এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম।
ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি
দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ জানুয়ারি ২০১৩ থেকে ২০ ফেব্রুয়ারি ২০১৩-র শীর্ষ শিরোনাম।
• হোর্ডিং খোলার কাজ শুরু: মুখ্যমন্ত্রী বলেছিলেন শহরের ‘শ্রী’ ফেরাতে হবে। সরাতে হবে রাস্তার দু’পাশ জুড়ে শহরের মুখ ঢেকে রাখা হোর্ডিং ও ব্যানার। বুধবার মুখ্যমন্ত্রীরই ছবি দেওয়া একটি হোর্ডিং সরিয়ে শহর পরিষ্কারের কাজ শুরু করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বললেন, “ওই হোর্ডিংটি পুরনো। কর্মসূচি শেষ হওয়া এমন হোর্ডিং, ফেস্টুন ও ব্যানার সবই সরানো হবে।” তিনি জানান, বুধবার থেকে আগামী সাত দিন রাস্তাঘাট, আবর্জনা-সহ শহরের যাবতীয় জঞ্জাল সাফাইয়ের কাজ চলবে।পুর সূত্রে খবর, হোর্ডিংয়ের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে শহরের অধিকাংশ এলাকা। এ নিয়ে অভিযোগও গিয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাতায়াতের পথে লক্ষ্য করেছেন। হোর্ডিংগুলির বেশির ভাগই পুরনো। অর্থাৎ, তাতে লেখা কর্মসূচি আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু উত্তর ও দক্ষিণ কলকাতা-সহ শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েই গিয়েছে সেগুলি। এ দিন গড়িয়াহাটে ওই কাজ শুরু করেন মেয়র। মেয়র পারিষদ (জঞ্জাল অপসারণ) দেবব্রত মজুমদারও সাফাই অভিযানের সময়ে হাজির ছিলেন। তিনি জানান, এ দিন গড়িয়াহাট, ঢাকুরিয়া, যাদবপুর, হাতিবাগান-সহ শহরের বহু জায়গায় জঞ্জাল সাফাই শুরু হয়েছে।
• মেট্রোয় এ বার বাড়ছে জরিমানা:এ বার থেকে মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতর নোংরা করার আগে সাবধান। ধরা পড়লে জরিমানা করা হবে ন্যূনতম ৫০০ টাকা। ২১ জানুয়ারি থেকে এই নিয়ম লাগু করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো-কর্তৃপক্ষ। থুথু ফেলা, কোনও জিনিস ফেলে প্ল্যাটফর্ম নোংরা করা ইত্যাদি কারণে ধরা পড়লে এখন থেকে ২৫০-র বদলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। রেলের সব ক’টি জোনে ইতিমধ্যেই রেল বোর্ডের ওই নির্দেশ কার্যকর করা হয়েছে। এ বার তা চালু হল মেট্রোতেও।
• শহরে আশা ভোঁসলে:বারো বছর পরে শহরে গাইলেন আশা ভোঁসলে। শুক্রবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবিপি সংস্থার ‘৯১.৯ ফ্রেন্ডস এফএম’ এবং ‘অ্যামারন’ আয়োজিত ওই অনুষ্ঠানে আশা বলেন, “এমন গান কলকাতাই শুধু শুনতে পারে। গানবাজনায় বাংলা এখনও সবার আগে।” মঞ্চেই শিল্পীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উত্তরে সদ্য আশি পেরোনো আশা বললেন, ‘‘ম্যাডামকে বলবেন, আমি ওঁর খুব বড় ভক্ত।” অনুষ্ঠানে উছলে ওঠা স্টেডিয়াম একসঙ্গে সব মোবাইলের আলো জ্বেলে শিল্পীকে সম্মান জানায়।
