উত্তরবঙ্গ |
সারদা-সঙ্কটের জের উত্তর জুড়েই |
|
নিজস্ব প্রতিবেদন: টাকা ফেরতের দাবিতে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে। সোমবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে এবং ধুবুরিতেও আমানতকারীরা রাস্তা অবরোধ, থানায় গিয়ে বিক্ষোভ দেখান।
শিলিগুড়ির শান্তিনগরের সারদা গোষ্ঠীর এক এজেন্ট দীনবন্ধু পাল অসুস্থ হয়ে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি হন। |
|
নিজস্ব প্রতিবেদন: সারদা-কাণ্ডের জেরে অন্য ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থাতেও ক্ষোভ-বিক্ষোভের ধারা অব্যাহত সোমবারেও।
ডুয়ার্সের একটি বেসরকারি ভুইঁফোঁড় অর্থলগ্নি সংস্থার সঙ্গে দলের এক স্থানীয় নেতার নাম জড়িয়ে যাওয়ায় ‘অস্বস্তিতে’ জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব। ওই সংস্থার নামে থাকা মালবাজারের অফিসটির ব্যাপারে অভিযোগ পেয়ে সোমবার পুলিশ ‘সিল’ করে দিয়েছে। |
অন্য সংস্থাতেও
দিনভর ক্ষোভ,
থানায় নালিশ |
|
নাম জড়ানোয় আইনি ব্যবস্থার ‘হুমকি’ দিলেন গৌতম দেব |
|
নাবালিকাকে বিয়ে,
ধৃত ৩ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
গজিয়েছে ভুঁইফোঁড়, পাল্লা দিয়ে লগ্নি কমেছে ডাকঘরে |
অনির্বাণ রায়, জলপাইগুড়ি: বেসরকারি ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থায় জমার পরিমাণ যত বেড়েছে,
ততই
কমেছে
সরকারি নিশ্চয়তা থাকা বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদি সঞ্চয় প্রকল্পের মোট আমানত।
শুধু
মাত্র জলপাইগুড়ি
জেলায় গত আড়াই বছরে ডাক ঘরের সঞ্চয় প্রকল্পগুলিতে প্রায় ৪০৯ কোটি
টাকার
লগ্নি কমেছে। গত দু’বছরে রাজ্য জুড়ে
একের পর এক বেসরকারি অর্থলগ্নি সংস্থা
গজিয়ে
ওঠার কারণে আমানতে ঘাটতি বলে মনে করছেন ডাকঘর কর্তৃপক্ষ। |
|
অসুস্থ হয়ে হাসপাতালে
সারদা গোষ্ঠীর এক এজেন্ট |
নিজস্ব সংবাদাদাতা, শিলিগুড়ি: পরিস্থিতির চাপে আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে আন্দোলনের সময় অসুস্থ হয়ে পড়লেন দীনবন্ধু পাল নামে সারদা গোষ্ঠীর এক এজেন্ট। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে অবস্থান বিক্ষোভ দেখিয়ে শিলিগুড়ি থানায় যাওয়ার সময় অসুস্থ বোধ করতে থাকেন শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা ওই এজেন্ট। শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পর বাড়ি ফেরার সময় সাইকেলে উঠতে গেলে মাথা ঘুরে পড়ে যান। |
|
|
ক্যাম্পাসেই দুই ছাত্রীর শ্লীলতাহানি,
প্রতিবাদে মিছিল |
|
শিল্প, হিমঘর
চায়
শামুকতলা |
ভাত জোটাতেই
চোলাই বানায় মেচবস্তি |
|
টুকরো খবর |
|
|