বনগাঁ হাসপাতালে ভাঙচুর রোগীর পরিজনদের |
 |
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: অ্যাম্বুল্যান্স পরিষেবা না থাকায় দুর্ঘটনায় গুরুতর জখম সাতজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুরে ধুন্ধুমার কাণ্ড ঘটল বনগাঁ মহকুমা হাসপাতালে। রবিবার রাতে ওই ঘটনায় এসডিপিও রূপান্তর সেনগুপ্ত, বনগাঁ থানার আইসি চন্দ্রশেখর দাস হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইসি-র গাড়িতে একজনকে এবং অন্যদের কলকাতায় পাঠাতে বিধায়ক অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। |
|
বিচারের দাবি আক্রান্ত নার্সদের |
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: নিরাপত্তা কোথায়? রবিবার সকালে তাণ্ডবের পরে স্বাভাবিক ভাবে এই প্রশ্নই তুলছেন সিউড়ি সদর হাসপাতালের নার্সরা। পরিষেবা দিয়েও কেন তাঁদের মারধর খেতে হবে। তাই নিরাপত্তা ও সুবিচারের দাবিতে সোমবার বীরভূম জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ হয়েছেন ওই হাসপাতালের নার্সরা। নার্স প্রণতি চন্দ্র বলেন, “নার্স ছাড়া হাসপাতাল চলতে পারে না। অথচ নিরাপত্তার বেড়া টপকে দুষ্কৃতীরা আমাদের মারধর করে গেল।” |
 |
|
 |
বিষ্ণুপুরে স্বাস্থ্য
পরিষেবার দাবি |
|
চিকিৎসা না করিয়ে শিল্পীকে ফিরতে হল বাঁকুড়াতেই |
|
টুকরো খবর |
|
|