টুকরো খবর |
প্রিমিয়ার লিগের সেরা ‘নতুন রোনাল্ডো’
নিজস্ব প্রতিবেদন |
|
ট্রফি হাতে গ্যারেথ বেল। |
বছরের গোড়া থেকেই ব্রিটিশ প্রচারমাধ্যম তাঁকে ডাকছিল ‘নতুন রোনাল্ডো’ বলে। সেই নামের মর্যাদা রেখে এ বারের প্রিমিয়ার লিগে সেরা ফুটবলার নির্বাচিত হলেন টটেনহ্যামের গ্যারেথ বেল। জিতলেন ইপিএলের সেরা তরুণ ফুটবলারের শিরোপাও। ধারাবাহিকতা, অবিশ্বাস্য গতি আর গোলের খিদে- এই তিনে রোনাল্ডোর সঙ্গে অদ্ভুত মিল টটেনহ্যামের ‘পোস্টার বয়’-এর। বেলকে সে জন্যই রোনাল্ডোর যোগ্য উত্তরসূরি বলছেন ফুটবল বিশেষজ্ঞরা। এ পযর্ন্ত প্রিমিয়ার লিগে ১৯টা গোল করে টটেনহ্যামে অপরিহার্য হয়ে উঠেছেন বেল। আর ঠিক রোনাল্ডোর মতোই এক মরসুমে দুটো পুরস্কার পেলেন। “সতীর্থদের ভোট পাওয়া গর্বের ব্যাপার। সেরা ফুটবলারের সম্মান পেয়ে আমি খুব খুশি,” বলছেন বেল। এ দিন আবার প্রিমিয়ার লিগের সেরা একাদশ ঘোষণা করা হল। দলে আছেন রবিন ফান পার্সি, রিও ফার্দিনান্দ, এডেন হ্যাজার্ড, খুয়ান মাতা,পাবলো জাবালেতা।
|
সঞ্জয়কে নিয়ে হঠাৎ ধোঁয়াশা মহমেডানে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চার বছর পর ফের আই লিগের মূল পর্বে মহমেডান স্পোর্টিং। স্বাভাবিকভাবেই সঞ্জয় সেনকেই কোচ হিসাবে চাইছে মহমেডান। কিন্তু সঞ্জয় কি সেই দায়িত্ব নেবেন? ফুটবলারদের আর্থিক পুরস্কার দেওয়ার পর মহমেডান প্রেসিডেন্ট সুলতান আহমেদ জানিয়ে দিলেন, “বর্তমান কোচ সঞ্জয় সেনই পরের বার আমাদের কোচ।” যদিও সঞ্জয় এখনও ঠিক করেননি তিনি আদৌ এ বছর কোচের দায়িত্ব নেবেন কী না! মহমেডান কর্তাদের তিনি বলে দিয়েছেন, “আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা আছে। এ বছর কোচিং করাব কি না ঠিক করিনি।”সঞ্জয় নিজের কোচিং নিয়ে ধোঁয়াশা রাখলেও, ইতিমধ্যেই আগামী মরসুমের দল গঠনের জন্য ফুটবলারদের তালিকা জমা দিয়েছেন কর্তাদের কাছে। সেই তালিকা নিয়েই বড় বাজেটের (প্রায় আট কোটি টাকা) দল গড়তে ঝাঁপাচ্ছেন মহমেডান কর্তারা। যেখানে নাম রয়েছে, কর্মা সেওয়াং, জুয়েল রাজার। বিদেশিদের মধ্যে রয়েছেন, জেমস মোগা, কেইন ভিনসেন্ট, হেনরি, বইমা কারপেরা। ফুটবল সচিব ইকবাল আমেদ বলছেন, “সঞ্জয়ের দেওয়া তালিকা নিয়ে সোমবার রাত থেকেই ঝাঁপাচ্ছি আমরা। দশ-বারো দিন অপেক্ষা করুন। গত বারের দলটা রেখে তার সঙ্গে ১২-১৩ জন ফুটবলার নেওয়া হবে। খুব খারাপ দল হবে না।”
|
ভিসা পেলেন না ওডাফা-ইচে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পয়লা মে নেপাল একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে করিম বেঞ্চারিফার মোহনবাগান। সে জন্য আজ মঙ্গলবার সকালেই নেপাল উড়ে যাচ্ছেন টোলগেরা। তবে ভিসা সমস্যার কারণে যেতে পারছেন না ওডফা-ইচে। তাদের বদলে রাকেশ মাসি ও দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে যাচ্ছেন করিম। মোহনবাগানের পরবর্তী আই লিগের ম্যাচ রয়েছে ৭ মে গোয়ায় চার্চিলের বিরুদ্ধে।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
থাইল্যান্ডে জুনে এশিয়া জুনিয়র ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে একটি বহুজাতিক বিমা সংস্থা। শিবিরের জন্য প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে দেশ জুড়ে। পূর্ব ভারতের বিভিন্ন স্কুল থেকে ১৩০০ কিশোরকে প্রাথমিক বাছাই করা হবে। সংস্থার ক্লাস্টার হেড সানি অরোরা জানান, দুর্গাপুরে বাছাই শিবির চলছে। থাকছেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়।
