ধান কেনার দাবি, ক্ষোভ
চাষির কাছ থেকে ধান কেনার দাবিতে ভারতীয় খাদ্য নিগমের (এফসিআই) গুদাম ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বেলতলা পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রবীর রায়ের নেতৃত্বে এফসিআই গুদামে গিয়ে কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান।
প্রবীরবাবুর অভিযোগ করেন, “রাজ্য সরকার ডিসেম্বর থেকে সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কিনতে শুরু করলেও এফসিআই ধান কিনতে নামেনি। জেলার মোট ধান উৎপাদনের ৬০ শতাংশ এফসিআইয়ের কেনার কথা।” ওই তৃণমূল নেতার দাবি, ভিন রাজ্য থেকে এফসিআই গম কিনে এ জেলার গুদাম ভরছে। কিন্তু জেলার উৎপাদিত ধান কিনে অন্য রাজ্যে তারা পাঠাতে উদ্যোগী নয়। এফসিআই সহায়ক মূল্যে ধান কেনা শুরু না করলে জেলাজুড়ে আন্দোলন হবে।
এফসিআইয়ের এরিয়া ম্যানেজার অনুজ গৌতম বলেন, “অভিযোগ ঠিক নয়। আমরা ইতিমধ্যে ৭ হাজার টন চাল কিনেছি।” রাজ্যের অধীনে থাকা জেলা খাদ্য সরবরাহ দফতর সূত্রে জানাগিয়েছে, এই বছর ইতিমধ্যে তারা জেলা জুড়ে ২৯৫টি শিবিরের মাধ্যমে প্রায় ৭২ হাজার টন ধান কেনা হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে আরও ১১০টি শিবির করে সহায়ক মূল্যে ধান কেনার উদ্যোগ নিয়েছে তারা। দক্ষিণ দিনাজপুরের খাদ্য নিয়ামক ভাস্কর হালদার বলেন, “গত বছর আমরা ১ লক্ষ ৭ হাজার টন ধান চাষিদের কাছ থেকে কিনেছিলাম। এফসিআই কেনে ২ হাজার টন। তাও মরসুমের শেষে।”
জেলাকৃষি দফতর সূত্রের খবর, এ বছর প্রায় ৮ লক্ষ টন ধান উৎপাদন হয়েছে। কৃষি উপঅধিকর্তা লক্ষ্মীকান্ত মান্ডি বলেন, “চাহিদার তুলনায় দক্ষিণ দিনাজপুরে উদ্বৃত্ত ধানের ফলন হয়। ফলে সবগুলি সরকারি ক্ষেত্র থেকে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া না হলে চাষিরা বাপিকে পড়বেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.