কলকাতা লিগের নাম বদলে কি অবিলম্বে ‘প্রস্তুতি লিগ’ করে দেওয়া উচিত?
রবিবার মোহনবাগান বনাম ইউনাইটেড স্পোর্টস হাইভোল্টেজ ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে দুই কোচের যা মনোভাব, তাতে কিন্তু অনায়াসেই স্থানীয় লিগের নাম বদলে ফেলা যেতে পারে! এত দিন বাদে যে বাংলার ফুটবলপ্রেমীরা ওডাফা বনাম র্যান্টির মহাযুদ্ধ দেখবেন, তার উপায় নেই। উল্টে ডার্বির আগে মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফার কাছে যখন এই ম্যাচ ওডাফাকে ম্যাচফিট করার মঞ্চ, তখন আই লিগে আসন্ন ডেম্পো ম্যাচের কথা ভেবে র্যান্টি মার্টিন্সকে শুরু থেকে নামাতে চাইছেন না ইউনাইটেড কোচ এলকো সাতৌরি।
আই লিগের দু’টো বড় ম্যাচের আগে কলকাতা লিগকেই যেন প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিচ্ছেন করিম-সাতৌরি! ইউনাইটেড কোচ বলছিলেন, “ডেম্পো ম্যাচের আগে হাসান-বেলো জুটিকে একবার দেখে নিতে চাই। র্যান্টি-এরিক শুরুতে না খেললেও রিজার্ভে থাকবে। খুব প্রয়োজন না পড়লে খেলাবো না। ডেম্পো ম্যাচ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। র্যান্টিকে নামিয়ে অযথা ঝুঁকি নিতে চাই না।” করিম আবার ইস্টবেঙ্গল ম্যাচের আগে ওডাফাকে সম্পূর্ণ ম্যাচ ফিট করে তুলতে মরিয়া। তাই চোট সারিয়ে মাঠে ফেরা বাগানের নাইজিরিয়ান গোলমেশিনকে শুরু থেকেই খেলাতে চাইছেন মরক্কোন কোচ। করিম বলছিলেন, “ইস্টবেঙ্গল ম্যাচের আগে দলের সঠিক কম্বিনেশন খুঁজে নিতে চাই। চারটে বিদেশিকেই আঠারো জনের দলে রাখছি।”
তবে ইচের অনুপস্থিতিতে ডার্বির আগে বাগান-কোচের প্রধান চিন্তা রক্ষণ। রবিবারের ম্যাচ সবার আগে রক্ষণের সংগঠনকেই দেখে নিতে চাইছেন করিম। শনিবার অনুশীলন দেখে যা মনে হল, তাতে শুরুতে রাউলসন রড্রিগেজ ও কিংশুক দেবনাথের দু’পাশে খেলতে পারেন শৌভিক ঘোষ ও প্রীতম কোটাল। মোহনবাগানের হয়ে শুরুতে দুই বিদেশি খেলবেন ওডাফা-কাতসুমি। এরিক মুরান্ডা নামতে পারেন দ্বিতীয়ার্ধে। |
মোহনবাগান : ইউনাইটেড স্পোর্টস (যুবভারতী, ৪-০০) |