হাসপাতালে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
এক বৃদ্ধের মৃত্যুর পরে বিলের টাকা কমানোর দাবিতে হাসপাতালে হামলা চালাল এক দল লোক। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও ধাক্কাধাক্কি হয় হামলাকারীদের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে।
পুলিশ এবং হাসপাতাল সূত্রের খবর, গত ২২ এপ্রিল নকুড় আচার্য নামে কোন্নগরের বছর আটষট্টির ওই বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। রিষড়ার একটি হাসপাতাল থেকে ‘রেফার’ করার পরে বাড়ির লোক মুমূর্ষু অবস্থায় তাঁকে এই হাসপাতালে ভর্তি করায়। সোমবার দুপুরে তিনি মারা যান। অভিযোগ, বিকেলে মৃতের আত্মীয় এবং এলাকায় কিছু লোক এসে বিলের টাকা অর্ধেকেরও বেশি কমিয়ে ফেলতে হবে বলে দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ তাতে রাজি না হলে চিকিৎসক-নার্সদের গালিগালাজ করা হয়। ধাক্কাধাক্কি করা হয় হাসপাতাল-কর্মীদের। বেগতিক দেখে শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয় হাসপাতালের তরফে। পুলিশকর্মীদের সঙ্গেও একপ্রস্থ ধস্তাধস্তি হয় হামলাকারীদের। শেষে পুলিশের মধ্যস্থতায় সন্ধ্যায় দেহ নিয়ে ফিরে যায় তারা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। |
অনিয়মের অভিযোগে চিকিৎসক ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন অব্যবস্থার অভিযোগে সোমবার চিকিৎসককে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জামুড়িয়া ২ ব্লকের বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ চিচুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নানা অব্যবস্থার অভিযোগ এনে তৃণমূলের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। তাঁদের দাবি, এক হোমিওপ্যাথি চিকিৎসক দীর্ঘদিন ধরে আসছেন না। এক জন চিকিৎসক রয়েছেন যিনি সপ্তাহে একদিনই আসেন। কোনও সাফাই কর্মী নেই। দীর্ঘদিন ধরেই ফার্মাসিস্ট পদটি খালি। নার্স রয়েছেন দু’জন এবং চতুর্থ শ্রেণির কর্মী রয়েছেন এক জন। অবশেষে এসিএমওএইচের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তৃণমূল নেতা বিশ্বনাথ সামুইয়ের অভিযোগ, “এর জন্য দায়ী সিপিএম। ওদের সমর্থকেরাই এখনও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে বহাল আছে। তাঁরা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সরকারের পরিকল্পনা সত্ত্বেও কার্যক্ষেত্রে উন্নয়ন ঘটাচ্ছে না।” এ দিন জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরিতা সেন চট্টরাজ জানান, ওই স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র চিকিৎসককে সপ্তাহে এক দিন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এই অজুহাতেই তিনি এক দিন চিচুড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে আসছেন। তিনি আরও দাবি করেন, স্বাস্থ্যকেন্দ্রটি এখন থেকে ৯টা থেকে ৪টে পর্যন্ত খোলা রাখা হবে। |