|
|
|
|
মধ্যপ্রদেশ |
স্মার্টফোন-ল্যাপটপ, কল্পতরু বি জে পি |
নিজস্ব সংবাদদাতা • ভোপাল |
ক্ষমতায় এলে সরকারি কলেজের পড়ুয়াদের জন্য স্মার্টফোন, মেধাবী পড়ুয়াদের জন্য ল্যাপটপ, পাশাপাশি গরিব রাজ্যবাসীর জন্য এক টাকা কেজি দরে চাল, গম ও নুন। এ-ই হল বিজেপি-র নির্বাচনী ইস্তাহার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং সুষমা স্বরাজের সামনেই রাজ্য বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান বিক্রম বর্মা আজ এই সব প্রকল্প ঘোষণা করেন। যাদের নিজস্ব জমি নেই, তাদের বাড়ি তৈরির জন্য রয়েছে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ২০ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।
পাশাপাশি মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, লাডলি লক্ষ্মী যোজনা, মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা-র মতো জনপ্রিয় প্রকল্পগুলি বলবৎ থাকবে। প্রতিশ্রুতি ঘোষণা করেই অবশ্য এ দিন থেমে থাকেনি বিজেপি। ১২ নভেম্বর কংগ্রেস যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলির ঘোর সমালোচনাও করা হয়। চৌহান বলেন, কংগ্রেস জানে তারা মধ্যপ্রদেশে ক্ষমতায় আসতে পারবে না। তা-ই অবাস্তব নানা প্রকল্প ঘোষণা করেছে। প্রসঙ্গত, কংগ্রেসের ইস্তাহারে বলা হয়, ক্ষমতায় এলে রাজ্যবাসীদের জন্য বরাদ্দ ন’টি রান্নার সিলিন্ডারের সঙ্গে আরও তিনটি বাড়তি সিলিন্ডারের ব্যবস্থা করা হবে। বাড়ানো হবে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের উপর ভর্তুকিও।
ইস্তাহার প্রকাশের পর বিজেপিকে সরাসরি আক্রমণ করেছে কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, বিজেপি-র ইস্তাহার আসলে এক দিস্তা মিথ্যা। প্রদেশ কংগ্রেস নেতা অজয় সিংহ বলেন, ৫ বছরে কেন্দ্র ৪ লক্ষ কোটি মধ্যপ্রদেশে পাঠিয়েছে। বিজেপির দুর্নীতির জন্য উন্নয়নে তার এক টাকাও খরচ হয়নি। একই সুরে ছত্তীসগঢ়ে বক্তৃতা দেওয়ার সময় বিজেপিকে আক্রমণ করে রাহুল গাঁধী বলেন, বিজেপি ছত্তীসগঢ়ের প্রাকৃতিক সম্পদ লুঠ করছে। মাওবাদী হানায় হত কংগ্রেস নেতা নন্দকুমার পটেলের স্মৃতি উস্কে দিয়ে তিনি বলেন, রাজ্যের শত শত নন্দকুমারের কাছে অনুরোধ ছত্তীসগঢ় থেকে এই চোরগুলোকে ধাক্কা মেরে বার করে দিন। |
|
|
|
|
|