• কলকাতায় বৃদ্ধির পথে বিমান-ভাড়া:কলকাতা বিমানবন্দরের ঝকঝকে নতুন টার্মিনাল থেকে উড়ান ধরতে এ বার বাড়তি খরচ করতে হবে যাত্রীদের। শুক্রবার বিমানবন্দরের তরফে এ কথা জানানো হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ানের ইউডিএফ (ইউজার ডেভেলপমেন্ট ফি) বা পরিষেবা-মূল্য বাড়িয়ে দেওয়ার কারণেই বাড়বে বিমান ভাড়া। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই টিকিটের ওই বর্ধিত দাম কার্যকর হবে। অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রে এই পরিষেবা মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে দিতে হবে বাড়তি ১০০০ টাকা। আগামী দু’ বছরে এই পরিষেবা মূল্য ফের বাড়ানো হবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। গত রবিবার কলকাতা বিমানবন্দরের এই নতুন টার্মিনালটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
• রবীন্দ্র সরোবর রক্ষায় ম্যারাথন: রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর উদ্যোগে সামিল হলেন কয়েক হাজার শহরবাসী। প্রশাসনের উদ্যোগে রবিবার ‘গ্রেট সরোবর রান’-এ যোগ দিলেন তাঁরা। ছিলেন টলিউড-অভিনেতা জিৎ এবং রচনা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, নগরায়ণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রবীন্দ্র সরোবরের পরিবেশ। তাকে বাঁচাতেই এই উদ্যোগ। এ দিন দশ কিলোমিটার এবং চার কিলোমিটার ম্যারাথনে সামিল হন কলকাতার অনেকেই।
• ফৌজি অস্ত্রের প্রদর্শনী ময়দানে: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য যে-সব অস্ত্র এবং অন্যান্য সমর-সরঞ্জাম কলকাতায় আনা হয়েছে, তা আলাদা ভাবে জনসাধারণকে দেখাতে চায় সেনাবাহিনী। ২-৩ ফেব্রুয়ারি ময়দানে সেনাবাহিনীর পোলো মাঠে ওই সরঞ্জাম প্রদশর্নীর জন্য রাখা থাকবে। সেনাবাহিনীর বেঙ্গল এরিয়ার প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে চৌধুরী সোমবার জানান, ওই সরঞ্জামের মধ্যে ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক অস্ত্রের সঙ্গে সঙ্গে মাইন-নিরোধক গাড়িও থাকছে। তাঁর কথায়, “মিলিটারি টাট্টু বা বিশেষ ফৌজি কসরতের প্রদর্শনী হবে ৩ তারিখে। সেখানে জওয়ানেরা হেলিকপ্টার থেকে প্যারাশু্যটের সাহায্যে নামবেন। যুদ্ধক্ষেত্রে লুকিয়ে থাকার জন্য কী করে পরিখা খোঁড়া হয়, হেলিকপ্টার থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গে কী ভাবে যুদ্ধ চালানো হয় দেখানো হবে তা-ও।” ওই ফৌজি কর্তা জানান, সেনাবাহিনীতে যোগ দিতে যুব সম্প্রদায় যাতে আরও বেশি করে উদ্বুদ্ধ হয়, সেই জন্যই এই অস্ত্র ও রণকৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
• কলকাতা থেকে তিনটি নয়া উড়ান: কলকাতা থেকে নতুন উড়ান চালু করতে চলেছে বিমান সংস্থা গো এয়ার। মুম্বইয়ের এই বিমান সংস্থা এত দিন কলকাতা থেকে শুধুমাত্র দিল্লি ও পোর্ট ব্লেয়ারে উড়ান চালাচ্ছিল। এ বার তার সঙ্গে যোগ হচ্ছে আরও তিনটি উড়ান। সংস্থার সিইও জর্জিও ডি রুনি জানিয়েছেন, ৪ ফেব্রুয়ারি কলকাতা থেকে আমদাবাদ, বাগডোগরা ও গুয়াহাটিতে নিয়মিত উড়ান চালাবেন তাঁরা। তাঁর দাবি, ভাল টিকিট বিক্রি হতেও শুরু করেছে। সারা দেশে ২২টি শহরে সংস্থার ১৩টি বিমান চলছে। সে অর্থে গুয়াহাটি ও বাগডোগরা দু’টি শহরই তাঁদের কাছে নতুন গন্তব্য।
