বড় ম্যাচের মহড়ায় কলকাতা লিগেও টোলগে-ওডাফা
বাগানে রঞ্জনকে দেখেই টোলগের প্রশ্ন, প্র্যাক্টিস দেখছ নাকি
ড় ম্যাচের সাত দিন আগের সন্ধেতেই শনিবার টোলগেকে কেন্দ্র করে তেতে ছিল ময়দান। ‘ফোন বিতর্ক’ ঘিরে পরিবেশ গরম ছিল ময়দানের দুই তাঁবুরই। কিন্তু রাত পেরোতেই মোহনবাগান-ইস্টবেঙ্গলে ফের হাজির হাসি-ঠাট্টার সম্পর্ক। সম্প্রীতি। মধ্যমণি সেই টোলগেই।
রবিবারের সকাল। করিমের তত্ত্বাবধানে ওডাফাদের অনুশীলন তখন শেষ পর্যায়ে। মোহনবাগান মাঠে অফিস স্পোর্টসে যোগ দিতে হঠাৎই আবির্ভাব ইস্টবেঙ্গলের সহকারী কোচ রঞ্জন চৌধুরীর। সবুজ-মেরুন অনুশীলন চলেছে দেখে সৌজন্য দেখিয়ে রঞ্জন চলে গিয়েছিলেন গ্যালারির তলায়। কিন্তু ‘ধরা পড়লেন’ সেই টোলগের কাছেই। রঞ্জনকে দেখেই বাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার এগিয়ে গেলেন। তার পর তাঁর রসিকতা ভরা জিজ্ঞাসা, “এ এখানে কী করছে? আমাদের প্র্যাক্টিস দেখছে নাকি?” টোলগের কথায় হেসে ফেললেন রঞ্জনও। তার পরেই হাসি-মশকরা। শুভেচ্ছা বিনিময় দুই শিবিরের কোচ-ফুটবলারের মধ্যে।
রসিকতা, শুভেচ্ছার মাঝেও অবশ্য সাংবাদিক দেখলেই মুখে কুলুপ সবুজ-মেরুন ফুটবলারদের। কোচ করিম বেঞ্চারিফা ব্যস্ত বড় ম্যাচের আগে নিজেদের আক্রমণাত্মক জুটিকে আরও মসৃণ করে তুলতে।
ডার্বির আগে তা পরখ করে নেওয়ার জন্য রিহার্সাল হিসাবে সোমবার কলকাতা প্রিমিয়ার লিগে এরিয়ানকে পাচ্ছেন বাগান কোচ। ঘরোয়া লিগে চিডিদের হারিয়েছে রঘুর এরিয়ান। র্যান্টিদের বিরুদ্ধেও তাঁরা ম্যাচ শেষ করেছে অমীমাংসিত ভাবে। তবে মোহনবাগান ম্যাচের আগে ছন্নছাড়া অবস্থা এরিয়ানের। চোটের কারণে নেই রাইট ব্যাক রাজু কোলে এবং ইস্টবেঙ্গল ম্যাচের গোলদাতা গোপাল দেবনাথ। শৃঙ্খলাজনিত কারণে ছেড়ে দেওয়া হয়েছে নাইজেরীয় স্ট্রাইকার মাইকেল উচেকেও।
প্রতিপক্ষের বিষদাঁত প্রায় ভাঙা বললেই চলে। তবুও ইস্টবেঙ্গল ম্যাচের কথা মাথায় রেখে এরিয়ানের বিরুদ্ধেও টোলগে-ওডাফাকে আক্রমণে রেখেই ঘুঁটি সাজাচ্ছেন মোহনবাগান কোচ।
রবিবার সকালে অনুশীলনের পর সে কথা গোপনও করেননি করিম। বলছেন, “বড় ম্যাচের আগে টোলগে-ওডাফা কম্বিনেশন আরও মজবুত করে তোলাই লক্ষ্য এরিয়ানের বিরুদ্ধে।” আই লিগে গত ম্যাচেই গোল পেয়েছেন সবুজ-মেরুন শিবিরের এই জোড়া ফলা। ইস্টবেঙ্গল ম্যাচের আগে তাই যাবতীয় বিতর্ক সরিয়ে অস্ট্রেলীয়-নাইজেরীয় যুগলবন্দি আরও ক্ষুরধার করে তুলতে চাইছেন করিম।
জাতীয় শিবিরে দলের তিন নির্ভরযোগ্য ফুটবলার নবি, জুয়েল এবং নির্মল। তবে বড় ম্যাচের আগে মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারে কি? করিম বলছেন, “বড় ম্যাচের আগেই চলে আসবে ছেলেরা।”

সোমবার কলকাতা প্রিমিয়ার লিগ
• মোহনবাগান - এরিয়ান (যুবভারতী ২-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.