ইডেনে জীবনের ১৯৯তম টেস্ট খেলতে এসে পাওয়া উপহারগুলির একটার কথাও ভোলেননি সচিন তেন্ডুলকর। মুম্বই আনতে চেয়েছেন তাঁর মোমের মূর্তি এবং বিশেষ অ্যাকোয়ারিয়ামও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির কথা তো বিশেষ করে জানিয়েছেন। সেগুলি নিয়ে চলতি মাসেই মুম্বই রওনা দিচ্ছে সিএবি-র এক প্রতিনিধি দল। বান্দ্রায় সচিনের বাড়িতে সাজিয়ে রেখে আসবেন সেই স্মারক উপহারগুলি। |
ওয়াংখেড়েতে সচিনের বিদায়ী টেস্ট দেখতে সিএবি-র যে কর্তারা মুম্বই গিয়েছিলেন, তাঁরা তেন্ডুলকরের ব্যক্তিগত সচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন শুক্রবার। সেখানে জানতে পারেন, ইডেনের সব উপহার সচিন কলকাতা থেকে আনাবেন। এমনকী অ্যাকোয়ারিয়ামও, যার প্রস্তুতকারী সংস্থার কর্তারাই সেটি মুম্বইয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন না। প্রায় আড়াই লক্ষ টাকা দামের মেরিন অ্যাকোয়ারিয়াম সচিনের বাড়িতে বসানোর জন্য কিন্তু এখন ওই সংস্থার বিশেষজ্ঞদের মুম্বই পাঠানোর উদ্যোগ নিচ্ছে সিএবি। মোমের মূর্তির শিল্পী আসানসোলের সুশান্ত রায়ও মুম্বইয়ে যাবেন সচিনের বাড়িতে তাঁর মূর্তি বসিয়ে দিয়ে আসার জন্য। তবে সামান্য ‘ফিনিশিং টাচ’ দিয়ে তবেই। শনিবার বললেন, “সচিনকে সামনে থেকে দেখে মূর্তিটা গড়িনি তো, তাই মূর্তির গায়ের রঙটা একটু চাপা রয়ে গিয়েছে। ওঁকে যখন দেখলাম, বুঝলাম গায়ের রঙ বেশ উজ্জ্বল। তাই মূর্তির রঙ একটু উজ্জ্বল করে দেব।” |