• প্রথম মেট্রো সফর:এই প্রথম শহরে আসা। বুধবার বাতানুকূল মেট্রোয় সাতাশ মিনিটের আনন্দ করা। কবি সুভাষ থেকে পার্ক স্ট্রিট। এইটুকু যাত্রাপথ ছিল স্কুল শিশুদের জন্য কলকাতা মেট্রোর ওই আনন্দ যাত্রায়। সামিল হয়েছিল আয়লা দুর্গত দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের একটি স্কুলের ১৫২ জন ছেলে মেয়ে। সঙ্গে ছিলেন তাদের বাবা ও মায়েরাও।
• প্রবীণ চিত্রশিল্পী শানু লাহিড়ীর জীবনাবসান: হাসপাতালের বিছানায় শুয়েও আত্মীয়দের কাছে রং, তুলি, কাগজ চেয়েছিলেন। ছবি আঁকবেন। কিন্তু ইচ্ছাপূরণ হল না। শুক্রবার সকালে, বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী শানু লাহিড়ী (৮৫)। ১৯ জানুয়ারি কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। খবর পেয়ে হাসপাতালে শ্রদ্ধা জানান গণেশ হালুই, শুভাপ্রসন্ন প্রমুখ। ১৯২৮ সালের ২৩ জানুয়ারি কলকাতায় শানু লাহিড়ীর জন্ম। পথচিত্র অঙ্কনের অন্যতম পথপ্রদর্শক হিসাবে তিনি সমাদৃত। জীবনানন্দের কবিতার ইংরেজি অনুবাদের অলঙ্করণের পাশাপাশি ‘স্মৃতির কোলাজ’ নামক আত্মজীবনীও লেখেন তিনি। ছাত্রাবস্থাতেই রাষ্ট্রপতি পুরষ্কারে সম্মানিত হন। এ দিন কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
• সচেতনতায় দৌড়: দুঃস্থ শিশুকন্যাদের জন্য অর্থ সংগ্রহ ও সচেতনতার প্রচারে হাফ ম্যারাথন দৌড় হল রবিবার সকালে। এক বেসরকারি সংস্থার উদ্যোগে রেড রোডে দৌড়ের সূচনা করেন রাহুল বসু, সাহেব ভট্টাচার্য, মুমতাজ সরকার, সিধু, রাহুল, প্রিয়াঙ্কা, যিশু সেনগুপ্তেরা। ২১ কিমি দৌড়ে অংশ নেন ২০,০০০-এর বেশি প্রতিযোগী।
• বাংলাদেশের ছবি: নন্দনে ফের বাংলাদেশের ছবির উৎসব। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একযোগে রাজ্য সরকারের সহযোগিতায় এই উৎসব আয়োজন করছে। আগামী ৮-১০ ফেব্রুয়ারি মোট সাতটি ছবি দেখানো হবে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা, নরুল আলম আতিক-এর ডুবসাঁতার, মুরাদ পারভেজ-এর চন্দ্রগ্রহণ, স্বপন আহমেদ-এর লাল টিপ, মোরশেদুল ইসলাম-এর দূরত্ব, মোস্তাফা সারওয়ার ফারুকি-র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং নাসিরুদ্দিন ইউসুফের গেরিলা।
• রান্নাঘরে বিপদ:রান্নাঘরের অপরিচ্ছন্নতাই অনেক সময়ে হয়ে ওঠে রোগের উৎস। কলকাতা-সহ সাতটি শহরের মোট ১৪০০ পরিবারের রান্নাঘরের হাল খতিয়ে দেখতে এক সমীক্ষার আয়োজন করে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাকাডেমি’। বুধবার সেই রিপোর্ট প্রকাশ করে চিকিৎসক সুদীপ রায় বলেন, “ছবিটা বেশ হতাশার। ৯৫ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে বাইরে থেকে দেখে পরিষ্কার মানেই গৃহকর্ত্রী ধরে নেন রান্নাঘর সুরক্ষিত। মাত্র ১৩ শতাংশ মহিলা রান্নাঘরকে জীবাণুমুক্ত রাখার গুরুত্ব উপলব্ধি করেন। সমস্যার শুরু সেখান থেকেই।”
