উত্তরবঙ্গ |
দায়িত্ব নিয়েই ‘সক্রিয়’ এসপি |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: দায়িত্ব নিয়েই তাঁর দফতরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে লাগানো গ্লো সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দিলেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। সোমবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়ায় অখিলেশবাবুকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পুলিশ সুপার দীপঙ্করবাবু। মঙ্গলবার অখিলেশবাবু অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচাকে বোর্ডটি খুলে ফেলার নির্দেশ দেন। |
|
ঈশা-লিজু’র বিয়ে, সাজছে কোতোয়ালি |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: ডালুর ছেলে ঈশা খান চৌধুরীর সঙ্গে মৌসম বেনজির নুরের দিদি সৈয়দা সালেহা নেহার নুর (লিজু)-র বিয়ে। ৭ ফেব্রুয়ারি মালদহের পান্ডুয়ায় গনি পরিবারে বিয়ে ঘিরে কোতোয়ালি সেজে উঠেছে। গনি পরিবার ও রুবি নুরের পরিবারের সবাই হাজির। দিল্লি থেকে ছুটে এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী, কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। গনি পরিবারের বিয়েতে শুধু তার পরিবারের লোকেরাই নয়, মেতে উঠেছে জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরাও। |
|
|
ছাত্রকে খুন করে ধৃত ৪ |
ধান কেনার দাবি, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
মোর্চার আপত্তি অগ্রাহ্য করে লেপচা উন্নয়ন বোর্ড মমতার |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ও দার্জিলিং: গোর্খা জনমুক্তি মোর্চার আপত্তি অগ্রাহ্য করেই দার্জিলিং পাহাড়ে লেপচাদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গড়ল রাজ্য সরকার। জানুয়ারির শেষে উত্তরবঙ্গ সফরে গিয়ে লেপচাদের পৃথক উন্নয়ন পর্ষদ গড়ার কথা বলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে বিভাজন করতে চাইছেন বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। সে কথায় এক রকম কোনও গুরুত্ব না দিয়েই মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই পর্ষদ গড়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। |
|
নমিতেশ ঘোষ, শিলিগুড়ি: গোর্খাল্যান্ডের দাবিতে বিমল গুরুঙ্গের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেবে না গোর্খা লিগ ও গোর্খাল্যান্ড টাস্ক ফোর্স। মঙ্গলবার দুই দলের তরফ থেকেই তা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, এদিনই মোর্চার পক্ষ থেকে পাহাড়ের সমস্ত দলকে চিঠি দিয়ে আগামী বৃহস্পতিবার জিমখানা হলে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার ব্যপারে আবেদন জানানো হয়। সেখানে মোর্চা প্রধান বিমল গুরুঙ্গ উপস্থিত থাকবেন। |
সর্বদল বৈঠকে যোগ দিতে নারাজ
গোর্খা লিগ ও গোর্খাল্যান্ড টাস্ক ফোর্স |
|
মৃতার নামে
থানায় নালিশ |
কলেজ ভবনের নির্মাণ
নিয়ে অনিয়ম, নালিশ |
|
বিবাদে ব্যবসায়ীরা |
চাকরির টোপ দিয়ে প্রতারণা |
|
টুকরো খবর |
|
|
|