হরমনপ্রীত কাউরের অপরাজিত শতরান শেষপর্যন্ত কাজে এল না। মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩২ রানে হারতে হল ইংল্যান্ডের কাছে। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই ভরাডুবি ঘটল মিতালি রাজের দলের।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় জয় পাওয়ার পরই রবিবার কামিনীদের ঘিরে প্রত্যাশাটা ছিল যথেষ্ট বেশি। কিন্তু নিরাশ করল টিম ইন্ডিয়া। টস জেতার সুবিধাটাও কাজে লাগাতে পারল না। প্রথমে ব্যাট করতে নেমে এডওয়ার্ডের ১০৯ রানের সুবাদে বড় রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়কের এই রানটাই মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। ২৭২ রানের জবাব দিতে গিয়ে শুরুতেই ছন্দপতন ঘটে ভারতের। ইংল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন কামিনী, মিতালিরা। মাত্র ২৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ইংল্যান্ডের সফলতম বোলার ব্রান্ট এ দিন একাই চার উইকেট তুলে নেন। ম্যাচের পর তৃপ্ত ব্রান্ট বলেন, “আমাদের বোলিংকে ম্যাচের আগে ভারত অধিনায়ক হেয় করেছিল। আর তাতেই আমরা তেতে যাই।” |
ভারতীয় ইনিংসের হাল ধরার চেষ্টা পঞ্জাব তনয়া। তাঁকে যোগ্য সঙ্গত করেন কারু জৈন। হরমনপ্রীতের অপরাজিত ১০৭ (১০৯ বলে) আর কারু জৈনের ৫৬ রানের ইনিংস না থাকলে হয়তো ২৪০ রানের অনেক আগেই মুখ থুবড়ে পড়তে হত ভারতকে। এ দিনের হারের ফলে ৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জিততেই হবে ভারতকে। নয়তো অঙ্কের হিসেব অনুযায়ী সমস্যায় পড়ে যাবেন ঝুলনরা। সে কারণেই ম্যাচের পর ভারত অধিনায়ক মিতালি রাজ বলে দিলেন, “ব্যাটিং ব্যর্থতার জন্যই আমাদের হারতে হল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আর কোনও ভুল করা চলবে না। ওদের বিরুদ্ধে আমরা জয় ছাড়া কিছু ভাবছি না।”
|
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ২৭২/৮ (এডওয়ার্ড ১০৯, ঝুলন ২/৫০)
ভারত ২৪০/৯ (হরমনপ্রীত ১০৭, ব্রান্ট ৪/২৯) |