First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem
l

l

l

l

l

l
 
 



 
ক্রিকেটই আমার অক্সিজেন: সচিন
• কলকাতা চলচ্চিত্র উত্সবের সমাপ্তি
আসানসোল পুরবোর্ডে ভাঙল তৃণমূল-কংগ্রেস জোট

ভারতের নতুন রত্ন
বিদায় সচিন, বিদায় মহান ক্রিকেট সভ্যতা,
বিদায় রঙিন জানলাগুলো
এই সংক্রান্ত অন্য খবর...
আজ থেকে প্রাক্তন
• ‘তোমার স্বামী আজ থেকে ভারতরত্ন’
• বারবার ফোন ধরেননি
• বাইশ গজ থেকে মহানিষ্ক্রমণের আগে মহানায়কের ক্রিকেট-অঞ্জলি
• ছাত্র ভারতরত্ন শুনে ফোন আচরেকরের
• সৌরভের মনে হচ্ছে, তাঁর অবসর ইডেনে হলেই ভাল হত
• এমন ঋষিযোদ্ধা আর আসবে না
• শুধু ভাল ক্রিকেটার নয়, সফল মানুষ হওয়ার শিক্ষাও দিয়ে গেল
• সচিন-বিষাদ কাটিয়ে ওঠা সহজ হবে না: রোহিত
• সচিন চেয়ে পাঠালেন ইডেনের সব উপহার
নুন-গুজবে রাশ, ছুটিতেও নজরবন্দি বিভিন্ন বাজার
এক দিনেই নুন-গুজব অনেকটা স্তিমিত। তবু রাজ্যের বিভিন্ন বাজারে নজর রাখতে শনি ও রবিবার খাদ্য দফতরের ৩০০ জন পরিদর্শকের ছুটি বাতিল করল সরকার। স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানান, গুজব কোথা থেকে ছড়ালো, তা তদন্ত করে দেখতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (আইবি)-কে নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কয়েক জন কর্তা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের নুন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। সেখানে ঠিক হয়, খাদ্য দফতরের এক জন পরিদর্শক চিৎপুরে দিনরাত থেকে নজরদারি করবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কত নুন শহরে ঢুকছে, কত নুন কোথায় পাঠানো হচ্ছে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী চিৎপুরের নুন-গুদাম পরিদর্শনও করেন। তিনি বলেন, “এখনই যা নুন মজুত রয়েছে তাতে আগামী এক বছর রাজ্যে কোনও সমস্যা হবে না।”

