টানা তিন বার সাহেব কোচকে হার মানতে হয়েছে ময়দানের সাদামাঠা বাঙালিবাবুর কাছেই! যে বাঙালি কোচের স্ট্র্যাটেজির কাছে ট্রেভর মর্গ্যানের যাবতীয় পরিকল্পনা বার বার ঘেঁটে গেছে, সেই রঘু নন্দী এ বারও চ্যালেঞ্জ ছুড়লেন ইস্টবেঙ্গলের কোচকে।
সোমবার এরিয়ানের কোচ বলে দিলেন, “মর্গ্যানের বিরুদ্ধে ইতিমধ্যে হ্যাটট্রিক করেছি, এ বার চতুর্থ বার জেতার জন্য আমার ছেলেরা মুখিয়ে রয়েছে।” হাত গুটিয়ে বসে নেই ওপারা, পেনদের কোচও। মর্গ্যানের পাল্টা তোপ, “ইতিহাসের পুনরাবৃত্তি বার বার হয় না। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হলে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে। আমার ছেলেরা তার জন্য প্রস্তুত।” মাঠের বাইরে ইতিমধ্যে দু’দলের কোচের বাক্ যুদ্ধ শুরু হয়ে গেছে। মাঠের ভেতরের লড়াইটাও যে নিঃসন্দেহে জমবে সেটা বলার অপেক্ষা রাখে না! তবে এরিয়ানের বিরদ্ধে নামার আগে স্ট্রাইকার সমস্যায় ইস্টবেঙ্গল। দুটি হলুদ কার্ড রয়েছে বলে চিডিকে পাওয়া যাবে না। মননদীপের চোট রয়েছে। স্বভাবতই বলজিৎ আর বরিসিচকেই প্রথম একাদশে খেলাতে হবে মর্গ্যানকে। শেষ সাদার্ন ম্যাচে জোড়া গোল করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন পঞ্জাব তনয়। অন্য দিকে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে অস্ট্রেলীয় স্ট্রাইকারও। ত্রিমুকুট পেতে হলে ফেড কাপ আর আই লিগের সঙ্গে কলকাতা লিগ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। আর টানা তিন বার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হতে গেলে কল্যাণীতে এরিয়ানকে হারাতে হবে। |
লাল-হলুদ কোচ যখন সোমবার সকালে রঘু নন্দীর বিরুদ্ধে নিজের ছক কষছেন, তখন বাড়িতে বসে জ্বরে ছটফট করছেন এরিয়ানের কোচ। অসুস্থ থাকার কারণে রবিবার থেকে অনুশীলনে যেতে পারেননি তিনি। বাড়িতে বসেই যাবতীয় নির্দেশ দিচ্ছেন। এই মুহূর্তে এরিয়ানে কোনও বিদেশি ফুটবলার নেই। সন্তোষ ট্রফির জন্য বেশ কিছু ফুটবলার ছেড়ে দিতে হয়েছে। সব মিলিয়ে ভাঙাচোরা দল নিয়েই বাজিমাত করতে মরিয়া রঘু।
ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচের সঙ্গে আজ মঙ্গলবার রয়েছে প্রয়াগ-মহমেডান ম্যাচও। এই ম্যাচকে কলকাতা লিগের বড় ম্যাচের আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু বড় ম্যাচের কোনও উত্তাপই নেই দুই শিবিরে। প্রয়াগের তো প্রায় ১৪ জন ফুটবলারকে হয় জাতীয় দল নয়তো সন্তোষ ট্রফির জন্য ছেড়ে দিতে হয়েছে। তার ওপর আবার বেলো, রফিক, লেস্টারদের চোট। এ দিকে প্রায় এক মাস বাদে সোমবার রাতে প্রয়াগের বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজ শহরে ফিরে আসলেও তাঁর খেলার কোনও সম্ভাবনাই নেই। কার্লোসের পর এ বার নিখোঁজের তালিকায় যুক্ত হয়েছে জাকিরের নামও। কেরলে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। র্যান্টি ছুটি কাটিয়ে সোমবার রাতে শহরে ফিরলেও প্রথম একাদশে তিনি থাকছেন না। কোচ ফিরছেন আজ সকালে। সব মিলিয়ে অগোছালো প্রয়াগের তুলনায় কিছুটা হলেও এগিয়ে মহমেডানই। তবে চোট-আঘাত, ফুটবলারদের অসুস্থতায় জর্জরিত সাদা-কালো শিবিরও। জয়ন্তকে পাওয়া যাবে না। চার্লস সোমবার রাতেও নার্সিংহোমে ভর্তি ছিলেন। তবু প্রয়াগের বিরুদ্ধে তিনি নাকি খেলবেন।
|
মঙ্গলবার কলকাতা লিগে
ইস্টবেঙ্গল : এরিয়ান (কল্যাণী, ২.১৫)
প্রয়াগ : মহমেডান (যুবভারতী, ২.১৫) |