টুকরো খবর
ইব্রাদের হারিয়েও চিন্তিত রোনাল্ডোরা
রোনাল্ডোর সেই হেড। ছবি: এপি।
জ্লাটান ইব্রাহিমোভিচ না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পরের বছর ব্রাজিল বিশ্বকাপে দু’জনের মধ্যে হাজির থাকার প্রথম লড়াইয়ে জিতেও চিন্তা যাচ্ছে না রোনাল্ডোর দেশ পর্তুগালের। গত রাতে লিসবনের এস্তাদিও দ্য লুজ-এ ইউরোপীয় প্লে-অফে রোনাল্ডোর উড়ন্ত হেডে পতুর্গাল ১-০ হারায় ইব্রা-র সুইডেনকে। কিন্তু মঙ্গলবার ঘরের মাঠে দু’গোলে ইব্রারা জিতলেই কপাল পুড়বে সিআর সেভেন-এর। ম্যাচের বিরাশি মিনিটে বাঁ দিক থেকে মিগুয়েল ভেলোসোর ক্রসে শূন্যে শরীর ছুড়ে দিয়ে হেডে গোল করেন রোনাল্ডো। কিন্তু ঘরের মাঠে গোলের ব্যবধান বাড়িয়ে রাখতে না পারায় চিন্তিত পর্তুগাল কোচ পাওলো বেন্তো। দুরন্ত গোলের পর রোনাল্ডো ওপেন সিটার-ও মিস করেনা। বেন্তো বলছেন, “আমাদের গোলের ব্যবধান বাড়ল না বলে মূলপর্বে যাওয়ার ছবি এখনও পরিষ্কার নয়।”

শিলিংফোর্ডের দুসরা নিয়ে রিপোর্ট
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ওয়েস্ট ইন্ডিজের দুই অফস্পিনার শেন শিলিংফোর্ড এবং মার্লন স্যামুয়েলসের বিরুদ্ধে রিপোর্ট দিলেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই ফিল্ড আম্পায়ার কেটেলবরো এবং নাইজেল লং। শিলিংফোর্ডের দুসরা আর স্যামুয়েলসের ‘ফাস্টার’ নিয়ে সন্দেহ তাঁদের। আইসিসি জানিয়েছে, ২১ দিনের মধ্যে নিরপেক্ষ প্যানেলের সামনে দুই বোলারকে পরীক্ষায় বসতে হবে। সেখানে যদি প্রমাণিত হয় তাঁরা ‘চাক’ করেন, তা হলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের বোলিং নিষিদ্ধ করা হবে। পরীক্ষায় বসার আগে পর্যন্ত ম্যাচে বল করতে পারবেন তাঁরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুই বোলারের অ্যাকশন দেখে লংদের সন্দেহ হলে তাঁরা ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পরে আইসিসি-কে রিপোর্ট করেন। অতীতে শিলিংফোর্ড এবং স্যামুয়েলসকে চাকিংয়ের জন্য সাসপেন্ড করে আইসিসি। ইডেন টেস্টে শিলিংফোর্ডের বোলিং দেখার পর বিষেণ সিংহ বেদী আনন্দবাজারে পরিষ্কার বলেছিলেন, “ছেলেটা স্রেফ বল ছুড়ে উইকেট পেয়েছে।” সচিনও ইডেনে শিলিংফোর্ডের ‘দুসরা’য় আউট হয়েছিলেন।

চার বোনের পদক
জাতীয় কুস্তির চারটি পদক গেল হরিয়ানার পোগট পরিবারে। দিল্লি কমনওয়েলথ গেমসের প্রথম মেয়ে হিসাবে কুস্তির সোনা জেতা অলিম্পিয়ান গীতার সঙ্গে কলকাতায় এসেছিলেন তাঁর তিন ‘পালোয়ান’ বোনই। শনিবার ৫৯ কেজি বিভাগে সোনা জিতলেন গীতা। বাকি তিন বোন ভিনেশ (সোনা), ববি, রিতুও (জোড়া রুপো) পদক নিয়ে যাচ্ছেন বাড়িতে। কানাডায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে আসা গীতা বলে দিলেন, “বাবা বলে দিয়েছেন যত দিন না অলিম্পিকের পদক পাবে ততদিন বিয়ে দেব না।” চব্বিশ বছরের গীতা তাই ঠিক করেছেন পরের অলিম্পিক পদকের জন্য জন্য লড়ে যাবেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ৮৪ কেজি গ্রিকো রোমান বিভাগে রুপো জিতলেন বাংলার অনিলকুমার।

বাংলার মেয়েরা রানার্স
জাতীয় কবাডি প্রতিযোগিতায় (পূর্বাঞ্চলীয়) রানার্স হল বাংলার মেয়েরা। ময়দানের কবাডি কোর্টে ফাইনালে রেলের কাছে হারে বাংলা। ছেলেদের চ্যাম্পিয়ন রেল। বাংলার ছেলেরা সেমিফাইনালে হেরে যায়। মূল পর্ব হবে কটকে। নিয়মানুযায়ী সেখানে অবশ্য বাংলার দু’টি দলই খেলার সুযোগ পাবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.