টাকা ফেরতের দাবিতে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে। সোমবার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে এবং ধুবুরিতেও আমানতকারীরা রাস্তা অবরোধ, থানায় গিয়ে বিক্ষোভ দেখান।
শিলিগুড়ির শান্তিনগরের সারদা গোষ্ঠীর এক এজেন্ট দীনবন্ধু পাল অসুস্থ হয়ে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি হন। পরিবার সূত্রে জানানো হয়েছে, বাজার থেকে লক্ষাধিক টাকা তুলে সারদা গোষ্ঠীর সংস্থায় জমা করেন। অন্য একটি সংস্থাতেও সাত লক্ষ টাকা রেখেছেন তিনি। রবিবার রাতে তাঁর বাড়িতে গ্রাহকদের একাংশ চড়াও হন বলে অভিযোগ। এর পরেই তিনি এ দিন অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের দাবি। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
শিলিগুড়িতে বিনিয়োগকারীরা ‘এজেন্ট-কর্মী সম্মিলিত সারদা ঐক্য’ নামে সংগঠন তৈরি করে আন্দোলন শুরু করেছেন। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাজার খানেক মানুষ। তাঁরা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। পরে দফতরের আধিকারিক সোমেধা প্রধানকে স্মারকলিপি জমা দেন। পুলিশের আশ্বাসে সেখানে অবরোধ উঠে গেলেও পরে আন্দোলনকারীরা সেবক মোড় ও হাসমি চকে দফায় দফায় পথ অবরোধ করেন। শিলিগুড়ি থানার সামনে গিয়েও দিনভর বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের পক্ষে ওই সংস্থার কর্মী প্রণব কুমার মহন্ত বলেন, “আমরা সমস্ত জায়গায় স্মারকলিপি দিয়েছি। এ দিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দফতরে না থাকায় তাঁর সঙ্গে দেখা করা যায়নি। আমরা আন্দোলন চালিয়ে যাব।” |
সোমবার এজেন্টরা জলপাইগুড়ির উকিলপাড়ায় সারদা গোষ্ঠীর গোষ্ঠীর অফিসের সামনে বিক্ষোভ দেখায়। অফিসের একটি প্লাইউডের জানলাতে ভাঙচুরও চালানো হয়। এরপরে শহরের মধ্য দিয়ে মিছিল করে সদর মহকুমা শাসকের দফতরে গিয়ে তাকে স্মারকলিপি দিয়েছেন এজেন্টরা। দুপুরে জলপাইগুড়ির উকিল পাড়ায় সারদা গোষ্ঠীর দফতরের সামনে এসেছিলেন পোলিওয়ে আক্রান্ত নির্মল বিশ্বাস। সীমান্তবর্তী বেরুবাড়ির গমিরাপাড়ায় নির্মলবাবুর বাড়ি। প্রায় ২০ কিলোমিটার রাস্তা তিন চাকা সাইকেল চালিয়ে নির্মলবাবু জলপাইগুড়িতে এসেছিলেন। বেরুবাড়ি হাটে একসময়ে সুপুরি বিক্রি করতেন তিনি। তিনি জানান, এজেন্ট হলে ভাল কমিশন মিলছে শুনে সারদা গোষ্ঠীর এজেন্ট হয়েছেন। তার গ্রাহক সংখ্যা ২৫। গ্রাহকদের প্রায় লাখ খানেক টাকা তার মাধ্যমে জমা হয়েছে। নিজের সঞ্চয় থেকে ৪০ হাজার টাকাও জমা দিয়েছেন। তিনি বলেন, “বাড়িতে স্ত্রী আর তিন বছরের মেয়ে রয়েছে। প্রতিদিন সকালে বিকেলে বাড়ি বয়ে এসে আমানতকারীরা গালিগালাজ করছে। একজন হুমকি দিয়ে বলেছে হাতদুটোও ভেঙে দেবে। সুপুরি বিক্রি করে জমানো সব টাকাই সংস্থায় লগ্নি করেছি। জানি না কী হবে।” |
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে টানা দু’ঘণ্টা ফালাকাটা শহরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সারদা গোষ্ঠীর এজেন্টরা। আচমকা অবরোধের জেরে যানজটে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে গ্রেফতারের দাবিতে এ দিন বেলা সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত আলিপুরদুয়ার কোর্ট মোড়ে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এজেন্টরা। পরে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন।
প্রায় ২৫ বিঘা জমি কিনে তার উপর ‘হিমঘর’ এবং ‘নার্সিংহোম’ তৈরির দু’টি সাইনবোর্ড লাগিয়েই দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ত্রিমোহিনী এলাকায় দেদার টাকা তুলে নেয় সারদা গোষ্ঠী। জেলা কংগ্রেস ত্রিমোহিনীর ওই জমিকে লক্ষ করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
কোচবিহারে সারদার বিশ্বসিংহ রোডে বন্ধ অফিসে ভাঙচুর করে যুব কংগ্রেস কর্মীরা। আমানতকারীরাও ওই বিক্ষোভে সামিল হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাইরের সাইনবোর্ড ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়। পরে যুব কংগ্রেসের তরফে দুপুর ২ টা থেকে প্রায় আধ ঘন্টা ওই সংস্থার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
উত্তর দিনাজপুরে এক আমানতকারী রাজীব পাল সুদীপ্ত সেন এবং ওই গোষ্ঠীর রায়গঞ্জ অফিসের আধিকারিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। |
সোমবার তোলা নিজস্ব চিত্র। |