১০ই কলকাতায় দাওয়াত
ঈশা-লিজু’র বিয়ে, সাজছে কোতোয়ালি
ডালুর ছেলে ঈশা খান চৌধুরীর সঙ্গে মৌসম বেনজির নুরের দিদি সৈয়দা সালেহা নেহার নুর (লিজু)-র বিয়ে। ৭ ফেব্রুয়ারি মালদহের পান্ডুয়ায় গনি পরিবারে বিয়ে ঘিরে কোতোয়ালি সেজে উঠেছে। গনি পরিবার ও রুবি নুরের পরিবারের সবাই হাজির।
দিল্লি থেকে ছুটে এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী, কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। গনি পরিবারের বিয়েতে শুধু তার পরিবারের লোকেরাই নয়, মেতে উঠেছে জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরাও। ৭ ফেব্রুয়ারি মালদহের পান্ডুয়ায় ছিমছাম করে বিয়ের অনুষ্ঠান সারলেও ১০ ফেব্রুয়ারি কলকাতায় রিসেপশন পার্টিতে গনি পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস হাইকমান্ড সনিয়া গাঁধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্যেপাল সহ কেন্দ্রীয় ও রাজ্যের একাধিক মন্ত্রীকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গনি খান চৌধুরীর সেজভাই আবু হাসেম খান চৌধুরীর একমাত্র ছেলে বৈষ্ণবনগরের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরীর সঙ্গে গনি খান চৌধুরীর ছোট বোন রুবি নূরের মেজ মেয়ে লিজু-র দীর্ঘদিন ধরে ভালবাসা ছিল। মামাতো ভাইয়ের সঙ্গে পিসতুতো বোনের এই ভালবাসার কথা পরিবারের সকলেই জানা থাকলেও জেলার কেউই কিছুই জানত না।
কাল ঈশা-লিজুর বিয়ে। সাজছে কোতোয়ালি।
মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরটে একসঙ্গে যান লিজু ও ঈশা খান চৌধুরী। সেখানেই দুইজনে একসঙ্গে নিজেদের বিয়ের কথা কবুল করেন। কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী ও লিজু একসঙ্গে বলেন, “অনেক দিন আগেই আমাদের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু উপনিবার্চনের জন্য বিয়ের অনুষ্ঠান ছোট করে হচ্ছে। মায়ের ইচ্ছে অনুসারে বৃহস্পতিবার মা, বাবার গ্রামের বাড়ি পান্ডুয়ায় বিয়ে হবে।”
কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর বলেন, বিয়ের অনুষ্ঠান পরিবারের মধ্যেই রাখা হয়েছে। পরিবারের সবাই মালদহে এসেছে। বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করার পরিকল্পনা ছিল। কিন্তু ইংরেজবাজার উপনিবার্চন ঘোষণার জন্য বিয়ের অনুষ্ঠান মালদহে ছোট করে করা হচ্ছে। ১০ ফেব্রুয়ারি কলকাতায় রিসেপশন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সনিয়া গাঁধী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ কেন্দ্রীয় ও রাজ্যের অনেক নেতাকে আমন্ত্রণ জাননো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী এই দিন বলেছেন, “উপ নিবার্চন হয়ে যাওয়ার পর মালদহে ছেলের বিয়ের বড় পার্টি দেব। উপনিবার্চনের জন্য সমস্ত পরিকল্পানা ভেস্তে গিয়েছে।” রুবি নুরের তিন মেয়ে। বড় মেয়ে সনিয়া নুর চিকিৎসক, আমেরিকায় থাকেন। মেজ মেয়ে লিজু। কলকাতার লা মার্টিনিয়ার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এমবিএ পাশ করে এখন মায়ের রিয়েল এস্টেটের ব্যবসা দেখাশুনা করছেন লিজু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.