বিদায় সচিন, বিদায় মহান ক্রিকেট সভ্যতা, বিদায় রঙিন জানলাগুলো
|
|
গৌতম ভট্টাচার্য, মুম্বই: আবেগের এত ঘূর্ণি পিচে ব্যাট-প্যাড জড়ো করেও কত ক্ষণ ‘উইকেট’ পড়া আটকাতে পারেন, তখন সবার অনন্ত কৌতূহল! টিমমেটরা গার্ড অব অনার দিয়ে ফিরিয়ে দেওয়ার সময়? পড়েনি। স্ত্রী-কন্যাকে নিয়ে পুরস্কার বিতরণে যোগ দেওয়ার সময়? পড়েনি। মর্মস্পর্শী ওই লম্বা বক্তৃতা দেওয়ার সময়? পড়েনি। |
|
‘তোমার স্বামী আজ থেকে ভারতরত্ন’
|
গৌতম ভট্টাচার্য, মুম্বই: যশ চোপড়া, করণ জোহরদের ফিল্মি রোমান্সে যা হয়ে থাকে এ যেন হুবহু সেই ছবি! সচিন তেন্ডুলকরের ভারতরত্ন প্রাপ্তির খবর স্ত্রী অঞ্জলি যে শুনলেন অনেকটা সে ভাবেই! ওয়াংখেড়ের পাঠ চুকে যাওয়ার পর টিম বাস যখন হোটেলে ফিরছে তখনই স্থানীয় মহলে রটে গিয়েছিল খবরটা রাহুল গাঁধী গিয়েছেন সচিনের ঘরে। শুরু হয়ে যায় জল্পনা। সচিনের দেশজোড়া জনপ্রিয়তা কি কাজে লাগাতে চাইছে কংগ্রেস? |
|
|
বারবার ফোন ধরেননি
শঙ্খদীপ দাস, নয়াদিল্লি: একটু আগেই শেষ হয়ে গিয়েছে ২২ গজে ২৪ বছরের রাজত্ব। আবেগঘন
বিদায়পর্বও শেষ। মাঠ থেকে ফেরা ইস্তক একের পর এক ফোন আসছে মোবাইলে। চেনা নম্বরগুলো
ধরছেন, কথাও বলছেন। তার মধ্যেই একটা অজানা ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন! না ধরে
কেটে দিলেন তিনি। ফের এল। এ বার কিছুটা বিরক্ত হয়েই কেটে দিলেন। ফের..। |
|
বাইশ গজ থেকে মহানিষ্ক্রমণের
আগে মহানায়কের ক্রিকেট-অঞ্জলি |
|
|
|
সৌরভের মনে হচ্ছে, তাঁর অবসর
ইডেনে হলেই ভাল হত |
এমন ঋষিযোদ্ধা
আর আসবে না |
|
শুধু ভাল ক্রিকেটার নয়, সফল মানুষ হওয়ার শিক্ষাও দিয়ে গেল |
সচিন-বিষাদ কাটিয়ে
ওঠা সহজ হবে না: রোহিত |
|
|
|
|
দু’জনের আলাদা
মানসিকতাই
বোর্ডে ফুটে উঠছে |
|
ঘরের পিচে ফলো-অন খেয়ে
আজ বাংলার বাঁচার লড়াই |
|
|
|
চিডির কাছে
হারল এরিয়ান |
|
কলকাতা লিগের আড়ালে
আই লিগ প্রস্তুতি দুই কোচের |
|
ফুটবল স্কুলের
উদ্বোধনে ভাইচুং |
|
|
টুকরো খবর |