সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর নাম জড়ানোয় প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “শিলিগুড়িতে ফিল্ম সিটি কিংবা গজলডোবায় পর্যটন প্রকল্পে কাউকে এখনও জমি দেওয়াই হয়নি। তা নিয়ে দরপত্র ডাকা হবে। গজলডোবা নিয়ে গ্লোবাল টেন্ডার হবে। এ সব না জেনেই অশোকবাবু ভিত্তিহীন কথাবার্তা বলছেন। এ জন্যে ওঁকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। না হলে শীঘ্রই আইনি নোটিস পাঠানো হবে।”
রবিবার প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু সারদা গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ না থাকলে কেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছিল সেই প্রশ্ন তোলেন। এর পরেই প্রাক্তন পুরমন্ত্রী একাধিক ভুঁইফোঁড় বেসরকারি অর্থ লগ্নি সংস্থাকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ জমি দিয়েছে বলে অভিযোগ করেন। সেই সঙ্গে গজলডোবায় মেগা ট্যুরিজম প্রকল্পের বিষয়েও অভিযোগ করেছেন তিনি। যা শোনার পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য, “ওই সব অভিযোগ প্রমাণ করতে হবে। না হলে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
এই ব্যাপারে প্রাক্তন পুরমন্ত্রী জানান, তিনি জমি দেওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি আইনি নোটিস হাতে পাই। তার পরে আমিও পাল্টা নোটিস দেব। কারণ, উনি গত ১০ এপ্রিল বৈদ্যুতিন মাধ্যমের সামনে হুমকি দিয়েছিলেন, মাত্র ৫ মিনিটের মধ্যে আমাদের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিতে পারেন। তা ছাড়া সেবক রোডের একটি ঘটনাও রয়েছে। তা নিয়ে এখনই কিছু বলতে চাই না।” |