বিষ্ণুপুরের রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবার গাফিলতি তুলে সোমবার ব্লক স্বাস্থ্য আধিকারিককে (বিএমওএইচ) স্মারকলিপি দিলেন এলাকার বাসিন্দারা। তাঁদের ক্ষোভ, স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে কোয়ার্টার থাকলেও কিছু স্বাস্থ্যকর্মী সেখানে থাকেন না। ফলে রোগীদের প্রয়োজনে তাঁদের পাওয়া যায় না। কিছু কর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন, ওষুধপত্র ঠিকমতো পাওয়া যায় না, কুকুর ও সাপে কামড়ানোর প্রতিষেধক অমিল বলেও অভিযোগ এলাকাবাসীর। |
সামান্য কারণে রোগীদের বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে বদলি করে দেওয়া নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। স্থানীয় বাসিন্দা দীনবন্ধু চট্টোপাধ্যায় বলেন, “সমস্যাগুলির কথা বারবার জানিয়েও কাজ না হওয়ায় এ দিন আমরা ৬৭ জনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি বিএমওএইচ-এর হাতে তুলে দিয়েছি। এর পরেও কাজ না হলে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে।” বিএমওএইচ (বিষ্ণুপুর) কুমারেশ ঘোষ বলেন, “ওঁদের ছ’দফা দাবিপত্র পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” |