টুকরো খবর |
চাল পাচারের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বেআইনি ভাবে বিপিএল তালিকাভুক্তদের জন্য রেশনের চাল পাচারের অভিযোগে এক লরি-চালককে শনিবার রাতে আরামবাগের কাবলে থেকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে ৮৫ কুইন্টালেরও বেশি চাল। পুলিশ জানায়, স্বরূপ প্রতিহার নামে ওই চালক চালের যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ধরা হয়। ওই চালের ডিস্ট্রিবিউটর সংস্থার মালিক মুক্তিপদ কুণ্ডুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে।তাঁর বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ উড়িয়ে দিয়ে মুক্তিপদবাবু বলেন, “লরির পিছনেই কাগজপত্র নিয়ে আমার লোক মোটরবাইকে যাচ্ছিলেন। পুলিশ মিথ্যা মামলা সাজিয়েছে। চাল গৌরহাটিতে পাঠানো হচ্ছিল।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় খাদ্য ও সরবরাহের দফতরের আরামবাগের চাঁদুর গুদাম থেকে লরিতে করে ওই চাল পাঠানোর কথা ছিল গৌরহাটিতে মুক্তিপদবাবুর গুদামে। কিন্তু লরিটি অন্য রাস্তায় কাবলে পৌঁছয়। তখনই পুলিশ ধরে। পুলিশ চাঁদুরের গুদাম থেকে কিছু কাগজও আটক করেছে। চাঁদুর গুদামের ইনচার্জ তথা খাদ্য দফতরের কর্মী শান্তনু ঘোষ বলেন, “ওই চালের কাগজপত্র সংস্থার অনুমোদিত ব্যক্তিকে দেওয়া হয়েছিল। তিনি লরি-চালককে তা দিয়েছিলেন কি না, তা জানি না।” মহকুমা খাদ্য নিয়ামক কাশীনাথ দলুই বলেন, “ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।”
|
বন্ধ জেটিঘাট, পরিষেবা বন্ধ উলুবেড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
|
অচল জেটি। ছবি: সুব্রত জানা। |
চালু হয়েও বন্ধ হয়ে গিয়েছে উলুবেড়িয়া জেটিঘাট থেকে লঞ্চ পরিষেবা। প্রাথমিক ভাবে উলুবেড়িয়া থেকে বজবজ পর্যন্ত এই পরিষেবা চালু হয়েছিল। পরবর্তী সময়ে তা কলকাতা পর্যন্তও করা হবে বলে জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। কিন্তু হঠাত্ করে সে সব বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সম্প্রতি লঞ্চঘাটে একটি বিজ্ঞপ্তি ঝোলানো হয়েছে। তাতে লেখা, ‘গঙ্গাসাগর মেলা উপলক্ষে নিয়মিত লঞ্চ পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।” ১৮ জানুয়ারি থেকে পুনরায় সকাল ৮টা থেকে পরিষেবা চালু হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। কিন্তু তারপরেও কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। চালু হয়নি লঞ্চ পরিষেবা। যাত্রী প্রায়দিনই সকালে ঘাটে এসেও ফিরে যাচ্ছেন। কবে চালু হবে জেটি, তা-ও জানানো হচ্ছে না সরকারি ভাবে।উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান দেবদাস ঘোষ বলেন, “গঙ্গাসাগর মেলা উপলক্ষে জেটিটা নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে আসতে দেরি হয়েছে।” কিন্তু কবে থেকে তা ফের চালু হবে, তা নিয়ে স্পষ্ট উত্তর দিতে পারেননি চেয়ারম্যানও। মহকুমাশাসক সুজয় আচার্য জানান, ভাসমান জেটি ফিরিয়ে আনার পরে লাগাতে কিছু সমস্যা ছিল। তা ঠিক হয়ে গেলেই খুব শীঘ্র পরিষেবা চালু হয়ে যাবে।
|
মামলার টাকা জোগাড় করতে ডাকাতির ছক
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
ডাকাতির মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দাদার। উচ্চ আদালতে সেই মামলা চালাতে প্রচুর টাকা দরকার। সে কারণেই সোনা-হিরের গয়না তৈরির কারখানায় ডাকাতির ছক কষেছিল ভাই। কিন্তু ডাকাতি করতে এসে ‘বাড়াবাড়ি’ করে ফেলে তার সঙ্গীরা। গত বৃহস্পতিবার ডোমজুড়ে ওই দুষ্কৃতীদের গুলিতে নিহত হন স্বর্ণ ব্যবসায়ী ষষ্ঠীচরণ দেব। তদন্তে নেমে পুলিশ ডোমজুড়েরই দফরপুরের বাসিন্দা বিকিরণ গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে শনিবার। পুলিশের দাবি, ধৃত যুবক জেরায় জানিয়েছে, দাদার হয়ে মামলা লড়ার টাকা জোগাড় করতেই ডাকাতির ছক কষেছিল সে।তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে এর আগে ছোটখাট ছিনতাইয়ের অভিযোগ আছে। তবে ডাকাতির মতো বড় ঘটনায় সে এর আগে জড়ায়নি। কিন্তু মামলার টাকা জোগাড়ের জন্য হাওড়া জেলারই কিছু দুষ্কৃতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে বিকিরণ। ষষ্ঠীচরণবাবুর সোনা-হিরের গয়না তৈরির কারখানায় ডাকাতির ছক কষে সে-ই। তবে ‘অপারেশনে’ নিজে সরাসরি হাত লাগায়নি। গত বৃহস্পতিবার রাতে জনা সাতেক দুষ্কৃতী ষষ্ঠীচরণবাবুর কারখানায় হানা দেয়। লক্ষ টাকার সোনা-হিরের গয়না লুঠও করে। বাধা দেওয়ায় ষষ্ঠীচরণবাবুকে গুলি করে খুন করে তারা।
|
শেষ হল কোতরং বইমেলা
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
