শুধু বেলেঘাটা খালই নয়, কলকাতা শহরের সমস্ত খালকেই সংস্কার করা হবে। রবিবার বিকেলে বেলেঘাটার খালের পলি উত্তোলনের শিল্যানাস অনুষ্ঠানে এসে এই কথা বললেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। খালের উপরের জরাজীর্ণ সমস্ত সেতুরও সংস্কার করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, “গত ২২ মাসে খালের উপর ১২টি সেতুর সংস্কারের কাজ হয়ে গিয়েছে। আগামী চার পাঁচ মাসের মধ্যে আরও বেশ কয়েকটি সেতুর সংস্কার করা হবে।”
এ দিনের অনুষ্ঠানে রাজীববাবু ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মেয়র শোভন চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী জাভেদ খান, বিধায়ক পরেশ পাল প্রমুখ। এ দিনের অনুষ্ঠানে রাজীববাবু বলেন, “শহরের সার্বিক উন্নয়নের জন্য এবং সৌর্ন্দযায়নের জন্য খালগুলোর সংস্কার জরুরি। এর আগের সরকার খাল সংস্কারের নামে কিছু কচুরিপানা পরিষ্কার করা ছাড়া কার্যত কিছুই করেনি।” |
রাজীববাবু আরও বলেন, “কলকাতা ও তার আশপাশে ইতিমধ্যেই ২৭২ কোটি টাকার প্রকল্পের কাজ হয়ে গিয়েছে। আয়লা বাঁধ তৈরি করা থেকে শুরু করে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ চলছে। চলছে নদীবাঁধ তৈরির কাজও।” রাজীবাবু জানান, বাঙালির অন্যতম প্রিয় পর্যটনস্থল দিঘা যাওয়ার জন্য জলপথে নতুন একটি রুট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাঁথি থেকে মন্দারমণি হয়ে দিঘা যাওয়ার প্রকল্পের কাজও তাদের দফতর করছে।
এ দিনের অনুষ্ঠানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “গঙ্গার পারের সৌন্দর্যায়নের পরে তা শুধু ভারতের শ্রেষ্ঠ গঙ্গার পারই নয়, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ নদীতীরে পরিণত হবে।” সুদীপবাবুর দাবি, সেচ দফতরের উদ্যোগে বেলেঘাটা খাল সংস্কারের কাজ এই প্রথম।
বেলেঘাটার এই খালের পলি তোলার কাজ হবে চিৎপুর ব্রিজ থেকে ই এম বাইপাসের চিংড়িহাটা পর্যন্ত। খালের দুই ধারে মোট ১৪টি ওয়ার্ডের আনুমানিক ৭ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে সেচ দফতর সূত্রের খবর। খালটি সংস্কার করতে খরচ হবে ১১ .৩৩ কোটি টাকা। পলি তোলার কাজ আগামী ছ’মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে রাজীববাবুর দাবি।
|
|
জামশেদপুরে “বনসাই ফিয়েস্তা” সেমিনারে গাছ দেখছে খুদেরা। রবিবার। ছবি: পার্থ চক্রবর্তী |
|
গ্রামবাসীকে পিষে মারল হাতি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হাতির পালের সামনে পড়লেন গ্রামবাসীরা। এক ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলায়। পুলিশ জানায়, হোজাইয়ের ডবোকা পাহাড়ে হাতির একটি দল ঘুরছিল। আজ ভোরে, স্থানীয় জনা দশেক গ্রামবাসী পাহাড়ে কাঠ কাটতে গিয়ে হাতির দলটির সামনে পড়েন। কুতুবুদ্দিন নামে এক ব্যক্তিকে হাতিরা পিষে মারে। বাকিরাও জঙ্গলে আটকে পড়েছিলেন। পরে, বনকর্মীরা গিয়ে শূন্যে গুলি চালিয়ে অন্যদের উদ্ধার করেন।
|
|
বনগাঁয় পরিবেশ উৎসবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা। ছবি: পার্থসারথি নন্দী। |
|