ভুল তথ্যের জন্য দুঃখপ্রকাশ রবীনের
নিজস্ব সংবাদদাতা |
নির্বাচনী বিধি ভেঙে কলকাতার পুলিশ কমিশনারের বদলির অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সিপিএম নেতা রবীন দেব দাবি করেছিলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন এক বার দুর্গাপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। সেই সময়ে বর্ধমানের তদানীন্তন জেলাশাসক সুব্রত গুপ্ত তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠায়।” কিন্তু রবিবার রবীন দেব জানিয়েছেন, তাঁর দেওয়া ওই তথ্য ঠিক নয়। সে সময় অন্য এক জেলায় অন্য এক অফিসারের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল, সুব্রতবাবুর সঙ্গে নয়। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশও করেছেন রবীনবাবু। |
৬০ হাজার টাকার জাল নোট-সহ দুই বিদেশিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার, নিউ মার্কেট থেকে। ধৃতদের নাম প্রিন্স মোমো এবং থিয়োফিলাস লুক স্পার্কিল। তাঁরা সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার নাগরিক। এসটিএফ সূত্রে খবর, দুই বিদেশি যুবক কলকাতা এসে বিভিন্ন বাজারে জাল নোট ছড়িয়ে দিচ্ছে বলে খবর ছিল। |
যৌথ অভিযান চালিয়ে এক কিশোরীকে উদ্ধার করল কলকাতার লেক থানা ও বর্ধমান থানার পুলিশ। পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি ঢাকুরিয়ায়। জয়নগরের বাসিন্দা ভাস্কর হালদার তাকে নিয়ে বর্ধমানের মির্জাপুরে পালিয়ে আসেন বলে অভিযোগ। |