নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ছেলেকে বনদফতরে চাকরি দেওয়ার টোপ দিয়ে এক মহিলার কাছ থেকে ৩ লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পুলিশ এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই সেনাকর্মীর নাম নারায়ণ নার্জিনারি। বাড়ি ফালাকাটা থানার এথেলবাড়ির যোগীঝোড়া এলাকায়। প্রতারিত মহিলার নাম প্রমীলা দাস। বাড়ি শামুকতলা থানার উত্তর পারোকাটা গ্রামে। প্রমীলাদেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে শামুকতলা থানার পুলিশ সোমবার রাতে এথেলবাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। প্রতারিত মহিলা প্রমীলা দাসের অভিযোগ, জমি বিক্রির সূত্রে নারায়ণ নার্জিনারির সঙ্গে গত বছর অগস্ট মাসে তাঁর পরিচয় হয়। তখন থেকেই নারায়ণ নার্জিনারি এবং তার সাগরেদরা প্রমীলাদেবীর ছেলেকে বনদপ্তরে চাকরি পাইয়ে দেবার টোপ দেন। তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাবি করে তারা। গত ১৯ অক্টোবর তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তাদের হাতে সেই মতো তুলে দেন প্রমীলাদেবী। কথা ছিল তিন মাসের মধ্যে চাকরির নিয়োগপত্র দেবেন। তিন মাস পেরিয়ে গেলে প্রমীলাদেবী বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এর পরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তৃণমূলের জেলা নেতা অরুণ দাস জানিয়েছেন, এ ধরনের প্রতারণা মানা যায় না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শামূকতলা থানার ওসি প্রবীন প্রধান জানিয়েছেন, প্রতারিত মহিলা মোট ৬ জন বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে ৪২০/৩৪ ধারায় প্রতারণার মামলা শুরু হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। |