমের নামও জানিয়ে দিলেন সৌরভ। চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্স। এবং গেইলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
• ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে অক্ষয় কুমার, সোনাক্ষি, শান:২০২০ সালে একশ বছর পূর্ণ করবে ইস্টবেঙ্গল। সেই উপলক্ষে ২০১৩ থেকেই বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে। ৯ জুন যেমন অক্ষয় কুমার, সোনাক্ষি সিংহ, শান, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীরা যুবভারতী মাতাবেন। এরপর থেকে ২০১৪ থেকে ১৬ প্রতি বছরই নানা অনুষ্ঠান থাকছে ক্লাবের পক্ষ থেকে।
• নয়া হেল্থ কার্ড: টিন-এজারদের জন্য বিশেষ হেল্থ কার্ড চালু হল ই এম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। ১৩ থেকে ১৯ বছর বয়সী ছেলেমেয়েরা ওই হাসপাতালে হেল্থ কার্ড করালে আউটডোর এবং ইনডোরের যে কোনও পরিষেবায় ১৯ শতাংশ ছাড় পাবে। বৃহস্পতিবার রুবি জেনারেল হাসপাতালের ১৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন হাসপাতালের সিইও স্বরাজব্রত পুরকায়স্থ। পাশাপাশি তিনি জানান, ১৯ বছর বয়সী দুই নার্সিংয়ের পড়ুয়াকেও নিখরচায় ওই প্রতিষ্ঠানের নার্সিং স্কুলে পড়ানোর ব্যবস্থা করছেন তাঁরা।
• ফুটবলারদের তালিকা জমা দেননি মর্গ্যান: মালয়েশিয়া থেকে ফিরে এসেও ধোঁয়াশা রেখে দিলেন ট্রেভর মর্গ্যান! বিদেশে এএফসি কাপ খেলতে গিয়ে ইস্টবেঙ্গলের পরের মরসুমের টিমের তালিকা দেবেন বলে আশ্বস্ত করেছিলেন ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যকে। কিন্তু শনিবার অনুশীলনের পর সাহেব কোচ কিছুটা রহস্য করে বললেন, “আমি টিম লিস্ট জমা দিলে আপনারা বলবেন আমি থাকছি। আর যদি বলি তালিকা দেব না, তা হলে ভাববেন ক্লাব ছাড়ব। তাই কিছু না বলাই ভাল।” চোট থাকায় মরসুমে খাবড়াকে আর পাবেন না মর্গ্যান। চোট গোলকিপার অভিজিৎ মণ্ডলেরও। শনিবারও তিনি অনুশীলন করতে পারেননি। সোমবার অনুশীলনের পরই প্রথম একাদশে তাঁকে রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মর্গ্যান।
• কলকাতা ডার্বি হয়তো ২৩ মে:প্রশাসনের অনুমতি মিললে কলকাতা ডার্বি হতে পারে ২৩ মে। যুবভারতীতে ফ্লাডলাইটে বড় ম্যাচ করতে চাইছে আইএফএ। ডার্বি-সহ কলকাতা লিগে তিনটি ম্যাচ বাকি রয়েছে। যা মে মাসেই শেষ করতে চায় আইএফএ। গত বছর অগস্টে শুরু হয়েছিল কলকাতা প্রিমিয়ার লিগ। এত দীর্ঘ স্থানীয় লিগ কখনও হয়নি। শেষ ম্যাচ হয়েছে ২ মার্চ। তার পর প্রায় আড়াই মাস পর ১৬ মে মোহনবাগান-প্রয়াগ এবং ১৯ মে ইস্টবেঙ্গল-প্রয়াগ ম্যাচের সম্ভাব্য দিন ঠিক করেছে আইএফএ। ওই দুটি ম্যাচ কল্যাণীতে করার চেষ্টা চলছে। এ দিকে, বারাসত স্টেডিয়ামের নতুন টার্ফ ফিফার সার্টিফিকেট পেলে পরের মরসুমে আই লিগ ম্যাচ সেখানে হবে।
• ডায়াবেটিস নিয়ে বিশেষ প্রশিক্ষণ:ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য পুরসভার চিকিৎসকদের এক বছরের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার ‘কলকাতা ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান চিকিৎসক তীর্থঙ্কর চৌধুরী। তিনি জানান, টাকার অভাবে দুঃস্থ রোগীরা মূলত পুরসভার হাসপাতালগুলিতেই চিকিৎসা করিয়ে থাকেন। তাঁরা যাতে সুচিকিৎসা পান, সে জন্যেই এই উদ্যাগ। এ দিনের অনুষ্ঠানে ২৫০-র বেশি চিকিৎসক যোগদান করেন। ডায়াবেটিস ছাড়াও এ দিন ইনসুলিন চিকিৎসা, হৃদ্রোগ এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস এই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়।
