রান্নার গ্যাসের (এলপিজি) একাধিক সংযোগের তালিকায় নাম থাকা সত্ত্বেও কেউ কেওয়াইসি (নো ইওর কাস্টমার) জমা না দিলে, ১ জুন থেকে আর সিলিন্ডার পাবেন না। তেল মন্ত্রকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। পরিবার পিছু একটির বেশি এলপিজি সংযোগ থাকলে কেওয়াইসি আবেদনপত্র জমা দিতে বলেছিল তেল মন্ত্রক। অবশ্য তেল সংস্থাগুলির তথ্য ভাণ্ডারে কারও ঠিকানা বা অন্য কোনও বিষয়ে সংশয় থাকলেও, কেওয়াইসি জমা দিতে বলা হয়েছিল। কিন্তু সংস্থাগুলির অভিযোগ, বহু গ্রাহকই কেওয়াইসি দেননি। এত দিন এ রকম গ্রাহকরা ভর্তুকিহীন সিলিন্ডার পাচ্ছিলেন। কিন্তু মন্ত্রকের নির্দেশ, শীঘ্রই কেওয়াইসি জমা না-দিলে ১ জুন থেকে ভর্তুকি বা ভর্তুকিহীন, কোনও সিলিন্ডারই পাওয়া যাবে না। তালিকায় নাম না থাকলে এখন কেওয়াইসি দিতে হবে না।
|
বৌবাজার ও গড়িয়াহাটের শোরুমে নতুন গয়নার সম্ভার আনল রাজলক্ষ্মী গোল্ড। সোনা ও হিরের গয়নার মজুরিতে ২০%, রুপোর গয়নার মজুরিতে ২৫% ছাড়ও মিলবে। সুযোগ ১৯ মে পর্যন্ত।
|
রাজীব আনন্দ অ্যাক্সিস ব্যাঙ্কের রিটেল ব্যাঙ্কিং বিভাগের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। |