মর্গ্যানের পরের মরসুমে ইস্টবেঙ্গলের কোচ থাকা নিয়ে নাটক চলছেই।
অস্ট্রেলিয়ায় পারিবারিক ছুটি কাটিয়ে মালয়েশিয়ায় লাল-হলুদের সঙ্গে যোগ দেওয়ার পর ক্লাবের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে সাহেব কোচের। তার পরেও চূড়ান্ত সিদ্ধান্তের কথা খোলসা করেননি মর্গ্যান। কোচের সিদ্ধান্তের জন্য লাল-হলুদের পরের মরসুমের দল গঠন আটকে রয়েছে, ফুটবল সচিব এ কথা মর্গ্যানকে বোঝানোর পর নতুন মরসুমের ‘টিম লিস্ট’ দিতে রাজি হয়েছেন তিনি। ক্লাব কর্তাকে জানিয়েছেন, কলকাতায় ফিরেই পরের মরসুমের জন্য নিজের পছন্দের ফুটবলারদের তালিকা তৈরি করে ইস্টবেঙ্গলকে দেবেন। মালয়েশিয়া থেকে ফোনে সন্তোষবাবু বললেন, “আমার সঙ্গে কোচের কথা হয়েছে। এখনও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। তবে পরের মরসুমের টিম লিস্ট তৈরি করে দেবেন মর্গ্যান।” |
টিম লিস্ট দিচ্ছেন অথচ নিজে থাকবেন কি না সেটা পরিষ্কার করে বলছেন না, মর্গ্যানের এই মানসিকতায় বিরক্ত লাল-হলুদের অনেক কর্তাই। মর্গ্যানের দোটানার কারণে নতুন কোচের সন্ধানেও পুরোপুরি নামতে পারছেন না কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা তো বলেই দিলেন, “প্রতিবার মর্গ্যানের এক নাটক। গত বার ই-মেলে ইস্তফা দিয়ে চলে গেলেন। আবার ফিরে এলেন। এ বার আমাদের ঝুলিয়ে রেখেছেন। সব দর বাড়ানোর খেলা!”
অন্য দিকে লাল-হলুদের কিছু কর্তা আবার মর্গ্যানের টিম লিস্ট দিতে রাজি হওয়াকে সবুজ সঙ্কেত বলে মনে করছেন। ফুটবল সচিবই যেমন বলছেন, “কোচ যখন টিম লিস্ট জমা দিচ্ছেন তখন তো আশাবাদী হবই।” সব মিলিয়ে এএফসি কাপের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে সেলেঙ্গারের বিরুদ্ধে নামার আগের দিন লাল-হলুদ শিবিরে জমজমাট মর্গ্যান পালা!
মঙ্গলবার এক পয়েন্ট পেলেই প্রি-কোয়ার্টার ফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। মর্গ্যান অবশ্য বলছেন, “এক পয়েন্ট যথেষ্ট হলেও অ্যাওয়ে ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্টের।” এ দিন তুমুল বৃষ্টি মালয়েশিয়ার গরম থেকে পেন-সঞ্জুদের স্বস্তি দিলেও অন্য চিন্তায় ফেলে দিয়েছে তাঁদের কোচকে। শাহ আলম স্টেডিয়ামের ঘাসের মাঠ বেশি পিচ্ছিল হয়ে গেলে চিডি-মেহতাবরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন মর্গ্যান। নানা সমস্যার কারণে এই ম্যাচে মাত্র এক জন বিদেশি খেলাচ্ছে সেলেঙ্গার। যেটা বরিসিচদের কাছে সুবিধার। অসুস্থতার কারণে সৌমিক মালয়েশিয়া যেতে পারেননি। সাইড ব্যাকে খেলার সম্ভাবনা রবার্টের। গোলে ফিরতে পারেন সাসপেনশন ওঠা গুরপ্রীত। চার বিদেশি-সহ বাকি দল একই থাকবে মর্গ্যানের। |