নবি দিবস উপলক্ষে সুতাহাটা ঢেকুয়া বিদ্রোহী সঙ্ঘের পরিচালনায় দু’দিন ব্যাপী রাজ্যস্তরের কবাডি প্রতিযোগিতা শুরু হল রবিবার। রাজ্যের ১৬টি জেলার ১৬টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য আনন্দময় অধিকারী। আজ, সোমবার দুঃস্থদের বস্ত্রদান করা হবে।
|
এত দিন বিপক্ষের গোলকিপাররাই তাঁর গোল হজম করতেন। এ বার চোট পাওয়া কাসিয়াসের জায়গায় রিয়াল মাদ্রিদের গোলে দাঁড়ানো লোপেজকেই এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল খেতে হল। সিআর সেভেনের আত্মঘাতী গোলের সৌজন্যে স্প্যানিশ লিগে অবনমন বেঁচে গেল গ্রেনাডার। আর ৪১ বছরে এই প্রথম রিয়ালের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল লিগ তালিকার তলানিতে থাকা গ্রেনাডা। ম্যাচের ২৩ মিনিটে দেওয়া রোনাল্ডোর গোলে ১-০ জিতল তারা। গ্রেনাডার নোলিতোর কর্নারে হেড করে গোলটি দিয়ে ফেলেন রোনাল্ডো। রিয়াল কোচ হোসে মোরিনহো অনেক আগেই লিগ জয়ের আশা ছেড়ে দিয়েছেন। শনিবারের অপ্রত্যাশিত হারের পরে বার্সেলোনা তাদের নাগালের বাইরে চলে গেল।
|
প্রতি বছরের মতো রবিবার সিএবি-র প্রতিষ্ঠা দিবস ‘ফ্রাঙ্ক ওরেল ডে’ পালিত হল সাড়ম্বরে। এ বারের ফ্রাঙ্ক ওরেল দিবসে রক্ত দিলেন ১৪৮৩ জন। এ ছাড়াও বিধানচন্দ্র রায় হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয় সিএবি-র তরফে। এ বছর রক্তদাতারা পাবেন প্রাক্তন ভারত অধিনায়ক বেঙ্কটরাঘবনের স্বাক্ষরিত শংসাপত্র।
|
দুঃস্থ শিশুকন্যাদের জন্য অর্থ সংগ্রহ ও সচেতনতার প্রচারে হাফ ম্যারাথন দৌড় হল রবিবার সকালে। এক বেসরকারি সংস্থার উদ্যোগে রেড রোডে দৌড়ের সূচনা করেন রাহুল বসু, সাহেব ভট্টাচার্য, মুমতাজ সরকার, সিধু, রাহুল, প্রিয়াঙ্কা, যিশু সেনগুপ্তেরা। ২১ কিমি দৌড়ে অংশ নেন ২০,০০০-এর বেশি প্রতিযোগী। |