এক জন কথায় কথায় আস্তিন গোটান। অন্য জন ইতিহাস বলতে শুরু করলে প্রমাদ গোনেন দলের নেতারা। লোকসভা ভোটের ঢাকে কাঠি না পড়লেও অঘোষিত লড়াই শুরু হয়ে গিয়েছে এই দু’জনের মধ্যে। দু’দলই তাই উঠেপড়ে লেগেছে তাদের প্রধান মুখ-কে আরও ঘষেমেজে নিতে। যে দাওয়াই তাঁরা নেতাদের দিচ্ছেন, এখানে তারই কাহিনি।
সংস্কারের রথে চেপেই পোক্ত
মার্ক্সবাদের স্বপ্ন দেখছে চিন
একমাত্র আর্থিক সংস্কারের হাত ধরেই আগামী দিনে উন্নতির পথে হাঁটতে পারে চিন। উন্নততর হতে পারে তার সমাজতন্ত্র এবং মার্ক্সবাদের ভাবধারাও! চিনের আর্থিক উদারিকরণের প্রস্তাবকে সমর্থন করে এই মন্তব্য খোদ চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের। বিশ্বজোড়া মন্দার ধাক্কায় চিনের অর্থনীতি বেসামাল। বৃদ্ধির হার নেমে এসেছে ৭ শতাংশে। লাগামছাড়া হয়েছে ঋণের অঙ্ক। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে অর্থনীতিকে ফের চাঙ্গা করতে সংস্কারের উপরেই ভরসা রাখছে তারা। সেই চিন, যারা দীর্ঘদিন বিশ্বাস করে এসেছে পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণের অর্থনীতিতে। সংস্কারের পরিকল্পনা হিসেবে একগুচ্ছ প্রস্তাব পেশ করেছে চিনের কমিউনিস্ট পার্টি। যার মধ্যে যথেষ্ট চোখে পড়ার মতো হল বাজারে প্রথম শেয়ার ছাড়ার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস। শেয়ার বাজারে নথিভুক্তি এবং শেয়ার ছাড়ার পদ্ধতিকে অনেক বেশি স্বচ্ছ এবং সরল করা।
হার্ট ভালভের ব্যাঙ্ক হল না সাত বছরেও
প্রস্তাব গিয়েছিল ২০০৬ সালে। সেই মতো জায়গা ও লোকজনও প্রস্তুত রাখা হয়েছিল। তাতে উৎসাহী হয়ে দু’তিনটি ফ্রিজ এবং কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতিও পাঠানোর ব্যবস্থা করেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু ওই পর্যন্তই। তার পরে কেটে গিয়েছে সাত বছর। এর মধ্যে রাজ্যে সরকারও বদলে গিয়েছে। তবু আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজ্যের প্রথম হার্ট ভাল্ভ ব্যাঙ্ক এখনও দিনের আলো দেখতে পায়নি! অথচ, সরকারি তথ্যই বলছে, রাজ্যে এই মুহূর্তে এক লক্ষ মানুষের শরীরে হার্টের ভাল্ভ প্রতিস্থাপনের প্রয়োজন। বেসরকারি হাসপাতালে হার্টের একটি ভাল্ভ বসাতে ৩০ হাজার থেকে দু’লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। অর্থের অভাবে সিংহভাগ মানুষই তা করাতে পারছেন না। সরকারি উদ্যোগে ব্যাঙ্ক তৈরি করে সংরক্ষণের ব্যবস্থা হলে ভাল্ভ বসানোর খরচ দাঁড়াবে মাত্র কয়েক হাজার টাকা!
মসজিদে কম্পিউটারের পাঠ শান্তা, শবনমদের
উৎসবে ব্রাত্য, অন্য রাসের দিন গুনছেন যৌনকর্মীরা
কলকাতা পেরেছে। উত্তরবঙ্গও পেরেছে। কিন্তু পারল না নবদ্বীপ। রাসকে কেন্দ্র করে চেনা মেজাজে মেতে উঠেছে শ্রীচৈতন্যের জন্মভূমি। দেশ বিদেশ থেকে আসা লক্ষাধিক মানুষের ভিড়ে জমজমাট বৈষ্ণবতীর্থ। অথচ নবদ্বীপ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া লেনে পা রাখতেই মনে হয়, উৎসবেরও যেন এখানে প্রবেশ নিষিদ্ধ! ঘুপচি ঘরগুলোর চৌকাঠে এসে থমকে গিয়েছে ব্যস্ত শহরের কোলাহল। আর সেই নিস্তব্ধতাই আরও বেশি করে জানান দিচ্ছে- ওঁরা ব্রাত্য। এবারেও। তেলিপাড়া লেনে স্থায়ী যৌনকর্মীর সংখ্যা পঞ্চাশ জন। ওঁরা কেউ চল্লিশ বছর, কেউ ত্রিশ বছর কেউ বা কুড়ি বছর ধরে বাস করছেন এখানেই। রেশন কার্ড রয়েছে। রয়েছে ভোটের সচিত্র পরিচয়পত্রও। ওঁরা সমস্বরে জানাচ্ছেন, “এ পরিচয়পত্রে ভোটকেন্দ্রে যাওয়া যায়। কিন্তু পুজোমণ্ডপে যাওয়ার অনুমতি মেলে না।”
বিনোদন
• ভূতের ঠেলায় প্রত্যাশার পাহাড়ে আশ্চর্য প্রদীপ
• ফিল্মসিটির জমি ফাঁকা করতে মামলার সিদ্ধান্ত
বিজ্ঞান ও প্রযুক্তি
• জল-হাওয়ার রহস্যভেদে মঙ্গলে মাভেন
• ফের লাফ দিল মঙ্গলযান
• অ্যাকাউন্ট থেকে টাকা উধাও
• এসএমএসে জলস্তরের ওঠাপড়া, প্রযুক্তি আইআইটির
অসবর্ণ বিয়েতে টাকা, জানেন না পাত্রপাত্রীরা
তফসিলি জাতি-উপজাতির সঙ্গে বর্ণহিন্দুদের বৈবাহিক সম্পর্ক হলে ৩০ হাজার টাকা সরকারি সাহায্য মেলে। গত প্রায় পাঁচ বছর ধরে কেন্দ্র ও রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর যৌথ ভাবে এই প্রকল্প চালাচ্ছে। কিন্তু প্রচারের অভাবে বহু দম্পতি আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে, এই খাতে বরাদ্দ অর্থও খরচ হচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী, প্রাপ্তবয়স্ক ‘অসবর্ণ’ পাত্র-পাত্রী বিয়ের পরে এক বছর ‘ভাল ভাবে’ দাম্পত্য জীবন কাটালে তাঁরা ওই সাহায্যের জন্য জেলা অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরে আবেদন করতে পারবেন। সঙ্গে থাকতে হবে বিয়ের প্রমাণপত্র (রেজিস্ট্রি সার্টিফিকেট), বয়স ও জাতিগত শংসাপত্র এবং এক বছর ভাল ভাবে দাম্পত্য জীবন কাটানোর ঘোষণাপত্র। আবেদন জমা পড়ার পরে পরিদর্শক (ইনস্পেক্টর) তা খতিয়ে দেখে দফতরে রিপোর্ট দেবেন। সব ঠিকঠাক থাকলে, দফতর থেকেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। তা অনুমোদন পেলেই মিলবে আর্থিক সাহায্য।
তাড়ালেই যাব, কংগ্রেসের মঞ্চে বললেন সোমেন
এক নজরে...
• নজরদারি চাই টাকা খরচে, অর্থ কমিশনে দাবি বিরোধীদের

