গৌতম গম্ভীর বা নাইট কর্তারা নন। আসন্ন আইপিএলে ইডেন পিচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তীব্র বিতর্ক বেঁধেছিল গোটা দেশের পিচকে ঘিরে। সবচেয়ে বেশি ধুন্ধমার বাঁধে ইডেন কিউরেটরকে নিয়ে। বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন যে, প্রবীরবাবুকে সরানোর কথাও হয়ে গিয়েছিল। কিন্তু আইপিএলে পুরো উল্টো অবস্থা। মঙ্গলবার চেন্নাইয়ে আইপিএল কমিটির বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, পিচ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন শুধু কিউরেটর। ফ্র্যাঞ্চাইজিদের ‘ফতোয়া’ জারি দূরে থাক, পিচ নিয়ে সামান্য নির্দেশও পাঠানো যাবে না।
এ দিন আইপিএলের বৈঠকে সিএবি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। চেন্নাই থেকে ফোনে বিশ্বরূপ বলছিলেন, “নির্দেশটা সবার জন্য। কোনও ফ্র্যাঞ্চাইজিই এ বার পিচ নিয়ে কিছু বলতে পারবে না।” ইডেন কিউরেটরও আইপিএল কমিটির নির্দেশে খুশি। বৈঠক শেষে বলেও দিলেন, “এটারই দরকার ছিল। পিচ নিয়ে নির্দেশ আসা এ বার বন্ধ হবে। পিচ কিউরেটরের ব্যাপার। সেখানে অন্য কেউ ঢুকবে কেন? আর আমি কোনও দিনই নিজের স্বার্থ দেখে পিচ তৈরি করি না। করি, ক্রিকেটের স্বার্থ দেখে।” বোর্ডের পক্ষ থেকে কিউরেটরদের বলা হচ্ছে স্পোর্টিং পিচ বানাতে। |
মঙ্গলবারের বৈঠকে আরও কয়েকটা ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল। যেমন আইপিএল সিক্সে বদলে যাচ্ছে রাজস্থান রয়্যালসের ‘হোমগ্রাউন্ড’। রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে সরকারের ঝামেলা না মেটায় এ বার সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে না। বরং রাহুল দ্রাবিড়দের ‘বেস’ হচ্ছে আমদাবাদ এবং মোতেরা। একই সঙ্গে আবার উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও কথাবার্তা আরও কিছুটা এগিয়ে রইল। স্পনসরদের আপত্তিতে ইডেনে হচ্ছে না আইপিএল সিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। দু’টো পরিবর্ত ভাবা হয়েছে। ঘেরা, আচ্ছাদিত স্টেডিয়াম হলে আইপিএলের উদ্বোধন হবে নেতাজি ইন্ডোরে। আর খোলা মাঠে হলে, পছন্দ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আইপিএল কর্তৃপক্ষ চাইছে ইডেনের কাছাকাছি উদ্বোধনী অনুষ্ঠান করতে। যা হবে ম্যাচের আগের রাতে। যেখানে দেশের সেরা বলিউডি তারকা তো বটেই, বিদেশি তারকারাও আসছেন। প্রসঙ্গত, এ বারের আইপিএলের উদ্বোধনের সঙ্গে ফাইনালও আয়োজন করছে ইডেন। পাচ্ছে একটা সেমিফাইনালও। একই দিনে রাঁচি আর দিল্লিকেও কড়া বার্তা পাঠাল আইপিএল কমিটি। আসন্ন আইপিএলে কেকেআরের দু’টো ম্যাচ আয়োজন করছে রাঁচি। এ দিনের বৈঠকে রাঁচি বা দিল্লিকোনও পক্ষ থেকেই কেউ উপস্থিত ছিল না। দু’টো সংস্থাকেই জানানো হয়েছে, আইপিএলের আয়োজনে তারা ইচ্ছুক কিনা তিন দিনের মধ্যে যোগাযোগ করে জানাতে। সমস্ত রাজ্য সংস্থার সুযোগ সুবিধে নিয়ে নিশ্চিত হতে চাইছে আইপিএল কমিটি। বলা হচ্ছে, গত আইপিএলের সময় চিন্নাস্বামীতে আগুন লেগেছিল। আবার ধরমশালায় ম্যাচ খেলতে গিয়ে ভাল ঝক্কিতে পড়েছিল চেন্নাই সুপার কিংসের এক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ায়। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে এ দিন বৈঠকে জানতে চাওয়া হয়, আইপিএল ম্যাচের শেষে কাদের মাঠে ঢুকতে দেওয়া হবে। গত বার নাইট রাইডার্স মালিক শাহরুখ খানকে ওয়াংখেড়েতে আটকে দেওয়ায় প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল। বোর্ড কিছু দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। |