বস্টন ম্যারাথনে হামলার এক মাত্র জীবিত অভিযুক্ত জোহারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল। শুক্রবার ধরা পড়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কড়া ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখেন চিকিৎসকেরা। সোমবারও গলায় ক্ষতের জন্য জোহার কথা বলতে পারেনি ঠিকই কিন্তু তদন্তকারীদের প্রশ্নের জবাবে সে লিখে উত্তর দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই জোহারের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যাবে বলে আশা গোয়েন্দাদের। এফবিআই ও বস্টন পুলিশের যে কর্তারা চার্জশিট তৈরি করছেন তাঁরা জানান, সন্ত্রাস ও খুনের অভিযোগ আনা হতে পারে জোহার জারনাহেভের বিরুদ্ধে। এ দিকে রবিবার পুলিশ কমিশনার এডওয়ার্ড ডেভিস দাবি করেন, জোহার ও তার দাদা ট্যামারলনের কাছ থেকে যে পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছে তাকে ছোটখাটো অস্ত্রভাণ্ডার বললেও ভুল হবে না।
|
অনূর্ধ্ব ১৬ জাতীয় যুব বাস্কেটবল প্রতিযোগিতায় রাজ্য দলে ১৫ জনের দলে সুযোগ পেয়েছে বর্ধমানের চার জন। তাদের মধ্যে শুভজিত্ হাজরা, শুভদীপ কোঙার, সৌমদীপ সামন্ত বর্ধমান টাউন স্কুলের ছাত্র, কৃষ্ণ ঠাকুর দুর্গাপুরের। কলকাতায় বাস্কেটবল সংস্থার মাঠে আবাসিক শিবিরে রয়েছে তারা। ২৭ এপ্রিল ১২ জনকে বেছে নেওয়া হবে চূড়ান্ত দলে। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ওই প্রতিযোগিতা হবে।
|
সারা বছরই যাঁকে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয় তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ দেশের রাজধানীতে। আর সেই আতঙ্ক এতটাই যে দিল্লিতে একা হাঁটতে ভয় পাচ্ছেন দেশের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। মঙ্গলবার দিল্লির সিরি ফোর্ট কমপ্লেক্সে শুরু হচ্ছে ইন্ডিয়ান ওপেন গ্রাঁ প্রি। এই টুর্নামেন্টে অংশ নিতেই রাজধানীতে এসেছেন হায়দরাবাদের তারকা। মর্মাহত সাইনা সোমবার বলেন, “গত বারও যখন এই টুর্নামেন্টে অংশ নিতে এসেছিলাম একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল। আবার ঘটল। দিল্লিতে যা হচ্ছে তাতে আমি খুব দুঃখিত এবং হতাশ। যা শুনলাম তাতে গা শিউরে উঠছে। আমার সঙ্গেও এমন হতে পারে। দিল্লিতে একা বাইরে বেরনোর আগে দু’বার ভাবব।” এরকম অন্ধকারময় দিনে যদিও কিছুটা উজ্জ্বলতা আসল বিশ্ব ব্যাডমিন্টনের দুই অন্যতম সেরা টুর্নামেন্ট টমাস কাপ এবং উবের কাপ প্রথমবার ভারতে হওয়ার খবরে। ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা এই দুই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ঘোষণা করেছে এদিনই।
|
প্যারিসে অ্যালেখিন মেমোরিয়াল চেস টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই ধাক্কা খেলেন বিশ্বনাথন আনন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু হারলেন ইংল্যান্ডের মাইকেল অ্যাডামসের কাছে। অবশ্য শুধু আনন্দই নন, অঘটনের দিনে বিশ্বের তিন নম্বর দাবাড়ু আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানও এদিন একই টুর্নামেন্টে হারেন চিনের ডিং লিরেনের বিরুদ্ধে। এই টুর্নামেন্টের প্রথম পাঁচ রাউন্ড প্যারিসে হওয়ার পর শেষ চারটি রাউন্ড হবে রাশিয়ায়। |