|
|
|
|
নতুন টার্মিনালে আজ প্রথম উড়ান |
নিজস্ব সংবাদদাতা |
কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনের পরে আজ, বুধবার সেখান থেকে উড়বে প্রথম উড়ান। আগে পরীক্ষামূলক ভাবে এই টার্মিনাল থেকে উড়ান চালানো হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকালে কলকাতা থেকে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লি পৌঁছবে। তার মধ্যে ৭০ জন যাত্রী বিমান পরিবর্তন করে লন্ডনে যাবেন।
বিমানবন্দরের বর্তমান টার্মিনাল এবং ভিআইপি রোডের মাঝখানে তৈরি হয়েছে বিশালাকার এই নতুন টার্মিনালটি। গত রবিবার এটি উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ঠিক হয়েছে, বুধবার একটি উড়ান চালানোর পরে টার্মিনালটি আবার বন্ধ করে দেওয়া হবে। কারণ এখনও কাজ বাকি। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, মাস দুয়েকের মধ্যে পুরোপুরি খুলে দেওয়া যাবে টার্মিনালটি।
কলকাতা বিমানবন্দর সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত বলে প্রথমে স্থির হয় বুধবার, ২৩ জানুয়ারি, তাঁর জন্মদিনেই উদ্বোধন হবে টার্মিনালের। কিন্তু, বিমানবন্দর-কর্তারা জানান, রাষ্ট্রপতি সময় না পাওয়ায় তিন দিন আগেই এই উদ্বোধন হয়। |
|
নয়া টার্মিনালের পথ। —নিজস্ব চিত্র |
এয়ার ইন্ডিয়ার এই উড়ানের যে যাত্রীরা লন্ডন যান, তাঁদের অভিবাসন ও শুল্ক দফতরের ছাড়পত্র কলকাতা থেকে নিয়ে যেতে হয় বলে উড়ানটি আন্তর্জাতিক হিসেবেই চিহ্নিত। বুধবার ওই দুই দফতরের অফিসারদেরও নতুন টার্মিনালে ব্যস্ত থাকতে হবে। এ ছাড়াও কৈখালি থেকে বিমানবন্দর পর্যন্ত যে নতুন সেতু বানানো হয়েছে তা বুধবার সকালে খুলে দেওয়া হবে। যাতে নতুন টার্মিনালে পৌঁছতে যাত্রীদের অসুবিধা না হয়। এয়ার ইন্ডিয়ার তরফে সেখানে আলাদা করে পথ-নির্দেশের ব্যবস্থাও করা হয়েছে। বিমান সংস্থা সূত্রে খবর, ওই উড়ানের প্রতিটি যাত্রীকে বারংবার করে জানানো হয়েছে যে, উড়ানটি নতুন টার্মিনাল থেকে ছাড়বে। এক কর্তার কথায়, “কেউ যদি ভুল করে পুরনো টার্মিনালে চলে যান, তাঁকে নতুন টার্মিনালে পৌঁছে দেওয়ার জন্য আলাদা গাড়ির ব্যবস্থাও রাখা হবে।”
মঙ্গলবার রাত থেকেই নিরাপত্তার জন্য নতুন টার্মিনালে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের। যাত্রীদের হাতব্যাগ পরীক্ষার জন্য দু’টি এক্স-রে মেশিনও সেখানে বসেছে। একটি মেশিন বসানো হয়েছে চেক-ইন ব্যাগ পরীক্ষার জন্য। |
|
|
|
|
|