এক জন কথায় কথায় আস্তিন গোটান। অন্য জন ইতিহাস বলতে শুরু করলে প্রমাদ গোনেন দলের নেতারা। লোকসভা ভোটের ঢাকে কাঠি না পড়লেও অঘোষিত লড়াই শুরু হয়ে গিয়েছে এই দু’জনের মধ্যে। দু’দলই তাই উঠেপড়ে লেগেছে তাদের প্রধান মুখ-কে আরও ঘষেমেজে নিতে। যে দাওয়াই তাঁরা নেতাদের দিচ্ছেন, এখানে তারই কাহিনি।
• আন্তর্জাতিক ছাত্র দিবস। • ১৯২৮: স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রাইয়ের মৃত্যু। তিনি ‘পঞ্জাব কেশরি বা শের-ই-পঞ্জাব’ নামে পরিচিত। জাতীয়তাবাদের উর্ধ্বে হিন্দুত্ববাদকেই প্রাধান্য দিয়েছিলেন। ১৯২০ সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি নির্বাচিত হন।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি No part or content of this website
may be copied or reproduced without permission.