সপ্তাহব্যাপী তৃতীয় বর্ষ ‘কোতরং বইমেলা’ হয়ে গেল সম্প্রতি। কোতরং লাইব্রেরি মাঠে বইমেলার উদ্যোক্তা কোতরং সাংস্কৃতিক মঞ্চ। মেলার উদ্বোধন করেন অধ্যাপক সমরেন্দ্রনাথ ঘোষ। তার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মেলা কমিটির সম্পাদক প্রদীপ দাশ জানান, স্টলের সংখ্যা ছিল ৩০টি। মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৃণালকান্তি চৌধুরী, কোতরং আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর মুখোপাধ্যায়, কোতরং আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলোরা গুহ প্রমুখ।
|
আজব খেলার আসর উলুবেড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
ছাত্রছাত্রীদের নিয়ে সংখ্যার খেলা, প্রশ্নোত্তর-সহ নানা বিনোদনের মাধ্যমে ‘আজব খেলা’ শীর্ষক একটি অনুষ্ঠান হয়ে গেল হাওড়ার উলুবেড়িয়ায়। আয়োজক ছিল জেলা সর্বশিক্ষা মিশন ও প্রাথমিক বিদ্যালয় সংসদের উলুবেড়িয়া উত্তর চক্র। প্রতিযোগিতাটি হয় ১৩ ফেব্রুয়ারি উলুবেড়িয়া বিডিও দফতরের মাঠে। উপস্থিত ছিল প্রায় ৬০০ ছাত্রছাত্রী ও শ’তিনেক শিক্ষক-শিক্ষিকা।
|
সমাধানের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তা ‘সমাধান’ সংস্থা। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনৃত্য, অঙ্কন, আবৃত্তি প্রভৃতি প্রতিযোগিতা। অভিনীত হয় অরিন্দম চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, খেয়ালি ঘোষ দস্তিদারের নাটক ‘দুধ খেয়েছে ম্যাও’। সঙ্গীত পরিবেশন করেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক শঙ্কর অধিকারী।
|
স্কুলের অনুষ্ঠান শেওড়াফুলিতে
নিজস্ব সংবাদদাতা • শেওড়াফুলি |
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্প্রতি শেওড়াফুলির সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের সুবর্ণজয়ন্তী উত্সব হয়ে গেল। সমাপ্তি অনুষ্ঠানে বিজ্ঞান ও কলা প্রদর্শনী এবং আন্তঃবিদ্যালয় মডেল প্রতিযোগিতা হয়। শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর ও রিষড়ার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা যোগদান করে। চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
|
কবাডি প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • জগত্বল্লভপুর |
সম্প্রতি হাওড়ার জগত্বল্লভপুরের মুন্সিরহাট শঙ্করহাটি বাঘাযতীন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল কবাডি প্রতিযোগিতা। উদ্যোক্তারা জানান, কলকাতা, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি ও বর্ধমান জেলার প্রায় ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগদান করেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল।
|
বীরশিবপুরে মেলা
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
আলাপন মেলা শুরু হল উলুবেড়িয়ার বীরশিবপুরে। উদ্যোক্তা আলাপন কালচারাল ইউনিট। মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়। থাকছে বাউল গান ও কবি সম্মেলন।
|
সাইকেল বিলি |
এলাকার ১৮ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে সাইকেল দিল আরামবাগের বিবেকানন্দ স্কোয়ার সরস্বতী পুজো কমিটি। পুজো উপলক্ষে সাইকেল বিলি ছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীকে বইপত্রও দেওয়া হয়। সিংহপাড়ায় আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ। অন্য দিকে, স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে প্রতিবন্ধীদের সাইকেল দেওয়া হল খানাকুলের একটি ক্লাবের তরফে।
|
জালিয়াতিতে গ্রেফতার |
জালিয়াতির অভিযোগে আরামবাগের বাসুদেবপুর মোড়ের একটি ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার এক কর্ণধারকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে অশোক ভট্টাচার্য নামে ওই ব্যক্তিকে বরাহনগরে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতের কঠোর শাস্তির দাবিতে শ’খানেক প্রতারিত মানুষ রবিবার আরামবাগ থানায় বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়াই বছরে দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই সংস্থা বহু গ্রাহকের থেকে টাকা নিয়ে সম্প্রতি পাততাড়ি গুটোন। পুলিশের কাছে এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতেই অশোককে গ্রেফতার করা হয়েছে। বাকি সাত অভিযুক্ত পলাতক।
|
আরামবাগে ফুটবল |
রবিবার আরামবাগ বয়েজ স্কুল মাঠে রবিনহুড ক্লাবের পরিচালনায় ৩১ তম কল্যাণ স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল লিগের চূড়ান্ত খেলাটি হল। ওই খেলায় গোঘাটের কুমারদিঘি এস কে ডব্লিুউ ক্লাব টাইব্রেকারে হাওড়ার ঘুষুড়ির ভ্রাতৃসঙ্ঘকে হারায়।
|
গণেশ বন্দনা |
বৃহস্পতিবার থেকে আরামবাগের বাদলকোনা গ্রামের রামকৃষ্ণ মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে ৫ দিন ব্যাপী গণেশ উত্সব চলছে। |
|