আঙুল মমতার দিকেও
গার্ডেনরিচ-কাণ্ডে সিবিআই তদন্ত চান সূর্যকান্ত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেনরিচের ঘটনায় অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবালকে পালানোর এবং এই সংক্রান্ত তথ্য-প্রমাণ লোপাটের সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। রাজ্যের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের নাম না করে তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন সূর্যবাবু। ওই অভিযোগের ভিত্তিতেই নিরপেক্ষ তদন্তের স্বার্থে গার্ডেনরিচ-কাণ্ডের তদন্তভার সিআইডি-র হাত থেকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবি তুলেছেন বিরোধী দলনেতা।
নিহত পুলিশ কর্মী তাপস চৌধুরীর বাড়িতে গিয়ে সূর্যবাবু আগেও সিবিআই তদন্ত দাবি করেছিলেন। সোমবার হাইকোর্ট গুড়াপের ঘটনার তদন্তে ক্ষোভ প্রকাশ করে এবং তদন্তভার সিআইডি-র থেকে সিবিআই-এর হাতে দেওয়ার নির্দেশ দেয়। ফলে সূর্যবাবুদের দাবি আরও জোরালো হয়। এ দিন গুড়াপের প্রসঙ্গ তুলে সূর্যবাবু বলেন, “সিআইডি নিরপেক্ষ তদন্ত করতে পারছে না। সে কারণেই সিবিআই তদন্ত দাবি করছি।” সিপিএম যে সাধারণত সিবিআই তদন্ত দাবি করে না, তা উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, “ঘটনার প্রেক্ষাপট বিচার করেই সিবিআই তদন্ত দাবি করছি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রাজ্য প্রশাসনের শীর্ষে রয়েছেন। তাঁদের পদে রেখে সিআইডি-র পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়।”
সূর্যবাবুর দাবিকে অবশ্য কোনও গুরুত্বই দেননি তৃণমূল নেতৃত্ব। দলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ওঁদের তো এখন কোনও কাজ নেই। তাই আজেবাজে দাবি তুলছেন। বিরোধী থাকাকালীন আমরা যখন সিবিআই তদন্তের দাবি তুলতাম, সূর্যবাবুরা তখন বলতেন, সিআইডি তদন্তই যথেষ্ট। এখন আবার নতুন করে সিবিআই তদন্তের দাবি তুলছেন কেন?” পার্থবাবুর পাল্টা কটাক্ষ, “ওঁদের ৩৪ বছরের পাহাড়প্রমাণ দুর্নীতি, খুন-জখমের ইতিহাসেরই তদন্ত হওয়া উচিত।”
এ দিন সূর্যবাবু আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর কাছে ছয় দফা প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও ঘটনার ৫০ ঘণ্টা পর প্রতিক্রিয়া জানিয়ে কার্যত ইকবালকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর প্রশ্ন, “আপনি কি সত্যিই পুলিশ কমিশনারকে ফোন করে ওই ঘটনা চাপতে এবং এফআইআর পরিবর্তন করতে বলেছিলেন?” সূর্যবাবুর আরও প্রশ্ন, ‘‘তৃণমূলের লোক গুলি চালিয়েছে, তা টিভি ফুটেজে দেখার পরও কী করে রাজ্যের এক জন মন্ত্রী (ববি) সিপিএমের চ্যানেল, সিপিএমের পুলিশ বলে ঘটনা আড়াল করার চেষ্টা করেন?” ঘটনার আগের দিন বোমা বাঁধতে গিয়ে তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের পুত্র অভিজিৎ বিস্ফোরণে আহত হন। পরে অভিজিৎ মারা যান। অথচ, ববি কী ভাবে সংবাদমাধ্যমে সিপিএম অফিস থেকে তাজা বোমা উদ্ধারের অভিযোগ করেছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সূর্যবাবু। ববির নাম না করেই বিরোধী দলনেতা বলেন, “মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে সভা করতে গেলে যে মন্ত্রীকে বিবৃতি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কী করে সংবাদমাধ্যমের কাছে অসত্য তথ্য দিলেন?” অসত্য তথ্য দেওয়ার জন্য মমতা ববিকে ভর্ৎসনা করেছেন কি না, অথবা সরকারি বিবৃতিতে ভুল থাকার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.