আজ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল
পাওয়ার গেমের চ্যালেঞ্জের সামনে মেসিদের তিকিতাকা
মেসি বনাম রিবেরি। ইনিয়েস্তা বনাম রবেন। জাভি হার্নান্দেজ বনাম জাভি মার্টিনেজ। পেদ্রো বনাম মুলার। সোয়াইনস্টাইগার বনাম বুসকেতস। পিকে বনাম দাতে।
বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ। তিকিতাকা বনাম পাওয়ারগেম।
নানান কোলাজে ধরা পড়ে যে ফুটবল-যুদ্ধ, মঙ্গলবার মিউনিখের আলিয়াঞ্জ এরিনা শুধু সেটা দেখবে তা নয়। হাইপ্রোফাইল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল চেটেপুটে উপভোগ করতে অপেক্ষমান গোটা দুনিয়া।
“মিউনিখ শহরটাই ফুটবল নিয়ে বেঁচে আছে।”...“মঙ্গলবারের রাতটা নির্মম হতে যাচ্ছে।”...“বায়ার্ন এই মুহূর্তে ফর্মের চুড়োয় বিরাজ করছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হামেশাই তাৎক্ষণিক চমকে ফয়সালা হয়।”...“মেসি খেললে বার্সা যে কোনও চমক দিতে পারে।”
‘কোটস্’-এর ছড়াছড়ি। পাশাপাশি কোটি টাকার প্রশ্ন লিও মেসি কি মেগা ম্যাচে খেলবেন? খেললেও কি শুরুতে নামবেন? রবিবার স্পেনে টিটো ভিলানোভার শিডিউল ট্রেনিং পুরো সাঙ্গ করে সোমবার টিমের সঙ্গে মিউনিখে পৌঁছেছেন গত চার বারের ফিফার বর্ষসেরা ফুটবলার। এল এম টেন নিয়ে বার্সা শিবিরের মুখে কুলুপ। যদিও ওয়াকিবহাল মহলের মতে, মেসি মহাযুদ্ধে শুরু থেকেই থাকবেন। ফাব্রেগাস বলেই দিয়েছেন, “মেসিকে জায়গা ছেড়ে দিয়ে রিজার্ভ বেঞ্চে ফিরে যেতে আমার এতটুকু আপত্তি নেই।” বার্সা রাইট ব্যাক দানি আলভেজের কথায়, “মেসির মাঠে থাকা মানে আমাদের দলের একটা ম্যাজিক্যাল গুরুত্ব থাকা। ও নিজেও জানে ম্যাচের ছবিটা এক মুহূর্তে পালটে দেওয়ার মতো ম্যাজিক্যাল ক্ষমতা ওর খেলায় আছে।” দু’দলেই পাওয়ারহাউসের ছড়াছড়ি। কিন্তু বায়ার্নের সাংবাদিক সম্মেলনে অধিনায়ক ফিলিপ লামের মুখেও শুধু মেসি। “আশা করব মেসি আমাদের বিরুদ্ধে কাল নামবে না। এমনিতে দু’টো দলই সমান। ওরা যদি শেষ সাত মরসুমে তিন বার চ্যাম্পিয়ন্স লিগ পায়, তা হলে আমরাও শেষ তিন বারে দু’বারের ফাইনালিস্ট। তবে মেসি মাঠে থাকা মানে বার্সেলোনা ফেভারিট,” স্বীকার করেছেন লাম।
বিশেষজ্ঞরা আবার ইউরোপিয়ান ফুটবলের দু’টো সুপার হেভিওয়েট টিমের এক্স ফ্যাক্টর ধরছেন জাভি আর মুলারকে। বার্সার জাভির পাস-পাস-পাস-এ ভড়কি খেয়ে যেতে পারে লামের নেতৃত্বাধীন বায়ার্ন ডিফেন্স। যার সামনে বক্স-টু-বক্স মিডিও সোয়াইনস্টাইগারের ভূমিকা বিরাট তাৎপর্যের হবে এই মহালড়াইয়ে। বায়ার্ন কোচ হেইনকেস আবার মান্দজুকিচের অভাবে বরাবরের ৪-২-৩-১ ফর্মেশনই পালটে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই মহাম্যাচেও। বদলে মারিও গোমেজ আর ক্লদিও পিজারো-কে সামনে রেখে ৪-৪-২ ছকে শুরু করতে পারেন। যে ফর্মেশনে মুলার হবেন উইথড্রন ফরোয়ার্ড। যাঁর গোল মানেই এ বারের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের ম্যাচউইনার। যদিও বার্সা মিডফিল্ডার বুসকেতস “বায়ার্নের ইঞ্জিন” বলছেন তাঁর দেশোয়ালি জাভি মার্টিনেজকে।
এ বারের টুর্নামেন্টে দু’দলের সফল পাস খেলায় যদি বার্সা (৯১%) এগিয়ে থাকে বায়ার্নের (৮৬%) থেকে। তা হলে, সফল ট্যাকলে বায়ার্ন (২০%) এগিয়ে বার্সার (১৬%) তুলনায়। এরিয়াল বলের লড়াইয়ে তো লাম-দের (১৫%) কাছাকাছি নেই পিকে-রা (৭%)।
হয়তো সে কারণেই মেসি থাকা সত্ত্বেও বার্সা ডিরেক্টর জুবিজারেতা বলেছেন, “আমাদের সামনে ভয়ঙ্কর চ্যালেঞ্জ। আমরা কতটা ভাল খেলব-র থেকেও বড় প্রশ্ন, ওরা আমাদের কতটা ভাল খেলতে দেবে।”

• ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ স্প্যানিশ ক্লাবের বিরুদ্ধে ২০ ম্যাচে মাত্র একটা হেরেছে।
• বার্সেলোনা আবার জার্মানির মাটিতে গত ১২ বছরে ৮ ম্যাচ অপরাজিত।
• লামদের বিপক্ষে মেসিরা ছ’ম্যাচে জয়ের বিচারে ১-৩ পিছিয়ে।
• বায়ার্ন স্ট্রাইকার মান্দজুকিচ কার্ড সমস্যায় খেলবেন না। চোটের জন্য নেই সেন্ট্রাল ডিফেন্ডার বাডস্টুবার এবং অ্যাটাকিং মিডফিল্ডার টনি ক্রুজ।
• বার্সার দুই সেন্ট্রাল ডিফেন্ডার পুয়োল আর মাসচেরানো চোটের জন্য এবং লেফট্ ব্যাক আদ্রিয়ানো সাসপেন্ড থাকায় মিউনিখ যাননি।
• বায়ার্নের টপ স্কোরার টমাস মুলারের এ বার ৫ গোলই (বনাম ভ্যালেন্সিয়া ও নকআউটে আর্সেনাল আর জুভেন্তাস) টিমের জয়ের গোল।
• বার্সা মিডফিল্ডার জাভি টুর্নামেন্টে ১১৪৩টি সফল পাস করেছেন। অন্যদের থেকে ৪৭০টি বেশি। সাফল্য ৮৮%।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.