|
জ্বালার নতুন পার্টনার |
|
হায়দরাবাদে এক অনুষ্ঠানে জ্বালা গাট্টা। সোমবার। ছবি: পিটিআই |
ডাবলসে অশ্বিনী পোনাপ্পার পর দীর্ঘ দিনের মিক্সড ডাবলস পার্টনার ভি দিজুকেও ছেঁটে ফেললেন জ্বালা গাট্টা। গত বছর লন্ডন অলিম্পিকের পর থেকেই মিক্সড ডাবলস ইভেন্টে কম দেখা গিয়েছে জ্বালা-দিজু জুটিকে। ভাঙনের সেখানেই শুরু। দিজুকে আর পার্টনার চাইছেন না জ্বালা। এই নিয়ে ফিসফাসও কম চলছিল না। চলতি বছরের গোড়ায় দিজুও মিক্সড ডাবলসে নতুন পার্টনারের খোঁজ করছেন বলে জানিয়েছিলেন। সব জল্পনা উড়িয়ে গত সপ্তাহে ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্টে আবার এই জুটিকে দেখা গেলেও তাঁদের খেলায় বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল। দ্বিতীয় রাউন্ডেই ছিটকে যেতে হয় তাঁদের। এর পরই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন জ্বালা। জানিয়ে দেন, তাঁর নতুন মিক্সড ডাবলস পার্টনার মানু আত্রি। সোমবার পলে দেন, “পরের টুর্নামেন্ট থেকেই মানুকে নিয়ে কোর্টে নামা শুরু করব।” তবে কেন দিজুর সঙ্গে জুটি ভাঙলেন, তা নিয়ে মুখ খোলেননি জ্বালা। ডাবলসে নতুন পার্টনার প্রজাক্তা সাওয়ন্তের সঙ্গেও এ মরসুমের ইন্ডিয়ান ওপেনেই অভিষেক জ্বালার। প্রথম রাউন্ডে ছিটকে গেলেও জানিয়েছেন, প্রজাক্তার সঙ্গে খেলা চালিয়ে যাবেন।
|
বাদ আফ্রিদি |
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি, মিডল আর্ডার ব্যাটসম্যান উমর আকমল এবং ফাস্ট বোলার সোহেল তনবীর। বদলে পাক দলে এসেছেন ফাস্ট বোলার এহসান আদিল ও আসাদ আলি এবং ব্যাটসম্যান উমর আমিন। বোলিং অলরাউন্ডার হিসেবে ব্যর্থ হওয়ার কারণেই ১৫ জনের দল থেকে আফ্রিদিকে ছেঁটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন পাক বোর্ডের নির্বাচক প্রধান। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ জুন ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
|
আজ থেকে শুরু জাতীয় বাস্কেটবল |
ত্রিশতম জাতীয় বাস্কেটবল শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। কলকাতার নেতাজি ইন্ডোরে এই টুর্নামেন্ট চলবে ৭ মে পর্যন্ত। ছেলেদের বিভাগে মোট ২৫টি এবং মেয়েদের বিভাগে ২৪টি রাজ্য অংশগ্রহণ করবে। উদ্বোধনের দিনই বাংলার পুরুষ এবং মহিলা দুই বিভাগের খেলা রয়েছে। প্রতিপক্ষ যথাক্রমে ঝাড়খন্ড ও জম্মু-কাশ্মীর।
|
চৌরাসিয়া কুড়িতে |
কোরিয়ায় ব্যালেন্টাইনস চ্যাম্পিয়নশিপে যুগ্ম একাদশ স্থানে শেষ করায় এশিয়ান অর্ডার অব মেরিটে প্রথম কুড়িতে উঠে এলেন এসএসপি চৌরাসিয়া। গত সপ্তাহে এই তালিকায় ৫২ নম্বরে ছিলেন ভারতীয় গল্ফার।
|
অন্য খেলায় |
• ব্যাতোর স্পোর্টিং ক্লাবের ফুটবল দলগঠনের ট্রায়াল আজ ও বুধবার কাল সকালে ব্যাতোর স্পোর্টিং-এর মাঠে।
• পৈলান আরোজের অনুর্ধ্ব ১৬ দলের নতুন সহকারী কোচ হল ইন্দ্রনীল চক্রবর্তী।
• রসা ইউনাইটেডকে ৫২ রানে হারিয়ে ‘এন সি কোলে’ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল হাওড়া সম্মিলনী। প্রথমে ব্যাট করতে নেমে হাওড়া ১৫২-৩। জবাবে রসা ১০০ অল আউট। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সিএবি সদস্য গৌতম দাশগুপ্ত ও প্রাক্তন যুগ্ম সচিব বাবলু কোলে। |
|