মুন্না ফের জেলেই
নিজস্ব সংবাদদাতা |
গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরী খুনে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মহম্মদ ইকবাল ওরফে মুন্নার জামিনের আবেদন অগ্রাহ্য করে তাঁকে ২৭ মে পর্যন্ত ফের ১৪ দিনের জেল হাজত দিল আলিপুর আদালত। সোমবার মুন্নাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুরথেশ্বর মণ্ডলের আদালতে হাজির করানো হয়। মুন্নার আইনজীবী অরিন্দম দাস জানান, তাঁর মক্কেল কাউন্সিলর। তাঁর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। মেয়েও নার্সিংহোমে ভর্তি। মুন্নাকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী তীর্থ রায় আদালতকে জানান, মামলায় পুলিশ চার্জশিট দিয়েছে। তাই মুন্নার জামিন পাওয়ার প্রশ্নই ওঠে না। |
স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। রবিবার, মহেশতলা থানার উলুডাঙা ঘাটে। নিখোঁজ তৌসিফ রায় পানিহাটির বাসিন্দা। পুলিশ জানায়, তৌসিফ মামার বাড়িতে এসেছিল। মা ও বোন নদীতে স্নান করছিল। ঘাটের সিঁড়ি থেকে নদীতে পড়ে যায় তৌসিফ। পুলিশের অনুমান, সাঁতার না জানায় তলিয়ে যায় সে।
|
আড়াই বছরের মধ্যে কলকাতা বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভবন তৈরি করা হবে। এয়ারপোর্ট অথরিটির চেয়ারম্যান বেদপ্রকাশ অগ্রবাল জানান, ওই ভবন তৈরির জন্য ১২০ কোটি ও যন্ত্রপাতির জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন টার্মিনাল নিয়ে তিনি বলেন, “কাচ ভেঙে পড়া নিয়ে রিপোর্ট এক মাসের মধ্যেই আসবে। আর কাচ ভাঙছে না।”
|
উল্টোডাঙায় সোমবার রাতে একটি বহুতলের ১১তলার ফ্ল্যাটে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। ওই বহুতলের রক্ষী বিকট আওয়াজ শুনে গিয়ে দেখেন, একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে। অভিযোগ, দমকলের চারটি ইঞ্জিন এলেও ১১তলায় জল তোলার সরঞ্জাম না আনায় প্রথমে তারা জল দিতে পারেনি। |