সে চির-চিনারে... জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংগ্রহশালায় তৈরি হল নতুন চিনা গ্যালারি। ১৬ মে উদ্বোধনের পরে জায়গাটি ঘুরে
দেখছেন শঙ্খ ঘোষ
ও ব্রাত্য বসু। ১৯২৪ সালে মাস দেড়েক চিনে কাটান রবীন্দ্রনাথ। সে সময়ের বিভিন্ন নথি ও ছবি আছে
এখানে। কবির সার্ধশতবর্ষে
শ্রদ্ধার্ঘ্য হিসেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে ৫৪ লক্ষ টাকা দেয় চিন। তা দিয়েই তৈরি গ্যালারি।
• বাঙুরের ওয়েবসাইট: কোন ওয়ার্ডে কত শয্যা খালি রয়েছে, তা থেকে শুরু করে কোন ওষুধ মজুত রয়েছে কোনটা নেই, সবই এ বার থেকে জানা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। ১৭ মে বাঙুর হাসপাতালের নিজস্ব এই ওয়েবসাইটের উদ্বোধন করেন মন্ত্রী তথা ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ বিশ্বাস। হাসপাতাল সূত্রের খবর, এ বার বাড়িতে বসে কোনও রোগী ওয়েবসাইটের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি বা ওই জাতীয় পরীক্ষার বুকিংও করতে পারবেন। সুপার সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “সোমবার থেকে এই ওয়েবসাইট পুরোদমে কাজ শুরু করবে। যাতে প্রতি দিন তথ্য আপডেট করা হয়, আমরা সে ব্যাপারে যত্নবান থাকব।”
• জুনেই দিল্লি, কলকাতায় মিলবে মালদহের আম:মালদহের আম যাচ্ছে দিল্লি-কলকাতায়। সৌজন্যে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতর এবং জেলা প্রশাসন। মালদহের হিমসাগর থেকে শুরু করে ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি, মল্লিকা আম বিক্রি করার জন্য দিল্লির দিল্লি-হাট, বঙ্গভবনে এবং কলকাতার পার্ক সার্কাস ও মানিকতলায় মালদহের আম বিক্রির ব্যবস্থা হয়েছে। আগামী, ৭ জুন থেকে ১০ জুনের মধ্যে দিল্লি ও কলকাতায় বসে মালদহের আম চাষিরা দিল্লি ও কলকাতার বাসিন্দাদের সরাসরি আম বিক্রি করতে পারবেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মালদহ টাউন স্টেশনে আধুনিক প্যাকেটে মালদহের আম বিক্রি করবে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতর। শুক্রবার মালদহের জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “দিল্লি ও কলকাতার বাজারে বাইরের আমকে মালদহের আম বলে বিক্রি করা হয় বলে শুনেছি। দাম দিয়েও দেশ ও রাজ্যের রাজধানীর বাসিন্দারা মালদহের আমের স্বাদ থেকে বঞ্চিত হন। সে কারণেই এই উদ্যোগ।” জেলাশাসক জানান প্রথম দফায় লক্ষণভোগ ২ মেট্রিক টন ও হিমসাগর ৪ মেট্রিক টন পাঠানো হবে। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের জেলার উপ অধিকর্তা প্রিয়রঞ্জন সানিগ্রাহী বলেন, “মালদহের বিভিন্ন বণিক সভা আমচাষিরা বসে বৈঠক করে কারা দিল্লি ও কলকাতায় যাবেন তা স্থির করবে।” চাষিদের কলকাতা ও দিল্লিতে যাতায়াত ও থাকাখাওয়ায় সরকার ভর্তুকি দেবে বলে জানা গিয়েছে। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক উজ্জল সাহা বলেন, “এই উদ্যোগে চাষিরা অক্সিজেন পাবেন।”
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.