‘শুক্ল’পক্ষের আকাশ ঢাকা পড়ছে ব্যাটিং-অমাবস্যায় |
|
রাজর্ষি গঙ্গোপাধ্যায়, কলকাতা: কপালে ভিড় করে বসে স্বেদবিন্দু, জার্সি দিয়ে মুছে চলেছেন অনবরত। ম্যাচ শেষ, তবু অসহ্য টেনশনের বলিরেখাগুলো আছে বহাল তবিয়তে। ক্লাবহাউসের একতলায় উপস্থিত সাংবাদিক-কুলকে দেখে বলেও ফেললেন, “যাক, জিতলাম শেষ পর্যন্ত!” কয়েক হাত দূরে দাঁড়িয়ে তখন সামি আহমেদ। এবং উড়ে এল ছুটকো রসিকতা, “দেখে রাখুন। লক্ষ্মীরতন শুক্ল ছাড়া বাংলার একমাত্র অলরাউন্ডার! কালে কালে আমাকেও না ছাড়িয়ে যায়!” উপরোক্ত ক্রিকেটার কে, এর পর নিশ্চয়ই আর বলার প্রয়োজন নেই। |
|
যুগলবন্দির গর্জনে বাগানে বসন্ত উৎসব |
রতন চক্রবর্তী, কলকাতা: চার কোটির ‘উল্কাপাত’ দেখার জন্য মোহনবাগান সমর্থকদের অপেক্ষা করতে হল আট মাস!
ট্রেভর জেমস মর্গ্যানের চার, আটচল্লিশ ঘণ্টার মধ্যেই সুদে আসলে ফিরিয়ে দিলেন করিম বেঞ্চারিফা। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ক্লাব সাদার্নকে গত শনিবার চার গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। সেই টিমকেই ওডাফারা বাড়তি একটা গোল হজম করালেন।
চারের পালটা পাঁচের চমকটা অবশ্য চাপা পড়ে যাচ্ছে দেশের দুই সেরা বিদেশি স্ট্রাইকারের আগুনে পারফরম্যান্সের জন্য। |
|
|
মর্গ্যানের বদলার ম্যাচে রঘুর লক্ষ্য আজ চারে চার |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: টানা তিন বার সাহেব কোচকে হার মানতে হয়েছে ময়দানের সাদামাঠা বাঙালিবাবুর কাছেই! যে বাঙালি কোচের স্ট্র্যাটেজির কাছে ট্রেভর মর্গ্যানের যাবতীয় পরিকল্পনা বার বার ঘেঁটে গেছে, সেই রঘু নন্দী এ বারও চ্যালেঞ্জ ছুড়লেন ইস্টবেঙ্গলের কোচকে।
সোমবার এরিয়ানের কোচ বলে দিলেন, “মর্গ্যানের বিরুদ্ধে ইতিমধ্যে হ্যাটট্রিক করেছি, এ বার চতুর্থ বার জেতার জন্য আমার ছেলেরা মুখিয়ে রয়েছে।” হাত গুটিয়ে বসে নেই ওপারা, পেনদের কোচও। মর্গ্যানের পাল্টা তোপ, “ইতিহাসের পুনরাবৃত্তি বার বার হয় না। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হলে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে। আমার ছেলেরা তার জন্য প্রস্তুত।” মাঠের বাইরে ইতিমধ্যে দু’দলের কোচের বাক্ যুদ্ধ শুরু হয়ে গেছে। |
|
|
আসানসোল স্টেডিয়ামে চলছে রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা। |
|
|
অস্ট্রেলিয়াকে ফলো-অন
করালেন অনামী স্পিনাররা |
|
|
|
|
|
টুকরো খবর |
|
|
কোর্ট থেকে জলে। টেনিস তারকা ওজনিয়াকি যখন সার্ফিংয়ে মজে। দুবাইয়ের ওয়াটার পার্কে। ছবি: রয়টার্স |
|
ভ্রম সংশোধন
রবিবার তিন মূর্তি শীর্ষক ছবির ক্যাপশনে সুশীল ভট্টাচার্যর জায়গায়
সুনীল ভট্টাচার্য লেখা হয়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত। |
|
|
|