টুকরো খবর
প্রধানশিক্ষকের বিরুদ্ধে নালিশ
প্রধানশিক্ষকের বিরুদ্ধে স্কুল পরিচালনায় গাফিলতির অভিযোগ এনে প্রশাসনের দ্বারস্থ শিক্ষকরা। মঙ্গলবার আলিপুরদুয়ার হিন্দি হাইস্কুলের শিক্ষকরা কিছু ছাত্রকে নিয়ে অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক ও মহকুমা শাসকের দফতরে অভিযোগ জমা দেন। যদিও অভিযোগ ভিক্তিহীন বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। জলপাইগুড়ির জেলা স্কুল পরিদর্শক স্বপন সামন্ত বলেন, “আলিপুরদুয়ার হিন্দি হাইস্কুলের কথা শুনেছি। শিক্ষক ও প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলব।” শিক্ষক কল্লোল রায় ও মোহনলাল রাম জানান, দীর্ঘ দিন ধরে স্কুলের প্রধানশিক্ষক বিদ্যাভূষণ পোদ্দার মর্জি মত স্কুল চালানোর চেষ্টা করছেন। নিয়মিত স্কুলে উপস্থিত হন না তিনি। ফলে ক্লাসের রুটিন তৈরি থেকে বুক লিস্ট তৈরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এতে ছাত্র ছাত্রীরা সমস্যায় পড়ছে। অচলাবস্থার সৃষ্টি হলেও এ নিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন না। আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু জানান, হিন্দি হাইস্কুলে সমস্যার কথা জেলা বিদ্যালয় পরিদর্শকে জানানো হয়েছে। ৫-৬ বছর ধরে পরিচালন সমিতির নির্বাচন না হওয়ায় স্কুল পরিচলনার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে। স্কুলের প্রাধন শিক্ষক বিদ্যাভূষণ পোদ্দার বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে। শিক্ষকদের হাজিরায় কড়াকড়ি করায়। কয়েক জন শিক্ষক-শিক্ষিকার টাকা কাটা গিয়েছে। প্রশাসন তদন্ত করলে সব পরিস্কার হবে।”

জনসভার ডাক
কেন্দ্রীয় বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলির ডাকে আগামী ২০-২১ ফেব্রুয়ারি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে শিলিগুড়িতে জনসভার আয়োজন করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিক স্বার্থ রক্ষায় বন্ধের প্রচারে আগামী ৭ ফেব্রুয়ারি বাঘা যতীন পার্কে সভা হবে। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে শ্রমিক এবং কর্মচারীদের যৌথ মঞ্চের উদ্যোগে সাংবাদিক বৈঠকে এ কথা জানানো হয়। ছিলেন অলক চক্রবর্তী, সমন পাঠক, বিকাশ সেন রায়, উজ্জ্বল চৌধুরী, অভিজিৎ মজুমদারের মতো নেতারা। মঞ্চের তরফে অলক চক্রবর্তী বলেন, “১১টি শ্রমিক সংগঠন এবং ফেডারেশনগুলির ডাকে শ্রমিক স্বার্থে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। তার আগে শিলিগুড়িতে তার সমর্থনে জনসভা হবে।” সঞ্জীব রেড্ডি, গুরুদাশ দাসগুপ্ত, অবনী রায়দের মতো শ্রমিক সংগঠনগুলির সর্বভারতীয় নেতারা উপস্থিত থাকবেন।”

শিলিগুড়িতে নিখোঁজ প্রতিবন্ধী অ্যাথলিট
এক মূক ও বধির তরুণী তথা অ্যাথলিট নিখোঁজ হয়েছেন বলে মঙ্গলবার অভিযোগ উঠেছে শিলিগুড়িতে। তাঁর নাম মিঠু চাকি (২৫)। প্রতিবন্ধীদের জাতীয় প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তাঁর বাড়ি শিলিগুড়ি থানার টিউমল থানা এলাকায়। নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটির সদস্য ছিলেন মিঠু। তাঁর মা গৌরীদেবী ওই সংস্থাতেই কাজ করেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন মিঠু। পরিবার ও সংস্থা সূত্রে খবর, সকালে তিনি তাঁর বান্ধবীকে এসএমএস করে কোচিং-এ যাওয়ার কথাও জানিয়েছিলেন। তার পর থেকে তাঁর খোঁজ নেই। স্কুলেও যাননি তিনি। তাঁর মা বিকেলে বাড়ি ফিরে দেখেন মেয়ে ফেরেনি। সারা সন্ধ্যা খোঁজাখুজির পর রাতে পুলিশে অভিযোগ জানান তাঁর বাবা। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “অভিযোগ পাওয়ার পরই নিখোঁজ ডায়েরি করা হয়েছে।” ওই এলাকার ৪ নম্বর। কাউন্সিলরের নাম কাজল চন্দ জানান, পুলিশে জানিয়ে ওই অ্যাথলিটের খোঁজ চলছে।

নিখোঁজের মৃতদেহ উদ্ধার
২৬ জানুয়ারি গজলডোবায় পিকনিক কান্ডের জেরে নিখোঁজ কোকিল রায় (১৮)-এর দেহ উদ্ধার হল। সোমবার রাতে তিস্তা ব্যারাজের লাগোয়া এক জলাশয়ের ভেতর থেকে কোকিলের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি ক্রান্তি ফাঁড়ির উত্তর খালপাড়া থেকে ৫০ জনের একটি দল গজলডোবার তিস্তা বাঁধের ওপর পিকনিকে যায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সাথে প্রথমে বচসা তারপর হাতাহাতির জেড়ে ৮ জন জখম হন। পিকনিক দলের ৭জন তিস্তায় নেমে হোগলা বনের জঙ্গলে পালিয়ে যায়। রাতে মালবাজার থানার পুলিশ ৫ জনকে উদ্ধার করেন। কিন্তু, ২ জনের হদিস পাওয়া যায়নি। পরদিন দুপুরে তিস্তায় তল্লাশি চালিয়ে নাদরু রায় (৫৫) নামে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ দিন কোকিলের দেহ পাওয়া যায়।