• আবিরলাল মুখোপাধ্যায় প্রয়াত:বিশিষ্ট ইএনটি চিকিৎসক আবিরলাল মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত স্বল্প রোগভোগের পরে বৃহস্পতিবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান আবিরবাবু। মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। সর্বভারতীয় ইএনটি অ্যাসোসিয়েশনের সভাপতিও হন। কলকাতার শেরিফ মনোনীত হন ১৯৯৫ সালে। সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। শব্দদূষণ প্রতিরোধ আন্দোলনেরও পুরোধা ছিলেন তিনি।
শিল্পীর ঘর জুড়ে তৈরি হচ্ছে প্রতিমা।
পাহারায় পোষা বেড়ালেরা। ছবি: শুভাশিস ভট্টাচার্য
• ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর সম্ভবত ব্যারেটো: আইএফএ’র অভিনব উদ্যোগ। শিল্ডের জন্য হোসে ব্যারেটোকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার ভাবনা চিন্তা করছে আইএফএ। ভারতের কোনও ক্লাব টুর্নামেন্টে এ ধরনের উদ্যোগ এই প্রথমবার। এই বিষয়ে ব্যারেটোর সঙ্গে এক প্রস্থ কথাও হয়েছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বর্তমান ক্লাব ভবানীপুরের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে আইএফএ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ব্যারেটোর নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। আশা করছি মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।”
• পিজিতে পরিদর্শন:ন্যায্য মূল্যের ওষুধের দোকান কেমন চলছে, সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, তা সরেজমিনে খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব কেসব দেশিরাজু। রবিবার মুখ্যসচিব সঞ্জয় মিত্র, স্বাস্থ্যসচিব সতীশ তিওয়ারির সঙ্গে এসএসকেএমে আসেন তিনি। কথা বলেন রোগীর আত্মীয়দের সঙ্গেও। ওই প্রতিনিধিদলে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে হাজির ছিলেন অভিনেত্রী শাবানা আজমিও।
• ওডাফার উপহার চিডির মেয়েকে: একেই বলে নিখাদ বন্ধুত্ব! যুবভারতীতে হ্যাটট্রিকের গোল ওডাফা ওকোলি উৎসর্গ করলেন লাল-হলুদের এডে চিডির সদ্যোজাত মেয়ে প্রেসাস-কে। কলকাতা লিগে মোহনবাগান সোমবার পাঁচ গোলে জিতল। অধিনায়ক ওডাফা হ্যাটট্রিক করলেন। বাকি দু’টি টোলগে ওজবের। কিন্তু তিনটি গোলের মধ্যে কোনটি সেরা? ওডাফার সাফ জবাব, “সব ক’টিই।” সেরা গোল না বাছলেও তিনটি গোল কাদের উৎসর্গ করছেন তা ম্যাচের পর জানিয়ে দিয়েছেন মোহন-স্ট্রাইকার। “প্রথম গোলটা আমি উৎসর্গ করব ঈশ্বরকে। পরেরটা পরিবারকে। শেষেরটা চিডির সদ্যোজাত মেয়েকে।” তারপর নিজেই চেঁচিয়ে উঠলেন, চি-ডি, চি-ডি। বোঝা গেল, বাংলার ফুটবলে ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে যত লড়াই-ই থাকুক, বিদেশ বিভুয়ে নাইজিরিয়ানদের বন্ধুত্ব অমলিন। মেয়ে হওয়ার পর নিজের বাড়িতে যে ‘উৎসব’ করেছিলেন তাতে ওডাফাকে আমন্ত্রণ জানিয়েছিলেন চিডি। আই লিগের বিতর্কিত প্রথম ডার্বির পর ওডাফা যখন শাস্তির সামনে, তখন রেফারিকে দোষারোপ করে বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন চিডিও।
চিনা নববর্ষ। এ বার সাপের বছর। তারই প্রস্তুতি কলকাতার চিনা পাড়ায়। শনিবার। ছবি: বিশ্বনাথ বণিক
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.