আর্জি মেনে দাম বাড়ল ভিক্টোরিয়ার টিকিটের |
ভিক্টোরিয়ার প্রবেশমূল্য ৪ টাকা থেকে হল ১০ টাকা। ভিক্টোরিয়া কর্তৃপক্ষের আর্জির প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্ট প্রবেশমূল্য বাড়ানোর আবেদন মঞ্জুর করে। কর্তৃপক্ষের বক্তব্য, কেন্দ্র ও বিদেশ থেকে যে টাকা আসে, তাতে খরচের জন্য অর্থ সঙ্কুলান হয় না। তাই প্রবেশমূল্য বাড়ানো প্রয়োজন। এর পরেই আদালত প্রবেশমূল্য বাড়ানোর আবেদন মঞ্জুর করে। ভিক্টোরিয়ার পরিবেশ সংরক্ষণে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলার প্রেক্ষিতে গত ২০০৩ সালে হাইকোর্টের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়। ওই বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে আদালতের নির্দেশে ভিক্টোরিয়ায় ২ টাকা করে প্রবেশমূল্য চালু হয়। ২০০৫-এ তা বেড়ে হয় ৪ টাকা। এর পরে এ দিন ভিক্টোরিয়া কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় ও মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ ১০ টাকা প্রবেশমূল্য করার আবেদন মঞ্জুর করে। এ দিন সুভাষবাবু আদালতকে জানান, সাধারণ মানুষের জন্য ভিক্টোরিয়ায় আরও কয়েকটি শৌচাগার প্রয়োজন। |
এ দিকে ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এ দিন রাজ্য আদালতকে জানিয়েছে, ধর্মতলা বাসস্ট্যান্ড সরানো যাবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কারণ মহাকরণ থেকে পরিবহণ দফতর অন্যত্র সরানোর বিষয়টি নিয়ে রাজ্য ব্যস্ত রয়েছে। আদালত সরকারকে নির্দেশ দেয়, ৬ জুনের মধ্যে সিদ্ধান্তের কথা জানাতে হবে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প জায়গা সংক্রান্ত সুভাষবাবুর করা মামলায় আদালতের নির্দেশের প্রায় ৭ বছর পরে অবশেষে জেলাপ্রশাসন ও পুরসভা জানিয়েছে, ভাগাড়ের বিকল্প জায়গা মিলেছে। এ দিন আদালতের নির্দেশে হাওড়ার জেলাশাসক শান্তনু বসু ও নীলাঞ্জন চট্টেপাধ্যায় আদালতে হাজির হয়ে জানান, তাঁরা বিকল্প ভাগাড়ের জন্য শালিমারের কাছে প্রায় ২৭ একর জায়গা পেয়েছেন। আদালত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছে, সেখানে ভাগাড় করা যাবে কি না, তা দেখে জানাতে। |