বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় ফের শহর কলকাতায় শীতের আমেজ। বলতে গেলে বৃষ্টির কারণে কিছুটা কাবু। কিন্তু দমে নেই কলকাতার আমজনতা। রীতিমতো গায়ে সোয়েটার, চাদর আর ছাতা নিয়েই তাঁরা বেরিয়ে পড়েছেন রবিবারের ছুটি উপভোগ করতে।
শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার হয়েছিল। বিকেল থেকেই শুরু হয়ে যায় ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে ঠান্ডা হাওয়া। বেশ কয়েক দিন পরে নতুন করে ঠান্ডার আমেজ পেয়ে রীতিমতো উৎফুল্ল শহরবাসী। হঠাৎ এই বৃষ্টিতে শনিবারই একধাপে তাপমাত্রা নেমে যায় খানিকটা। রবিবার সকালে বৃষ্টির দাপট বাড়ায় বেড়েছে শীতের আমেজ। গরমের অনুভূতি হঠাৎ করে কমে শীতের আমেজ নতুন করে ফিরে আসায় সাধারণ মানুষের মনে ফের খুশির ছোঁয়া। বেশ কিছু দিন পরে আবার সকলের গায়ে উঠেছে রঙিন সোয়েটার, চাদর। |
হঠাৎ বৃষ্টি। ফিরল শীতও। রবিবার, ছুটির শহরে। ছবি: সুদীপ্ত ভৌমিক |
নতুন করে শীতের আমেজ ফিরে পেতে রবিবার চিড়িয়াখানার সামনে কচিকাঁচার হাত ধরে হাজির বাবা-মা। ঠান্ডায় গায়ে নতুন করে উঠেছে গরম জামাকাপড়। বৃষ্টিও তাঁদের আনন্দে এতটুকু বাধা হয়ে দাঁড়ায়নি। ময়দান, পার্ক স্ট্রিট কিংবা ধর্মতলাতেও দেখা গেল গায়ে গরম পোশাক চাপিয়ে ছাতা মাথায় নেমেছেন যুগলেরা। বৃষ্টি পড়ছে বলে শীতের আমেজটুকু ছাড়তে তাঁরা একটুও রাজি নন। কেউ কেউ বন্ধুদের নিয়ে হাজির মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে বা রেস্তোঁরাতে বসে শেষ শীতের আমেজটুকু ভাল করে উপভোগ করতে। আবার পার্ক স্ট্রিটের কফিশপেও বন্ধুদের সঙ্গে এক কাপ কফি নিয়ে বসে আড্ডায় মেতেছেন একদল যুবক-যুবতী। অনেকে বৃষ্টির হাত থেকে বাঁচতে রাস্তায় না বেরিয়ে বাড়িতেই জমিয়েছেন আড্ডা। যেমন, বেসরকারি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী সুমনা সরকার। সপ্তাহের বাকি ছ’টা দিন অফিস আর বাড়ির কাজে হাতে অবসর সময় থাকে না। অন্যান্য রবিবারগুলিতে তাই দুপুরের আহার সারতে স্বামী আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েন কোনও রেস্তোঁরায়। কিন্তু এ দিন বৃষ্টির জন্য হঠাৎ করে ঠিক করে ফেলেন বাড়িতে খুব কাছের কিছু বন্ধুদের ডেকে নেবেন। ভাবামাত্রই ফোনে বন্ধুদের সঙ্গে আলোচনা করে ঠিক হয়ে গেল মেনুও। খিচুড়ি, বেগুনি, মাছভাজা, সঙ্গে চাটনি আর পাপড়। বন্ধুরা মিলেই রান্নাবান্না করবেন আর হই হই করে শীতের আমেজটুকু বাড়িতে বসেই তাঁরা উপভোগ করবেন।
গত কয়েক সপ্তাহ আগে থেকেই শহর থেকে রীতিমতো বিদায় নিয়েছিল শীত। গায়ে সোয়েটার তো দূর অস্ৎ, সামান্য চাদর পর্যন্ত রাখা যাচ্ছিল না। রীতিমতো গরমের জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ থেকে বাঁচতে ছাতা নিয়ে বেরোতে হচ্ছিল সাধারণ মানুষকে। সকলেই মনে করেছিলেন, এ বছরের মতো শীত বিদায় নিয়েছে। কিন্তু শনিবার সকাল থেকেই ঠান্ডার আমেজ পেয়ে খুশি শহরের মানুষজন। তবে শীতের আমেজ ফিরে এলেও আবহাওয়াবিদরা কিন্তু হতাশই করেছেন। নতুন করে শীত ফেরার কোনও ইঙ্গিত তাঁরা দিতে পারেননি। |