দিদি-র সঙ্গে দাদা-র ‘সম্পর্ক’ কতটা উষ্ণ? মহাকরণে সরকার বদলের সঙ্গে সঙ্গে এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে নানা মহলে।
বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের সঙ্গে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠতা’ ছিল এর অন্যতম কারণ। সেই সরকারের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের কাছে সৌরভ ছিলেন রীতিমতো ঘরের ছেলে। গত দেড় বছরে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের তেমন ঘনিষ্ঠ যোগাযোগ কিন্তু তৈরি হয়নি। বরং কিছুটা আনুষ্ঠানিক দেখা-সাক্ষাতের মধ্যেই বাঁধা ছিল।
তবে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সৌরভকে স্কুল গড়ার জন্য নিউ টাউনে ২ একর জমি দেওয়ার সিদ্ধান্ত দাদা-র সঙ্গে দিদি-র সম্পর্কের ‘নতুন রসায়ন’ নিয়ে জল্পনা উস্কে দিল। অনেকের ধারণা, এই ভাবে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে মুখ্যমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ বলয়ে জায়গা করে দিতে চাইলেন। যদিও এই ব্যাখ্যা সম্পর্কে দাদা বা দিদি কারও তরফেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একটি স্কুল করবেন বলে সৌরভকে এর আগে বাম সরকার জমি দিয়েছিল সল্টলেকে। কিন্তু লোকালয়ে স্কুল তৈরির বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রতিবাদ গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পরাজিত হয়ে সল্টলেকের সেই জমি ছেড়ে দিতে বাধ্য হন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। কয়েক বছর পরে ফের দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পেলেন মহারাজ। একটি উচ্চ মাধ্যমিক স্কুল করার জন্য রাজারহাটের নিউ টাউনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ২ একর জমি দেওয়ার প্রস্তাব মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে।
রাজ্য নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, নিউ টাউনের এক নম্বর অ্যাকশন এরিয়ায় সরকারের প্রস্তাবিত ‘এডুকেশন হাব’-এ জমি পেয়েছেন সৌরভ। ৯৯ বছরের জন্য লিজ-এর ভিত্তিতে তাঁকে জমি দেওয়া হচ্ছে। দাম ঠিক হয়েছে ১০ কোটি ৯৮ লক্ষ টাকা। সরকারের এক মুখপাত্র জানান, এডুকেশন হাব-এ দু’একরের অন্যান্য জমি নিলাম করে সর্বোচ্চ ১০ কোটি ১০ লক্ষ টাকা দর উঠেছে। এর সঙ্গে কিছু সুদ যুক্ত হয়ে সৌরভের জমির দাম ঠিক হয়েছে।
প্রাক্তন ভারত-অধিনায়ককে কি কিছু সুবিধা দিচ্ছে সরকার? ওই মুখপাত্র বলেন, “বাজার দরেই তাঁকে জমি দেওয়া হচ্ছে। তবে তাঁর জমি নিলামে তুলে বিক্রি করা হচ্ছে না। সরাসরি তাঁকে দেওয়া হচ্ছে। সুবিধা বলতে এটুকুই।” বাম আমল থেকে বিধাননগরে একটি ক্রিকেট অ্যাকাডেমি চালান ‘দাদা’। সেই জমি রাজ্যের। তাঁর সঙ্গে সরকারের চুক্তির ভিত্তিতে ওই ক্রিকেট-প্রশিক্ষণ কেন্দ্রটি চালান তিনি।
নিউ টাউনে নতুন সরকারের কাছ থেকে সৌরভের জমি পাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্য। প্রধানত তাঁর উদ্যোগেই অ্যাকাডেমি অথবা স্কুল গড়ার জন্য সল্টলেকে জমি পেয়েছিলেন সৌরভ। যদিও সৌরভ এখন স্কুলের জমি পাওয়ায় অশোকবাবু খুশি।
সরকারি সূত্রের খবর, এডুকেশন হাব-এ সেন্ট জেভিয়ার্স কলেজকে তাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য ১৬.৬ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এ দিনের মন্ত্রিসভার বৈঠকে। এ জন্য একর প্রতি এক কোটি টাকা দাম ধার্য হয়েছে। ভর্তুকিতে তাদের জমি দেওয়া হচ্ছে বলে জানান সরকারের এক মুখপাত্র। তিনি জানান, ওখানে প্রেসিডেন্সি ও আলিয়া বিশ্ববিদ্যালয়ও জমি পেয়েছে। |