মদ্যপ তৃণমূল নেতার হাঙ্গামা হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
মদ্যপ অবস্থায় হাসপাতালে হাঙ্গামা করার অভিযোগ উঠল তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর মহকুমা হাসপাতালে। যুব তৃণমূল ইসলামপুর মহকুমা কমিটির ওই নেতার নাম অমিতাভ রায়। তিনি বিষয়টি মিথ্যে বলে দাবি করেছেন। হাসপাতাল সূত্রে খবর, অমিতাভবাবুর এক আত্মীয়া প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রসূতি বিভাগে জায়গা না থাকায় চক্ষু রোগীদের জন্য ব্যবহৃত শয্যায় তাঁকে ভর্তি করেন কর্তৃপক্ষ। সোমবার রাতে শয্যার নীচে আর এক জনকে রোগীকে জায়গা করে দেওয়া হয়। সে সময় অমিতাভবাবু মদ্যপ অবস্থায় গণ্ডগোল করেন বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অমিতাভবাবু অভিযোগ অস্বীকার করেন। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেন, “লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পড়লে তদন্ত হবে।” হাসপাতালের সুপার জ্যোতি বিশ্বাস বলেন, “শয্যা ছিল না। তার পরেও অমিতাভবাবুর অনুরোধে চক্ষু বিভাগে ওই রোগীর ব্যবস্থা করে দেওয়া হয়। তার পরেও উনি হাসপাতালে এসে মদ্যপ অবস্থায় গণ্ডগোল করেছেন বলে অভিযোগ।” অমিতাভবাবু এ দিন বলেন, “আমি কিছু করিনি। আয়া ও নার্সদের ওই ঘরে অন্য রোগী রাখতে বারণ করি। তা আমাকে হাসপাতালের সুপারই জানান।” তৃণমূল বিধায়ক জাভেদ আখতার বলেন, “এ রকম কিছু হলে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে।”
|
বিক্ষোভে বন্ধ পঠনপাঠন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার হিসেব-সহ একাধিক দাবিতে মঙ্গলবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। এ দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘেরাও-বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের পঠন পাঠন বন্ধ হয়ে যায়। উপাচার্য অচিন্ত্য বিশ্বাস বলেন, “অচলাবস্থা কাটাতে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক ও অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছি।” যাঁর বিরুদ্দে অভিযোগ সেই ফিনান্স অফিসার জাহির হোসেন বলেন, “আমি কিছু বলব না, যা বলার উপাচার্য বলবেন।” ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বক্তব্য, ক্লাস বন্ধ করে শিক্ষকদের অবরোধ বিক্ষোভ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।
|
১২-র আগেই মিলবে অ্যাডমিট
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ১২ ফেব্রুয়ারি মধ্য শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন স্কুলগুলির ম্যাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গ বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক আধিকারিক প্রদীপ বিশ্বাস এ কথা জানিয়েছেন। তিনি জানান, ওই দিন উত্তরবঙ্গের ৬ টি জেলায় ১৩টি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষ তা সংগ্রহ করতে পারবেন। অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে সংশোধনের জন্য ১৮ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার্থীদের তাঁর অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।
|
মঙ্গলবার ছবিটি তুলেছেন রাজকুমার মোদক। |
উত্তর ও দক্ষিণ বঙ্গের এক ঝাঁক কবির স্বরচিত কবিতা পাঠের আসরে আলাদা মাত্রা আনল গ্রন্থ মেলার প্রাঙ্গণ। মঙ্গলবার সন্ধ্যায় ২০ জন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত মঞ্চে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সম্মেলনে উপচে পড়ে ভিড়। আগাগোড়াই ছিল তার লেখা বইয়ের চাহিদা। সদ্য প্রয়াত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বইয়ের চাহিদা অন্যান্য বারকে ছাপিয়ে গিয়েছে বলে দাবি বই বিক্রেতাদের। দেশ বিদেশের রান্নার হদিস পেতে একাধিক স্টলে উপচে পড়ছে ভিড়। সাবেকি রান্নার পাশাপাশি তন্দুরি, চাইনিজ রান্নার বইয়ের সম্ভার বেশ কয়েকটি স্টলে বিদেশি রান্না শেখানোর জন্য ইংরেজিতে লেখা প্রচুর রান্নার বই এবার এনেছেন প্রকাশকরা।
|
গাড়ি লুঠ করে পালানোর সময় চালক ও গ্রামবাসীদের সহযোগিতায় ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার ধনতলায়। ধৃতেরা হল মহম্মদ রাকিব, মহম্মদ জালাল, মহম্মদ মাস্টার, মহম্মদ আলিব ও মহম্মদ সাহিদ। তাদের বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের লাড়ুখোয়া ও ইসলামপুর থানার কাছনায়। পুলিশ সূত্রের খবর, কলকাতা থেকে গুয়াহাটিগামী ক্যুরিয়ার সার্ভিসের দুটি গাড়ির চালক ইসলামপুরের ধনতলা এলাকায় দাঁড়ান। পাঁচ দুষ্কৃতী তাঁদের দু’জনকে ধারালো অস্ত্র দেখিয়ে আটকে রেখে ট্রাক থেকে জিনিস লুঠ করে অভিযোগ।
|
ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হলে এক বৃদ্ধের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামপুরে রাজ্য সড়কে। মৃতের নাম ওসিমুদ্দিন কবিরাজ (৬৫)। বাড়ি সুহরি এলাকায়। গঙ্গারামপুরের দিক থেকে বালুরঘাটের দিকে যাওয়ার সময় সাইকেল চালক ওই বৃদ্ধকে ধাক্কা মেরে একটি ছোট গাড়ি পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |