নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দোকান ঘরের ছাদ ফুটো হওয়া নিয়ে এক হোটেল মালিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার সেবক রোডের একটি হোটেলের সামনে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় হোটেলে ঢোকার মুখ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়। শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পাল এবং এলাকার কাউন্সিলর কমল অগ্রবাল ঘটনাস্থলে যান। তাঁরা শিলিগুড়ি থানার আইসি বিকাশ কান্তি দে’কে ওই ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। আইসি দুই পক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুলিশ সূত্রের খবর, সেবক রোডের ওই বহুতল হোটেলের নিচ তলায় সাতটি দোকান রয়েছে। যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে হোটেলের বর্তমান মালিকের বিবাদ চলছে। এদিন মোটর পার্টসের ব্যবসায়ী সঞ্জয় বনসাল, মোবাইলের দোকানের মালিক কুশ মিত্তল সহ চার জন অভিযোগ করেন, হোটেল সংস্কারে নামে তাঁদের একতলার ছাদে ফুটো করে দেওয়া হয়েছে। হোটেল মালিক কাজল সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তাঁরা। তাঁরা বলেন, “উচ্ছেদের জন্যই এমন করা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুরসভার বিল্ডিং বিভাগের মেয়র পারিষদকেও বিষয়টি জানানো হয়েছে।”
কাজলবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, “সমস্ত আইন মেনেই হোটেল সংস্কারের কাজ করছি। কাজ করতে গিয়ে ছাদে ফুটো হতে পারে তা অস্বীকার করছি না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে তা করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। ছাদ ঠিক করে দেব বলে ভাড়াটেদের জানিয়েছি। তার পরেও অবিযোগ তোলা হচ্ছে কেন বুঝতে পারছি না।” দুই পক্ষকেই আলোচনায় বসেছিলেন বিল্ডিং বিভাগের মেয়র পারিষদ সঞ্জয় পাঠক। তিনি বলেন, “হোটেল মালিক ছাদ ঠিক করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এরকম হওয়া ঠিক নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।” |