অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হল আরাবুল ইসলামকে। শনিবার বিকেলে হাসপাতাল থেকে তাঁকে ফের আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে। তবে সাত দিন পরে রোগীকে ফের এসএসকেএম-সংলগ্ন ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি(আইওপি)-র বর্হিবিভাগে পরীক্ষার জন্য আনতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
বুধবারই তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড আরাবুলকে হাসপাতাল থেকে ছাড়ার সবুজসঙ্কেত দেয়। কিন্তু সাইকিয়াট্রি বিভাগের প্রধান প্রদীপ সাহা পরীক্ষা করে বলেন, রোগীর মানসিক অবস্থা ভাল নয়, তাঁর ঘুম এবং খিদে হচ্ছে না, আত্মবিশ্বাস পাচ্ছেন না। হতাশা ও আত্মহত্যার প্রবণতা রয়েছে। ফলে সিদ্ধান্ত থেকে পিছোয় হাসপাতাল। ৭২ ঘণ্টা না-কাটলে আরাবুলকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানিয়েছিলেন এসএসকেএমের চিকিৎসকরা।
শনিবার এসএসকেএম কর্তৃপক্ষই বলেন, মনোবিদ্রা ছাড়পত্র দিয়েছেন। তাই আরাবুলকে ছাড়া হয়েছে। তবে এ দিন চিকিৎসক প্রদীপ সাহা বলেন, “মানসিক অবসাদের সঙ্গে আরাবুলের হাইপার টেনশন ও ডায়বেটিস রয়েছে। তাই ওষুধ খাওয়ায় কোনও ছেদ পড়লে চলবে না। তাঁর শারীরিক অবস্থার উপর ক্রমাগত নজরদারি চালাতে হবে। ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার উপর নজরদারি চালাতে হবে এবং ৭ দিন পর অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার জন্য আনতে হবে।” |