|
|
|
|
টুকরো খবর |
১৯ ঘণ্টা পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • গোপীবল্লভপুর |
এলাকায় তোলাবাজদের দাপটের প্রতিবাদে গোপীবল্লভপুরে দীর্ঘ ১৯ ঘণ্টা পথ অবরোধ করলেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার দুপুর ২টো পর্যন্ত গোপীবল্লভপুর থানার পাঁচকাহানিয়া মোড়ে এই অবরোধ চলে। বেশ পুরনো এই রাজ্য সড়কটি খুব একটা ব্যস্ত নয়। ফলে, দীর্ঘ সময়ের অবরোধেও বিশেষ যানজট হয়নি। বাংলা-ওড়িশা সীমানায় চেকপোস্ট রয়েছে জামশোলায়। চেকপোস্টে তল্লাশির ঝক্কি এড়াতে বহু পণ্যবাহী লরি ঘুরপথে ওড়িশা যাতায়াত করে। প্রতিদিন গড়ে তিনশোটি দশ চাকার বড় লরি যাতায়াতে গোপীবল্লভপুর থেকে পাঁচকাহানিয়া হয়ে হাতিবাড়ি যাওয়ার রাস্তাটিও বেহাল। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, এই সব লরি থেকেই মোটা টাকা আদায় করে এলাকার কুখ্যাত তোলাবাজ বিশু ও তার দলবল। শাসকদলের মদতেই কাণ্ডকারখানা চলে বলে অভিযোগ। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ অভিযোগ উড়িয়ে বলেন, “স্থানীয় গোলমাল। দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।” দিন কয়েক আগে স্থানীয় করবনিয়া গ্রামের দুই যুবককে তোলাবাজেরা মারধর করে বলে অভিযোগ। এলাকার কিছু মানুষ তার প্রতিবাদ করেন। অভিযোগ, তার জেরে শুক্রবার সন্ধেয় পাঁচকাহানিয়া মোড়ে তোলাবাজেরা চড়া হয়। ৫টি দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগায় তারা। কিছু দোকানে লুঠপাটও চালানো হয়। তাদের হামলায় গুরুতর জখম হয় স্থানীয় পান বিক্রেতার বারো বছরের মেয়ে সুলেখা গিরি। তাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। শুক্রবার সন্ধে থেকেই শুরু হয় পথ অবরোধ। হামলাকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ওই পথে বেআইনি ভাবে লরি চলাচল বন্ধ এবং এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর দাবি জানান অবরোধকারীরা। সারা রাত অবরোধ চলে। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে শনিবার দুপুরে অবরোধ তুলে নেন স্থানীয়রা। হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজা হচ্ছে।
|
ভোট প্রচারে ঝাড়গ্রামে বেচারাম
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আগামী শুক্রবার অরণ্যশহরে পুর-নির্বাচন। তারই প্রচারে শনিবার ঝাড়গ্রামে এসেছিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তৃণমূল প্রার্থীদের জন্য ভোট চেয়ে তিনি বলেন, “গত আড়াই বছরে রাজ্যের উন্নয়ন দেখে ঝাড়গ্রাম পুরসভায় আমাদের সুযোগ দিন। পাঁচ বছরের মধ্যে পুরশহরে কাজ করতে ব্যর্থ হলে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের তাড়িয়ে দেবেন।” এ দিন ঝাড়গ্রাম শহরে ৬টি প্রচারসভা করেন বেচারামবাবু। ৩১ বছর ঝাড়গ্রাম পুরসভায় ক্ষমতায় থেকেও বামফ্রন্ট শহরের উন্নয়ন করেনি, অভিযোগ করে তিনি বলেন, “সিঙ্গুর পঞ্চায়েত এলাকাতেও যত পাকা রাস্তা ও নিকাশি নালা রয়েছে তা ঝাড়গ্রাম পুর-এলাকায় নেই।” তাঁর প্রতিশ্রুতি, “আমরা ক্ষমতায় এলে পুরভবনের নোটিস বোর্ডে প্রতি প্রকল্পের আয়-ব্যয়ের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এলাকাবাসীর মত নিয়েই হবে উন্নয়নের কাজ।”
|
লোকসভায় সব আসনে প্রার্থী: রাহুল
নিজস্ব প্রতিবেদন |
পুরভোটের পাশাপাশি লোকসভার লড়াইয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। শনিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে কর্মিভায় তিনি বলেন, “এ রাজ্যে লোকসভা ভোটে বিজেপি একাই লড়বে। প্রতিটি আসনে প্রার্থী দেওয়া হবে।” মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতির মতো বিষয়ের পাশাপাশি উন্নয়ন প্রশ্নে তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরে প্রচার চালানো হবে বলে তিনি জানান। আলুর দাম বৃদ্ধি নিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী নিজে আলুর দাম বেঁধে দিলেও এক শ্রেণির ব্যবসায়ী চড়া দামে আলু বিক্রি করছে। অথচ, সরকার কড়া ব্যবস্থা নিতে পারেনি।” কৃষ্ণনগরের নির্বাচনের প্রচারে গিয়েও তিনি বলেন, “আলুর কালোবাজারিরা ধরা পড়েনি। তারা তৃণমূলের ছায়ায় রয়েছে।” |
|
|
|
|
|