দফতর থেকে সাইনবোর্ড খোলার নির্দেশ
দায়িত্ব নিয়েই ‘সক্রিয়’ এসপি
দায়িত্ব নিয়েই তাঁর দফতরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে লাগানো গ্লো সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দিলেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী। সোমবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়ায় অখিলেশবাবুকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পুলিশ সুপার দীপঙ্করবাবু। মঙ্গলবার অখিলেশবাবু অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচাকে বোর্ডটি খুলে ফেলার নির্দেশ দেন।
এই লেখা নিয়েই বিতর্ক। তরুণ দেবনাথের তোলা ছবি।
রায়গঞ্জের কর্ণজোড়ায় পুলিশ সুপারের দফতরে ঢোকার মুখেই ওই গ্লো সাইনবোর্ডে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, কর্ণজোড়া উত্তর দিনাজপুর লেখা রয়েছে। ওই লেখার নীচেই ‘সৌজন্যে কোর্ট অফ কনসালটেন্সি’ নামে ইটাহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম লেখা রয়েছে। প্রায় ১৫ বছর আগে লাগানো পুরনো বোর্ডটি ঝড়ে ভেঙে যাওয়ার পর দু’মাস আগে ওই স্বেচ্ছাসেবী সংগঠন বোর্ডটি লাগিয়েছিল। অখিলেশবাবু বলেন, “পুলিশ সুপারের দফতরে কোনও স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে লাগানো কোনও বোর্ড থাকতে পারে না। আমি বোর্ডটি অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দিয়েছি।” কোর্ট অফ কনসালটেন্সির মুখ্য উপদেষ্টা মোফাক্কেরুল ইসলাম বলেন, “আমরা বিদায়ী পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কথা বলে স্বতঃস্ফূর্তভাবে বোর্ডটি লাগিয়েছিলাম। অখিলেশবাবু ওই বোর্ড খুলে নেওয়ার নির্দেশ দিলে তা অত্যন্ত দুঃখজনক। রাজ্যের নানা জেলার পুলিশ সুপারের দফতরে মোবাইল সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের একাধিক বোর্ড লাগানো রয়েছে।” দায়িত্ব নেওয়ার পর এ দিন রায়গঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার কাজে পুলিশের ওপর আস্থা রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও বাসিন্দাদের অনুরোধ তিনি। তিনি বলেন, “প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক করে পুলিশের প্রতি আস্থা ফেরানোর চেষ্টা হবে।” তিনি জানান, সোর্স তৈরি করে বিভিন্ন মামলায় ফেরার অভিযুক্তদের গ্রেফতার ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ওপরে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, “বিহার থেকে চোরাপথে বেআইনি আগ্নেয়াস্ত্র জেলায় ঢুকছে। বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার রুখতে সড়কপথ ও রেলপথে নজরদারি বাড়ানো হচ্ছে।”
গত তিন মাসে রায়গঞ্জ থানা এলাকায় ১৩টি খুন ও দুষ্কৃতীদের মধ্যে একাধিকবার গুলি বোমার লড়াই হয়েছে। অপরাধের ঘটনা বাড়তে থাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দলের ডাকে তৎকালীন পুলিশ সুপার দীপঙ্করবাবুর বদলির দাবিতে গত ৭ জানুয়ারি রায়গঞ্জে বন্ধও পালিত হয়। গত শুক্রবার দীপঙ্করবাবুকে বদলির নির্দেশ দেয় রাজ্য সরকার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.