উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
ফের গুলি করে যুবক খুন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন |
|
নিজস্ব সংবাদদাতা, গোপালনগর: এক যুবককে গুলি করে খুন করে সড়কে ফেলে পালাল দুষ্কৃতীরা। শনিবার ঘটনাটি ঘটে রাত ন’টা নাগাদ বনগাঁর গোপালনগর থানার কদমতলায় বনগাঁ-চাকদহ সড়কে। পুলিশ জানায়, নিহতের নাম অভিজিৎ রায় ওরফে রবি (২৮)। বাড়ি স্থানীয় মেদিয়া বাজারে। তদন্তে নেমে এক মহিলাকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয় জেলা পরিষদের তৃণমূল সদস্য শ্যামল রায়ের ভাইপো অভিজিৎ। |
|
বিশেষজ্ঞ দলের মতের অপেক্ষায় সেতুর ভবিষ্যৎ |
নিজস্ব সংবাদদাতা, হাসনাবাদ: কাজ শুরু হওয়ার পরে কেটে গিয়েছে সাত বছর। কিন্তু হাসনাবাদে ইছামতী (কাঠাখালি) নদীর উপরে সেতুর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তার প্রধান কারণ, ইতিমধ্যেই সেতুর মূল দু’টি নির্মীয়মাণ স্তম্ভে ফাটল ধরা পড়েছে। এই অবস্থায় স্তম্ভগুলির উপরে আর সেতু তৈরি করা হবে কি না সেটাই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। যদিও ওই সেতু তৈরির দায়িত্বে থাকা পূর্ত ও সড়ক দফতরের পক্ষ থেকে স্তম্ভগুলির অবস্থা খতিয়ে দেখতে মুম্বই থেকে এক বিশেষজ্ঞ দলকে আনা হচ্ছে। |
|
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
সভায় নেতার বেশে শ্রোতাদের মাঝে অনিল |
|
গৌতম বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: বামফ্রন্টের জনসভায় ফের অনিল বসু। মঞ্চে নয়, শ্রোতাদের সারিতে। দলবিরোধী কাজের দায়ে গত বছরের মাঝামাঝি সিপিএম বহিষ্কার করে এক সময়ে আরামবাগের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা প্রাক্তন সাংসদ অনিলবাবুকে। এই ক’মাসে দলের সভায় তাঁকে দেখা যায়নি। সেই অনিলবাবুকেই রবিবার দেখা গেল চুঁচুড়া রবীন্দ্রভবন লাগোয়া ময়দানে, হুগলি জেলা বামফ্রন্টের সভায় কর্মী-সমর্থকদের মধ্যে। |
|
স্কুলবাড়ির উপর দিয়ে হাইটেনশন তার, আশঙ্কা |
রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়, জগতবল্লভপুর: স্কুল বাড়ির গা ঘেঁষে গিয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুত্ বাহী তার। ফলে আটকে গিয়েছে স্কুলবাড়ি দোতলা করার কাজ। প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কায় ভুগছেন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, শিক্ষকেরা।
এই চিত্র জগত্বল্লভপুর ব্লকের শঙ্করহাটি ১ পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া চিন্তামণি বালিকা বিদ্যালয়ে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে মুন্সিরহাটের চিন্তামণি বয়েজ স্কুলেই বালিকা বিভাগটি থাকলেও পরে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বালিকা বিভাগের জন্য নতুন বাড়ি তৈরি হয়। |
|
|
যুবতীকে মারধর, উত্তরপাড়ায় ধৃত ২ |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ
|
|
|