মেয়েকে ‘খুনের’ অভিযোগে বাবা-মা’কে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরের ধর্মবীর কলোনিতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাপি দে ও শেফালি দে। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে বীজপুর থানায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই দম্পতি নিজেদের মধ্যে সাংসারিক কারণে রোজই অশান্তি করতেন। মারামারিও করতেন। অভিযোগ, শনিবার রাতেও দাম্পত্য কলহ চলাকালীন, দশ মাসের মেয়ে পিয়া কেঁদে ওঠায় মেয়েকে মারধর করেন বাপি। স্বামী-স্ত্রী’র মধ্যে মেয়েকে নিয়ে টানা হ্যাঁচড়ার সময় আচমকা বাপির কোল থেকে মেঝেয় পড়ে যায় পিয়া। কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, শেফালিদেবী বাপি’র দ্বিতীয় পক্ষের স্ত্রী। মাস কয়েক আগেই প্রথম পক্ষের স্ত্রী ও ছেলের বিষয়ে জানতে পেরে স্বামীর সঙ্গে ঝগড়া বাধে শেফালিদেবীর। বাপির বাবা ধীরেনবাবুও বলেন, ‘‘ ছেলে-বৌমার’র অশান্তি মাঝে মাঝেই মাত্রা ছাড়াত। নিজেদের মধ্যে অশান্তি করে বাচ্চাটাকে ওরা মারধর করত। শনিবার রাতেও খুব ঝগড়া হয়। বাচ্চাটাকেও মারে।’’ স্থানীয় বাসিন্দারাই এ দিন পুলিশের কাছে বাপি ও শেফালিকে গ্রেফতারের দাবি জানান। পেশায় রঙের মিস্ত্রি বাপি অবশ্য মেয়েকে মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘‘মেয়েকে আমি মারিনি। সব অভিযোগ মিথ্যা।’’ |
ক্রীড়ানুষ্ঠান নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি বসিরহাটের ভবানীপুরের মৈত্রবাগান এলাকায় ভারতমাতা সঙ্ঘের পরিচালনায় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বসিরহাট পুরসভার পুরপ্রধান কৃষ্ণা মজুমদার-সহ অন্যান্যরা। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় আট শতাধিক প্রতিযোগী। সফল প্রতিযোগী-সহ স্থানীয় স্কুলের মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। |
পুজোয় ভাইচুং নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
সরস্বতী পুজোর উদ্বোধনে দেখা গেল ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়াকে। গোবরডাঙার খাঁটুরা উত্তরপাড়ায় একটি সরস্বতী পুজো উদ্বোধন করতে আসেন তিনি। গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মণ্ডপে পুজো উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি পড়ুয়াদের শিক্ষার সরঞ্জাম ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেওয়ার ব্যবস্থা হচ্ছে। |
মেধা পুরস্কার নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সন্দেশখালির এগারো জন মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি স্থানীয় রাধারাণী হাইস্কুল মঞ্চে ছাত্রছাত্রীদের নগদ অর্থ, স্মারক, শংসাপত্র ও কলম তুলে দেওয়া হয়। |
৫০ লক্ষ হাতিয়ে পাকড়াও তিন |
বেসরকারি তেল সংস্থার টাকা আত্মসাতের অভিযোগে ওই সংস্থারই তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম দেবাশিস মণ্ডল (২৭), তপন বিশ্বাস (২৫) এবং রণজিৎ মণ্ডল (২২)। তিন যুবকই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ওই তেল সংস্থার অভিযোগ, গত শুক্রবার ওই তিন জন ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নিয়ে বেরোয়। কিন্তু ব্যাঙ্কে জমা না-দিয়ে তারা টাকা ভাগাভাগি করে নিয়ে চম্পট দেয়। পুলিশ সেই টাকা-সহ তাদের গ্রেফতার করেছে। তাদের কাছে ৪৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
|
গাঁজা বিক্রি করার সময় পুলিশের হাতে বমাল ধরা পড়ল এক দুষ্কৃতী। গত বুধবার রাতে গাইঘাটার চাঁদপাড়ার কাছে ফুলসরা-পাঁচপোতা সড়কে অসিত চন্দ ওরফে টেপাকে গ্রেফতার করে পুলিশ। |