শতবর্ষ উদযাপনের সাত বছর আগেই ‘সেন্টেনারি লোগো’ প্রকাশ করে ফেলল ইস্টবেঙ্গল! শুধু তাই নয়, এর সঙ্গে ২০১৭ পর্যন্ত প্রাক শতবর্ষ উদযাপনের প্রস্তুতিও শেষ। |
ইংরেজিতে ১০০ লেখা শতবর্ষের লোগোতে দুটো শূন্যর একটা ফুটবল, একটা ক্লাবের প্রতীক। ইংরেজি ‘ওয়ান’-এর গায়ে লেখা ‘টার্গেট’। লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলছেন, “এ বছর থেকেই প্রাক শতবর্ষ উৎসব শুরু হচ্ছে। পরের বছরগুলোয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যকলাও থিম হবে। ২০১৬ তে থিম ফুটবল। তার পর হবে খাদ্য উৎসব।” ক্লাব সূত্রে খবর, ৯ জুন যুবভারতীতে বসবে ‘সেন্টেনারি নাইটস’-এর আসর। হাজির থাকবেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিংহ, শান, প্রীতমরা। বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সঙ্গীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, অর্থনীতিবিদ অমর্ত্য সেন, মিঠুন চক্রবর্তী এবং বাপি লাহিড়ীকে। এই তালিকায় রয়েছেন ক্লাবের চার প্রাণপুরুষ সুরেশচন্দ্র চৌধুরী, জ্যোতিষ গুহ, ডা. নৃপেন দাস এবং পল্টু দাসের পরিবারও। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে হাজির থাকার আবেদন জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে গত শনিবারই ক্লাবের তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখেই গড়া হয়েছে এই শতবর্ষ উদযাপন কমিটি। |