প্রকল্পে মিলেছে অনুমতি: গৌতম
দার্জিলিঙে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজে সেনা বাহিনীর অনুমতি পাওয়া গিয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, বালাসন নদীর জল দার্জিলিং শহরে নিয়ে গিয়ে তা পরিশ্রুত করে সরবরাহের একটি প্রকল্পের কাজ হাতে নিয়েছে রাজ্য সরকার। প্রায় ২৫০ কোটি টাকার ওই প্রকল্পে জলাপাহাড় এলাকায় সমস্যা হয়ে দাঁড়ায়। সেখানে ৪কিলোমিটারে বেশি এলাকা দিয়ে পাইপ লাইন নিতে হলে সেনা বাহিনীর অনুমতি প্রয়োজন। বিষয়টি জানিয়ে গত ১৮ অগষ্ট প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌতমবাবু বলেন, “ওই অনুমতি পাওয়া গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে। ওই প্রকল্পের কাজ শেষ হলে দার্জিলিং শহরের মানুষের পানীয় জলের সমস্যা মিটবে বলে আশা করছি।”

জওয়ানের দেহ উদ্ধার
গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বক্সিরহাট থানার ভান্ডিজেলাসের তালতলায়। ওই ঘটনা ঘটে পুলিশ জানায় মৃতের নাম অনন্ত ডাকুয়া (৪১)। বাড়ি বক্সিরহাট হরিরহাট এলাকায়। তিনি বিএসএফের কোচবিহার গোপালপুর সেক্টরের কনস্টেবল পদের কর্মী ছিলেন। তাঁর মাথায় একটি গুলির ক্ষত ছিল। অন্য একটি গুলির আঘাত হেলমেটে মিলেছে। সোমবার রাতে অন্য দিনের মতো তিনি ডিউটি সেরে বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিলেন। কোচবিহার থেকে বাসে তুফানগঞ্জ যাওয়ার পর পরিচিতের বাড়িতে রাখা মোটর সাইকেলে হরিরহাটে রওনা হলেও বাড়ি যাননি। মঙ্গলবার রাস্তার পাশে তার দেহ দেখেন বাসিন্দারা।

প্রতিবন্ধীদের ‘রেস’
প্রতিবন্ধী ছেলেমেয়েদের নিয়ে ট্রাই সাইকেল এবং হুইল চেয়ার ‘রেস’-এর আয়োজন করা হয়েছে। অনুভব সংস্থার উদ্যোগে ১০ ফেব্রুয়ারি ওই প্রতিযোগিতা হবে। সহায়তা করছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়, বিবেকানন্দ রোডে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য জানান, এ ধরনের প্রতিযোগিতা কমই হয়েছে। এসজেডিএ’র তরফে সমস্ত সহায়তা করা হচ্ছে। সংস্থার অন্যতম কর্ণধার প্রদীপ দাশগুপ্ত জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যোগ দেবেন অন্তত ১৫০ জন প্রতিযোগী। হুইল চেয়ার এবং ট্রাই সাইকেল নিয়ে ১০০ মিটার দৌড়ে তাঁরা অংশ নেবেন।

আন্তঃওয়ার্ড ক্রিকেট
আগামী ১১-১৭ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর বরো কমিটির উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বরো কমিটির চেয়ারম্যান নিখিল সাহানি মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। তিনি জানান, বাঘাযতীন পার্কে টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা হবে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ভূটানগামী এক ট্রাকের ধাক্কায় এক দিনমজুরের মৃত্যু হল। মঙ্গলবার দুপুরে শামুকতলা থানার ৩১সি জাতীয় সড়কে চেপানি হল্ট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দিনমজুরের নাম দুলাল দাস (৩২)। বাড়ি শামুকতলার পশ্চিম খলিসামারি গ্রামে। এদিন সাইকেলে করে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। চালককেও ধরা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পিটিয়ে খুন, নালিশ
ঠেলাগাড়ি চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সোমবার কুমারগ্রামের সঙ্কোশ বনবস্তিতে। মৃত যুবকের নাম নিলু এক্কা (৩০)। বাড়ি বনবস্তিতেই। রাতে নিলু এলাকার এক বাসিন্দার ঠেলাগাড়ি চুরি করে বলে অভিযোগ ওঠে। আট-ন’জন নিলুকে জঙ্গলে নিয়ে মারধর করলে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, আট জনের নামে অভিযোগ হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

যুবক ধৃত
পিস্তল এবং কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ভোরে ডুয়ার্সের বীরপাড়া শহরের সুভাষপল্লি এলাকা থেকে কাঞ্ছা তামাং নামে যুবককে গ্রেফতার করা হয়। একটি নাইন এমএম পিস্তল এবং ৫ রাউন্ড গুলি তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারপতি তাকে পাঁচ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

দেহ উদ্ধার
এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ির ব্যাটেলিয়ন মোড় থেকে ওই দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ তালুকদার (৩৪)। তাঁর বাড়ি পশ্চিম ধনতলায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.