রোদ পোহানোর দিনে ভোজনরসিক বাঙালির পাতে চিংড়ির
কয়েকটি পদ আর বাহারি সব্জির স্যুপ-স্যালাড-স্ন্যাক্সে সাজানো
হল মাঝ-মাসের হাওয়াবদল। সঙ্গে থাকল নিয়মিত বিভাগও।


রাজ্যে পৃথক সেল দেখবে সংখ্যালঘু স্কুলগুলির সমস্যা

ঘরের মেঝে খুঁড়ে
উদ্ধার বধূর দেহ

দেশ

বিদেশ


খেলা
কলকাতা লিগের
আড়ালে আই লিগ
প্রস্তুতি দুই কোচের

সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ

মুর্শিদাবাদ
মেদিনীপুর

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

কলকাতা






আজকের দিনে
আন্তর্জাতিক ছাত্র দিবস।
• ১৯২৮: স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রাইয়ের মৃত্যু। তিনি ‘পঞ্জাব কেশরি বা শের-ই-পঞ্জাব’ নামে পরিচিত। জাতীয়তাবাদের উর্ধ্বে হিন্দুত্ববাদকেই প্রাধান্য দিয়েছিলেন। ১৯২০ সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি নির্বাচিত হন।

হপ্তা জুড়ে...
শনিবার রবিবার পাক্ষিক

প্রতি মাসের ২১ তারিখ

সোমবার সারাবেলা

সপ্তাহে তিন দিন


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.