সলমন রুশদির জন্য দরজা বন্ধ রাখা হলেও কমলহাসনের প্রতি কোনও বিমাতৃসুলভ আচরণ দেখাচ্ছে না কলকাতা।
আজ, শুক্রবার পশ্চিমবঙ্গে ‘বিশ্বরূপম’-এর হিন্দি সংস্করণ মুক্তি পাচ্ছে ‘বিশ্বরূপ’ নামে। খাস কলকাতায় অন্তত ৭০টি জায়গায় চলবে ছবিটি। সমগ্র পূর্বাঞ্চলে (বিহার, অসম, ওড়িশা নিয়ে) মোট ১৮০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘বিশ্বরূপ’। তবে এ অঞ্চলে তামিল বা তেলুগু ভাষায় ছবিটি দেখানোর কোনও পরিকল্পনা এখনও জানা যায়নি।
কলকাতার দর্শকেরা ‘বিশ্বরূপম’ দেখার সুযোগ পাবেন জেনে খুশি ব্রিটিশ-মার্কিন অভিনেতা সম্রাট চক্রবর্তী। ‘বিশ্বরূপম’ এবং ‘মিডনাইটস চিলড্রেন’, দু’টি ছবিতেই অভিনয় করেছেন তিনি। বললেন, “পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ, দু’জায়গাতেই বুদ্ধিদীপ্ত সিনেমা তৈরি হয়। তাই কলকাতায় যে ‘বিশ্বরূপ’ দেখানো নিয়ে কোনও সমস্যা হয়নি, তা জেনে খুব ভাল লাগছে।” রুশদিকে কলকাতায় আসতে না দেওয়া হলেও ‘মিডনাইটস চিলড্রেন’ ছবিটি যে শহরে দেখানো হচ্ছে, তাতেও তিনি আনন্দিত। |
প্রতীক্ষা:
আজই শহরে মুক্তি পাচ্ছে ‘বিশ্বরূপ’। একটি সিনেমা হলে তারই পোস্টার।—নিজস্ব চিত্র |
‘বিশ্বরূপ’ ছবিতে আমেরিকায় বসবাসকারী এক বাঙালি বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন সম্রাট। কমলহাসন সে ছবিতে এক জন নাচের শিক্ষক। সম্রাট বলেন, “কমল স্যার নাস্তিক গোছের মানুষ। ‘বিশ্বরূপম’-এ ধর্ম সংক্রান্ত কিছু নেই। এটি একটি অ্যাকশন থ্রিলার। ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় স্যার দুঃখ পেয়েছেন।”
এ রাজ্যে ‘বিশ্বরূপ’-এর ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে ‘ওম মুভিজ’। সারা দেশে ছবিটির ডিস্ট্রিবিউটর ‘বালাজি মোশন পিকচার্স’। ‘বিশ্বরূপ’ দেখানো নিয়ে এখানে তেমন কোনও সমস্যার আশঙ্কা অবশ্য করছেন না কেউই। ওম মুভিজ-এর অধিকর্তা অরুণ মেহরা বলেন, “‘মাই নেম ইজ খান’ নিয়ে বিতর্কের সময়েও তেমন কোনও সমস্যা হয়নি এই শহরে। আশা করছি, ‘বিশ্বরূপ’ও শান্তিপূর্ণ ভাবে দেখানো যাবে এখানে।” ‘আইনক্স লেজার লিমিটেড’-এর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত শুভাশিস গঙ্গোপাধ্যায়ও আশাবাদী। তিনি বলেন, “ছবিটি চলাকালীন পুলিশ রাখছি না আমরা। সেটা প্রয়োজন বলে মনে হচ্ছে না।” |