দোকানে ব্যবহৃত এসি মেশিনের সারচার্জ বৃদ্ধির প্রতিবাদ-সহ ৮ দফা দাবিতে বৃহস্পতিবার নিউ মার্কেট বন্ধ রাখলেন ব্যবসায়ীরা। শহরের ঐতিহ্যশালী কলকাতা পুরসভার ওই মার্কেটটি বন্ধ থাকায় রোজকার কর্মব্যস্ত নিউমার্কেট চত্বর এ দিন ফাঁকাই ছিল।
এস এস হগ মার্কেট ও নিউ মার্কেটের পাঁচটি ব্যবসায়ী সংগঠনের বক্তব্য, পুর-কর্তৃপক্ষ একতরফা ভাবে এসি ব্যবহারের চার্জ ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। একই সঙ্গে ব্যবসা পরিবর্তনের জন্য আগে যেখানে ২০০ মাসের ভাড়া দিতে হত, তা-ও বাড়িয়ে ২৫০ মাস করা হয়েছে। প্রতিবাদে এ দিন তাঁরা ব্যবসা বন্ধের ডাক দেন। বিষয়টি নিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে স্মারকলিপিও দেন তাঁরা। |
এ দিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময়ে মেয়র শোভনবাবু পুর-বাজারের মেয়র পারিষদ তারক সিংহকেও ডেকে নেন। পরে মেয়র বলেন, “এসি’র জন্য অতিরিক্ত সারচার্জ দিতে হবে না। যা ছিল তা-ই থাকবে।”
এসএস হগ মার্কেট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিম সিদ্দিকী বলেন, “ঐতিহ্যশালী এই মার্কেটে খাবার জলের অভাব। শৌচাগারও প্রয়োজনের তুলনায় কম। এ দিকে কোনও নজর নেই পুরসভার। অথচ ভাড়া বাড়ানো হয়েছে।” তাঁর অভিযোগ, পুর-বাজারের অফিসারদের বলেও কোনও ফল হয়নি।
মেয়র পারিষদ তারক সিংহ বলেন, “নিউ মার্কেটে জল ও শৌচাগার নিয়ে কিছু সমস্যা আছে। তা দেখেও এসেছি। খুব শীঘ্রই এ বিষয়ে পুর-প্রশাসন ব্যবস্থা নেবে।” তিনি জানান, ওই মার্কেটের ব্যবসায়ীদের অন্য দাবিগুলো নিয়ে ২২ মে পুরসভায় বৈঠক ডাকা হয়েছে। |